ETV Bharat / state

চোলাই মদ কারখানায় হানা পুলিশের, গ্রেপ্তার 1 - অবৈধ চোলাই মদ তৈরির ঘাঁটিতে হানা পুলিশের

অবৈধ চোলাই মদ তৈরির কারখানায় হানা দিয়ে প্রায় 400 লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল বংশীহারী থানার পুলিশ । ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

police-raid-at-illicit-liquor-station
police-raid-at-illicit-liquor-station
author img

By

Published : Jul 29, 2020, 10:20 PM IST

গঙ্গারামপুর, 29 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ চোলাই মদ তৈরির কারখানায় হানা গঙ্গারামপুর ও বংশীহারী থানার পুলিশের । গঙ্গারামপুর ও বংশীহারী থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল পুলিশ । ঘটনায় গঙ্গারামপুরে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খুজাপুরে একটি দোকানে দেশি মদ বিক্রি হচ্ছে অনেকদিন ধরেই । সেই সূত্র ধরে গতকাল রাত থেকে অভিযান চালায় বংশীহারী ও গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় । ভক্তিপুর, জয়দেবপুর এলাকাতেও অভিযান চালায় পুলিশ । এ'দিনের অভিযানে প্রায় 400 লিটার দেশি মদসহ চোলাই তৈরির সরঞ্জাম আটক করে ।

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, "বর্তমানে লকডাউন চলছে । গঙ্গারামপুর মহকুমাসহ বিভিন্ন এলাকায় রেজিস্টার প্রাপ্ত মদের দোকানগুলো বন্ধ আছে । এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন গ্রামে-গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে দেশি মদ তৈরি হচ্ছে । আমরা থানার পক্ষ থেকে ঘাঁটিগুলি ভেঙ্গে দিচ্ছি । সরঞ্জামগুলি নষ্ট করে দিচ্ছি । যেন ভবিষ্যতে তারা আর চোলাই মদ তৈরি করতে না পারে । এক জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

গঙ্গারামপুর, 29 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ চোলাই মদ তৈরির কারখানায় হানা গঙ্গারামপুর ও বংশীহারী থানার পুলিশের । গঙ্গারামপুর ও বংশীহারী থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল পুলিশ । ঘটনায় গঙ্গারামপুরে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খুজাপুরে একটি দোকানে দেশি মদ বিক্রি হচ্ছে অনেকদিন ধরেই । সেই সূত্র ধরে গতকাল রাত থেকে অভিযান চালায় বংশীহারী ও গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় । ভক্তিপুর, জয়দেবপুর এলাকাতেও অভিযান চালায় পুলিশ । এ'দিনের অভিযানে প্রায় 400 লিটার দেশি মদসহ চোলাই তৈরির সরঞ্জাম আটক করে ।

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, "বর্তমানে লকডাউন চলছে । গঙ্গারামপুর মহকুমাসহ বিভিন্ন এলাকায় রেজিস্টার প্রাপ্ত মদের দোকানগুলো বন্ধ আছে । এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন গ্রামে-গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে দেশি মদ তৈরি হচ্ছে । আমরা থানার পক্ষ থেকে ঘাঁটিগুলি ভেঙ্গে দিচ্ছি । সরঞ্জামগুলি নষ্ট করে দিচ্ছি । যেন ভবিষ্যতে তারা আর চোলাই মদ তৈরি করতে না পারে । এক জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.