ETV Bharat / state

অর্পিতা বহিরাগত, মস্তিষ্কের বিকৃতি ঘটেছে; কটাক্ষ প্রশান্ত মিত্রর

অর্পিতা ঘোষের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলে কটাক্ষ করলেন বিপ্লব মিত্রর ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত ।

কটাক্ষ প্রশান্ত মিত্রর
author img

By

Published : Jun 29, 2019, 10:50 AM IST

Updated : Jun 29, 2019, 11:04 AM IST

গঙ্গারামপুর, 29 জুন : দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষকে বহিরাগত বলার পাশাপাশি তাঁর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলে কটাক্ষ করলেন বিপ্লব মিত্রর ভাই প্রশান্ত । গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত গতকাল বলেন, "অর্পিতা ঘোষের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে । তিনি কখন যে কী বলেন তার ঠিক নেই । তিনি এখানে 2 মাস থাকবেন, তারপরে চলে যাবেন । তিনি একজন বহিরাগত ।" পাশাপাশি বৃহস্পতিবার পৌরসভায় চেয়ারম্যানের চেয়ারে বসে প্রশান্ত নিজেকে তৃণমূল সদস্য বলে দাবি করেন । তিনি বলেন, "বহিষ্কার বা অনাস্থা কোনওটাই মানি না । প্রশান্তের এই মন্তব্যের জবাবে অর্পিতা বলেন, "সময় হলেই সব স্পষ্ট হয়ে যাবে । "

শুনুন পৌরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারের বক্তব্য

28 জুন BJP-তে যোগ দেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র । তারপরেই তাঁর ঘনিষ্ঠ ও অনুগামীদের দল থেকে ছেঁটে ফেলার কাজ শুরু করেন অর্পিতা । অর্পিতা জানিয়েছিলেন, প্রশান্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তারা । গতকাল সেই প্রস্তাব আনেন গঙ্গারামপুর পৌরসভার কয়েকজন তৃণমূল কাউন্সিলর । গঙ্গারামপুর পৌরসভায় 18টি ওয়ার্ড রয়েছে । সেখানে বিরোধী শূন্য বোর্ড গড়েছিল তৃণমূল । চেয়ারম্যান করা হয়েছিল প্রশান্তকে ।

গতকাল অনাস্থা প্রস্তাব আনার পর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "প্রশান্ত মিত্র তাঁর দাদার সঙ্গে BJP-তে যোগ দিয়েছেন । গঙ্গারামপুর সহ পশ্চিমবঙ্গের মানুষ তা জানে । তিনি যে দল থেকে এই চেয়ারম্যান পদ পেয়েছিলেন সেই দলকে তিনি প্রত্যাখ্যান করে অন্য দলে গেছেন দাদাকে সাহায্য করতে । তিনি যে দিল্লি গেছিলেন তার প্রমাণ আছে আমাদের কাছে । আমাদের পৌরসভার 9 জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে । "

গঙ্গারামপুর, 29 জুন : দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষকে বহিরাগত বলার পাশাপাশি তাঁর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলে কটাক্ষ করলেন বিপ্লব মিত্রর ভাই প্রশান্ত । গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত গতকাল বলেন, "অর্পিতা ঘোষের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে । তিনি কখন যে কী বলেন তার ঠিক নেই । তিনি এখানে 2 মাস থাকবেন, তারপরে চলে যাবেন । তিনি একজন বহিরাগত ।" পাশাপাশি বৃহস্পতিবার পৌরসভায় চেয়ারম্যানের চেয়ারে বসে প্রশান্ত নিজেকে তৃণমূল সদস্য বলে দাবি করেন । তিনি বলেন, "বহিষ্কার বা অনাস্থা কোনওটাই মানি না । প্রশান্তের এই মন্তব্যের জবাবে অর্পিতা বলেন, "সময় হলেই সব স্পষ্ট হয়ে যাবে । "

শুনুন পৌরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারের বক্তব্য

28 জুন BJP-তে যোগ দেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র । তারপরেই তাঁর ঘনিষ্ঠ ও অনুগামীদের দল থেকে ছেঁটে ফেলার কাজ শুরু করেন অর্পিতা । অর্পিতা জানিয়েছিলেন, প্রশান্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তারা । গতকাল সেই প্রস্তাব আনেন গঙ্গারামপুর পৌরসভার কয়েকজন তৃণমূল কাউন্সিলর । গঙ্গারামপুর পৌরসভায় 18টি ওয়ার্ড রয়েছে । সেখানে বিরোধী শূন্য বোর্ড গড়েছিল তৃণমূল । চেয়ারম্যান করা হয়েছিল প্রশান্তকে ।

গতকাল অনাস্থা প্রস্তাব আনার পর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "প্রশান্ত মিত্র তাঁর দাদার সঙ্গে BJP-তে যোগ দিয়েছেন । গঙ্গারামপুর সহ পশ্চিমবঙ্গের মানুষ তা জানে । তিনি যে দল থেকে এই চেয়ারম্যান পদ পেয়েছিলেন সেই দলকে তিনি প্রত্যাখ্যান করে অন্য দলে গেছেন দাদাকে সাহায্য করতে । তিনি যে দিল্লি গেছিলেন তার প্রমাণ আছে আমাদের কাছে । আমাদের পৌরসভার 9 জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে । "


Last Updated : Jun 29, 2019, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.