ETV Bharat / state

বালুরঘাটের সরোজ সেতু-সহ ছয়টি সেতু সংস্কারের কাজ শুরু পূর্ত দপ্তরের

পূর্ত দপ্তর (সড়ক) নির্বাহী বাস্তুকার আশিস হাজরা বলেন, "বালুরঘাট থেকে লস্করহাট পর্যন্ত রাজ্য সড়কের উপরে সেতুগুলি রেলিং-এর সংস্কারের কাজ হওয়ার কথা ছিল । লকডাউনের কারণে আমাদের কাজগুলি থমকে ছিল । এখন সেই কাজগুলি চলছে । ব্রিজের দুর্বলতার কোনও ব্যাপার নেই । যেগুলি ভেঙে গিয়েছিল নিয়ম মেনে সেগুলির কাজ চলছে ।"

balurghat news
balurghat news
author img

By

Published : Sep 30, 2020, 9:34 PM IST

বালুরঘাট, 30 সেপ্টেম্বর : বালুরঘাট আত্রেয়ী নদীর উপর অবস্থিত সরোজ সেতু সংস্কার শুরু করল জেলা পূর্ত দপ্তর । শুধুমাত্র বালুরঘাটের সরোজ সেতু নয় বালুরঘাট-তপন রাজ্য সড়কে থাকা প্রায় ছয়টি সেতু সংস্কারের কাজ শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পূর্ত দপ্তর । মূলত এই সেতুগুলির রেলিং বেহাল অবস্থায় ছিল । রেলিংগুলি ভেঙে ভেতরের লোহার রড বেরিয়ে যাচ্ছিল । অবশেষে বেহাল হয়ে থাকা সেতু সংস্কারে হাত দিল পূর্ত দপ্তর ।

প্রসঙ্গত, আত্রেয়ীর উপরে সরোজ সেতুতে রোজ সন্ধ্যা হলেও বহু মানুষের ভিড় হয় । যুবক যুবতীরাও ওই সেতুর উপর দাঁড়িয়ে আড্ডা দেয় । বর্তমানে নদীর জল দেখতে আরও মানুষের ভিড় জমছে । গতকাল থেকে সেই সেতুর রেলিং ভাঙার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর । সেতুর রেলিংগুলিকে সংস্কার করা হচ্ছে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে ।

এদিকে ভরা বর্ষায় সেতুর রেলিং-এর কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়েছে একাংশ শহরবাসীর মধ্যে । দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা । যদিও বাঁশ দিয়ে ঘিরে সেতুর কিছু কিছু অংশে কাজ করছে পূর্ত দপ্তর ।

এ-বিষয়ে পূর্ত দপ্তর (সড়ক) নির্বাহী বাস্তুকার আশিস হাজরা বলেন, "বালুরঘাট থেকে লস্করহাট পর্যন্ত রাজ্য সড়কের উপরে সেতুগুলি রেলিং-এর সংস্কারের কাজ হওয়ার কথা ছিল । লক ডাউনের কারণে আমাদের কাজগুলি থমকে ছিল । এখন সেই কাজগুলি চলছে । ব্রিজের দুর্বলতার কোন ব্যাপার নেই । যেগুলি ভেঙে গিয়েছিল নিয়ম মেনে সেগুলির কাজ চলছে ।"

এবিষয়ে স্থানীয় বাসিন্দা নারেন কামেত বলেন, "সেতুর রেলিং গুলি ভগ্নদশায় ছিল । যার ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারত । জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেতুর রেলিং ভাঙা হচ্ছে । নতুন করে তৈরি করা হবে । এর ফলে তারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে । এটা ভাল কাজ ।"

শহরের আরেক বাসিন্দা অভিজিৎ দত্ত বলেন, "এই সময় আত্রেয়ীতে ভরা জল । এই সময় বহু মানুষ ব্রিজের উপর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকে । এই সময় কাজ শুরু করা উচিত হয়নি । কিছুদিন পরে কাজ করতে পারত । দুর্ঘটনা ঘটে গেলে তার দায়িত্ব কে নেবে?"

বালুরঘাট, 30 সেপ্টেম্বর : বালুরঘাট আত্রেয়ী নদীর উপর অবস্থিত সরোজ সেতু সংস্কার শুরু করল জেলা পূর্ত দপ্তর । শুধুমাত্র বালুরঘাটের সরোজ সেতু নয় বালুরঘাট-তপন রাজ্য সড়কে থাকা প্রায় ছয়টি সেতু সংস্কারের কাজ শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পূর্ত দপ্তর । মূলত এই সেতুগুলির রেলিং বেহাল অবস্থায় ছিল । রেলিংগুলি ভেঙে ভেতরের লোহার রড বেরিয়ে যাচ্ছিল । অবশেষে বেহাল হয়ে থাকা সেতু সংস্কারে হাত দিল পূর্ত দপ্তর ।

প্রসঙ্গত, আত্রেয়ীর উপরে সরোজ সেতুতে রোজ সন্ধ্যা হলেও বহু মানুষের ভিড় হয় । যুবক যুবতীরাও ওই সেতুর উপর দাঁড়িয়ে আড্ডা দেয় । বর্তমানে নদীর জল দেখতে আরও মানুষের ভিড় জমছে । গতকাল থেকে সেই সেতুর রেলিং ভাঙার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর । সেতুর রেলিংগুলিকে সংস্কার করা হচ্ছে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে ।

এদিকে ভরা বর্ষায় সেতুর রেলিং-এর কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়েছে একাংশ শহরবাসীর মধ্যে । দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা । যদিও বাঁশ দিয়ে ঘিরে সেতুর কিছু কিছু অংশে কাজ করছে পূর্ত দপ্তর ।

এ-বিষয়ে পূর্ত দপ্তর (সড়ক) নির্বাহী বাস্তুকার আশিস হাজরা বলেন, "বালুরঘাট থেকে লস্করহাট পর্যন্ত রাজ্য সড়কের উপরে সেতুগুলি রেলিং-এর সংস্কারের কাজ হওয়ার কথা ছিল । লক ডাউনের কারণে আমাদের কাজগুলি থমকে ছিল । এখন সেই কাজগুলি চলছে । ব্রিজের দুর্বলতার কোন ব্যাপার নেই । যেগুলি ভেঙে গিয়েছিল নিয়ম মেনে সেগুলির কাজ চলছে ।"

এবিষয়ে স্থানীয় বাসিন্দা নারেন কামেত বলেন, "সেতুর রেলিং গুলি ভগ্নদশায় ছিল । যার ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারত । জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেতুর রেলিং ভাঙা হচ্ছে । নতুন করে তৈরি করা হবে । এর ফলে তারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে । এটা ভাল কাজ ।"

শহরের আরেক বাসিন্দা অভিজিৎ দত্ত বলেন, "এই সময় আত্রেয়ীতে ভরা জল । এই সময় বহু মানুষ ব্রিজের উপর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকে । এই সময় কাজ শুরু করা উচিত হয়নি । কিছুদিন পরে কাজ করতে পারত । দুর্ঘটনা ঘটে গেলে তার দায়িত্ব কে নেবে?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.