ETV Bharat / state

সামাজিক দূরত্ব ছাড়াই বৃক্ষরোপণ পুলিশের, উঠছে প্রশ্ন - বিশ্ব পরিবেশ দিবস

বৃক্ষরোপণ কর্মসূচীর সময় খোদ পুলিশকেই সামাজিক দূরত্ব বিধি ভঙ্গ করতে দেখা গেল ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷

সামাজিক দূরত্বের নেই বালাই, বৃক্ষরোপণ পুলিশের
সামাজিক দূরত্বের নেই বালাই, বৃক্ষরোপণ পুলিশের
author img

By

Published : Jun 6, 2020, 9:45 AM IST

বালুরঘাট, 6 জুন: বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠন সহ জেলা পুলিশের বিভিন্ন থানাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে । জেলার 8টি থানা এবং 3 টি ট্রাফিক এলাকায় বৃক্ষরোপণ করেন জেলা পুলিশ আধিকারিকরা । কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচীর সময় পুলিশকে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি ৷ পুলিশ হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা, চিত্রটা প্রায় একই ছিল । এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

মুখ্যমন্ত্রী থেকে জেলা প্রশাসন, সামাজিক দূরত্ব বজায় রাখার বারবার আবেদন করছেন ৷ সেখানে এমন চিত্র সামনে আসায় উঠছে প্রশ্ন । এদিন বিকেলে বালুরঘাট বালুছায়া ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হন খোদ জেলা শাসক নিখিল নির্মল সহ অন্যান্য আধিকারিকরা । পুলিশের পাশাপাশি জেলা জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয় । বালুরঘাটের "গিভ মোর লিভ মোর" স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বালুরঘাট থানা এবং কল্যাণী ঘাটে বৃক্ষরোপণ করা হয় । হিলি ব্লকের তিওরের উজ্জীবন সোসাইটির উদ্যোগে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয় । পতিরাম নাগরিক ও যুব সমাজ, উৎসাহ, আঙিনা বার্ডস অ্যান্ড এনভাইওরমেন্ট প্রোটেকশন সমিতির পক্ষ থেকেও বৃক্ষরোপণ করা হয় । মূলত দেশজ উদ্ভিদের পরিমাণ বাড়াতে জাম, কাঁঠাল, আম, বিভিন্ন ফুলের গাছ সহ অন্যান্য গাছ লাগানো হয় । এছাড়াও দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাবে গাছ লাগানো হয় । বৃক্ষরোপন কর্মসূচীর সময় সামাজিক দূরত্ব বজায় না রাখার চিত্রও নজরে আসে । যদিও এবিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ।

এবিষয়ে জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত বলেন, "আমফানের প্রভাবে জেলায় জেলায় অনেক গাছ ভেঙে পড়েছে । সেই কারণে জেলা পুলিশের উদ্যোগে 8টি থানা এবং 3টি ট্রাফিক অফিসে বৃক্ষরোপণ করা হয়েছে । এছাড়াও জেলার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে ৷ তাদের সবাইকে সাধুবাদ জানাই ।"

বালুরঘাট, 6 জুন: বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠন সহ জেলা পুলিশের বিভিন্ন থানাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে । জেলার 8টি থানা এবং 3 টি ট্রাফিক এলাকায় বৃক্ষরোপণ করেন জেলা পুলিশ আধিকারিকরা । কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচীর সময় পুলিশকে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি ৷ পুলিশ হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা, চিত্রটা প্রায় একই ছিল । এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

মুখ্যমন্ত্রী থেকে জেলা প্রশাসন, সামাজিক দূরত্ব বজায় রাখার বারবার আবেদন করছেন ৷ সেখানে এমন চিত্র সামনে আসায় উঠছে প্রশ্ন । এদিন বিকেলে বালুরঘাট বালুছায়া ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হন খোদ জেলা শাসক নিখিল নির্মল সহ অন্যান্য আধিকারিকরা । পুলিশের পাশাপাশি জেলা জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয় । বালুরঘাটের "গিভ মোর লিভ মোর" স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বালুরঘাট থানা এবং কল্যাণী ঘাটে বৃক্ষরোপণ করা হয় । হিলি ব্লকের তিওরের উজ্জীবন সোসাইটির উদ্যোগে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয় । পতিরাম নাগরিক ও যুব সমাজ, উৎসাহ, আঙিনা বার্ডস অ্যান্ড এনভাইওরমেন্ট প্রোটেকশন সমিতির পক্ষ থেকেও বৃক্ষরোপণ করা হয় । মূলত দেশজ উদ্ভিদের পরিমাণ বাড়াতে জাম, কাঁঠাল, আম, বিভিন্ন ফুলের গাছ সহ অন্যান্য গাছ লাগানো হয় । এছাড়াও দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাবে গাছ লাগানো হয় । বৃক্ষরোপন কর্মসূচীর সময় সামাজিক দূরত্ব বজায় না রাখার চিত্রও নজরে আসে । যদিও এবিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ।

এবিষয়ে জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত বলেন, "আমফানের প্রভাবে জেলায় জেলায় অনেক গাছ ভেঙে পড়েছে । সেই কারণে জেলা পুলিশের উদ্যোগে 8টি থানা এবং 3টি ট্রাফিক অফিসে বৃক্ষরোপণ করা হয়েছে । এছাড়াও জেলার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে ৷ তাদের সবাইকে সাধুবাদ জানাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.