ETV Bharat / state

বালুরঘাটে বাংলাদেশি মহিলার 82 হাজার টাকা ছিনতাই, 24 ঘণ্টার মধ্যে কিনারা - 24hours

ভারতে অসুস্থ দাদার চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের মোসাম্মদ ফারহানা। তাঁর কাছে থাকা 82 হাজার টাকা ছিনতাই করে নেয় এক টোটো চালক। তদন্তে নেমে ঘটনার 24 ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ ।

টোটো চালক
author img

By

Published : Apr 25, 2019, 11:39 AM IST

Updated : Apr 25, 2019, 5:21 PM IST

বালুরঘাট, 25 এপ্রিল : ভারতে অসুস্থ দাদার চিকিৎসা করাতে এসে 82 হাজার টাকা খুইয়েছিলেন বাংলাদেশের বাসিন্দা মোসাম্মদ ফারহানা (31) । তাঁর টাকা ছিনতাই করেছিল এক টোটোচালক। পুলিশের তৎপরতায় মাত্র 24 ঘণ্টার মধ্যে খোয়া যাওয়া টাকা ফিরে পেলেন মোসাম্মদ। পাসপোর্ট, মোবাইলও ফিরে পেয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত টোটো চালক রবি দাসকে (22) গ্রেপ্তার করেছে পুলিশ । ছিনতাইয়ের অভিযোগে আরও একজনকে হিলি থেকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত প্রদীপকে আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হবে ।

বাংলাদেশের দিনাজপুর জেলার মুদিপাড়ার বাসিন্দা মোসাম্মদ ফারহানা । অসুস্থ দাদা সাহাজাদ হোসেনের (51) চিকিৎসার জন্য গত সোমবার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতে আসেন । চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার কথা ছিল তাঁদের । সেদিন রাতে বালুরঘাট-হাওড়া ট্রেন ধরে কলকাতায় আসবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তৃতীয় দফায় নির্বাচনের জন্য সেদিন হিলি-বালুরঘাট রুটে বাস ছিল না । অগত্যা ফারহানা স্টেশনে যাওয়ার জন্য তাঁর অসুস্থ দাদাকে নিয়ে একটি টোটোতে ওঠেন । হিলি থেকে বালুরঘাট যাওয়ার জন্য 100 টাকা ভাড়া ঠিক হয় । এদিকে বালুরঘাট আসার পর ওই টোটো চালক জানায়, তার বাড়ি স্টেশনের দিকে । সেখানেই তাদের নামিয়ে দেবে । কিন্তু ওই মোসাম্মদ টোটো চালককে স্টেশন অবধি যাওয়ার জন্য বলেন । অভিযোগ, স্টেশনে না নিয়ে গিয়ে টোটো নিয়ে চালক কালিকাপুর এলাকায় নিয়ে যায় । যা স্টেশন থেকে অনেকটা দূরে । সেখানে ফাঁকা জায়গায় টোটোটি দাঁড় করিয়ে ভয় দেখিয়ে নগদ 82 হাজার টাকা,পাসপোর্ট,মোবাইল ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় ।

স্থানীয় বাসিন্দারা ওই দুই বাংলাদেশি নাগরিককে নিয়ে এলাকায় টোটো চালকের সন্ধান করে । তবে খোঁজ না পাওয়ায় তারা বালুরঘাট থানার পুলিশের দ্বারস্থ হন । থানার IC-র নির্দেশে তদন্তে নামেন ASI দেবাশিস আচার্য । তদন্তে নেমে শহরের CCTV ফুটেজ সহ বিভিন্ন সুত্র ধরে অভিযুক্ত টোটো চালকের পরিচয় জানতে সক্ষম হয় পুলিশ । ঘটনার 24 ঘণ্টার মধ্যে ছিনতাইবাজ টোটো চালককে গ্রেপ্তার করে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ি সেতুর নিচ থেকে ব্যাগ সহ সমস্ত জিনিসপত্র উদ্ধার করে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে মোসাম্মদ বলেন, "দাদার চিকিৎসার জন্য ভারতে এসেছিলাম । টোটো করে হিলি থেকে স্টেশনের দিকে যাচ্ছিলাম । সেই সময় ওই টোটো চালক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অন্য এক বাইক চালকের সাথে কথা বলে । এরপর সুযোগ বুঝে গাড়ি দাঁড় করিয়ে ভয় দেখিয়ে সব কিছু কেড়ে নেয় । ঘটনাস্থানে কয়েকজন থাকলেও তারা সাহায্য করেনি । আজ পুলিশের সহযোগিতায় সব কিছু ফিরে পেয়েছি ।"

এবিষয়ে DSP (হেড কোয়ার্টার) ধীমান মিত্র বলেন, "গতকাল গাড়ি না পেয়ে ওই মহিলা টোটো করেন । স্টেশনে না নিয়ে গিয়ে টোটো চালক তাদের নির্জনে নিয়ে গিয়ে সব কিছু কেড়ে নেয় । তারা পুলিশে অভিযোগ করলে ভোটের ব্যস্ততার মধ্যেও ঘটনার তদন্ত শুরু করা হয় । এবং ঘটনার 24 ঘন্টার মধ্যেই টোটো চালককে গ্রেপ্তার করা হয় ও নগদ টাকা সহ সব কিছু উদ্ধার হয় ।"

বালুরঘাট, 25 এপ্রিল : ভারতে অসুস্থ দাদার চিকিৎসা করাতে এসে 82 হাজার টাকা খুইয়েছিলেন বাংলাদেশের বাসিন্দা মোসাম্মদ ফারহানা (31) । তাঁর টাকা ছিনতাই করেছিল এক টোটোচালক। পুলিশের তৎপরতায় মাত্র 24 ঘণ্টার মধ্যে খোয়া যাওয়া টাকা ফিরে পেলেন মোসাম্মদ। পাসপোর্ট, মোবাইলও ফিরে পেয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত টোটো চালক রবি দাসকে (22) গ্রেপ্তার করেছে পুলিশ । ছিনতাইয়ের অভিযোগে আরও একজনকে হিলি থেকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত প্রদীপকে আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হবে ।

বাংলাদেশের দিনাজপুর জেলার মুদিপাড়ার বাসিন্দা মোসাম্মদ ফারহানা । অসুস্থ দাদা সাহাজাদ হোসেনের (51) চিকিৎসার জন্য গত সোমবার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতে আসেন । চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার কথা ছিল তাঁদের । সেদিন রাতে বালুরঘাট-হাওড়া ট্রেন ধরে কলকাতায় আসবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তৃতীয় দফায় নির্বাচনের জন্য সেদিন হিলি-বালুরঘাট রুটে বাস ছিল না । অগত্যা ফারহানা স্টেশনে যাওয়ার জন্য তাঁর অসুস্থ দাদাকে নিয়ে একটি টোটোতে ওঠেন । হিলি থেকে বালুরঘাট যাওয়ার জন্য 100 টাকা ভাড়া ঠিক হয় । এদিকে বালুরঘাট আসার পর ওই টোটো চালক জানায়, তার বাড়ি স্টেশনের দিকে । সেখানেই তাদের নামিয়ে দেবে । কিন্তু ওই মোসাম্মদ টোটো চালককে স্টেশন অবধি যাওয়ার জন্য বলেন । অভিযোগ, স্টেশনে না নিয়ে গিয়ে টোটো নিয়ে চালক কালিকাপুর এলাকায় নিয়ে যায় । যা স্টেশন থেকে অনেকটা দূরে । সেখানে ফাঁকা জায়গায় টোটোটি দাঁড় করিয়ে ভয় দেখিয়ে নগদ 82 হাজার টাকা,পাসপোর্ট,মোবাইল ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় ।

স্থানীয় বাসিন্দারা ওই দুই বাংলাদেশি নাগরিককে নিয়ে এলাকায় টোটো চালকের সন্ধান করে । তবে খোঁজ না পাওয়ায় তারা বালুরঘাট থানার পুলিশের দ্বারস্থ হন । থানার IC-র নির্দেশে তদন্তে নামেন ASI দেবাশিস আচার্য । তদন্তে নেমে শহরের CCTV ফুটেজ সহ বিভিন্ন সুত্র ধরে অভিযুক্ত টোটো চালকের পরিচয় জানতে সক্ষম হয় পুলিশ । ঘটনার 24 ঘণ্টার মধ্যে ছিনতাইবাজ টোটো চালককে গ্রেপ্তার করে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ি সেতুর নিচ থেকে ব্যাগ সহ সমস্ত জিনিসপত্র উদ্ধার করে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে মোসাম্মদ বলেন, "দাদার চিকিৎসার জন্য ভারতে এসেছিলাম । টোটো করে হিলি থেকে স্টেশনের দিকে যাচ্ছিলাম । সেই সময় ওই টোটো চালক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অন্য এক বাইক চালকের সাথে কথা বলে । এরপর সুযোগ বুঝে গাড়ি দাঁড় করিয়ে ভয় দেখিয়ে সব কিছু কেড়ে নেয় । ঘটনাস্থানে কয়েকজন থাকলেও তারা সাহায্য করেনি । আজ পুলিশের সহযোগিতায় সব কিছু ফিরে পেয়েছি ।"

এবিষয়ে DSP (হেড কোয়ার্টার) ধীমান মিত্র বলেন, "গতকাল গাড়ি না পেয়ে ওই মহিলা টোটো করেন । স্টেশনে না নিয়ে গিয়ে টোটো চালক তাদের নির্জনে নিয়ে গিয়ে সব কিছু কেড়ে নেয় । তারা পুলিশে অভিযোগ করলে ভোটের ব্যস্ততার মধ্যেও ঘটনার তদন্ত শুরু করা হয় । এবং ঘটনার 24 ঘন্টার মধ্যেই টোটো চালককে গ্রেপ্তার করা হয় ও নগদ টাকা সহ সব কিছু উদ্ধার হয় ।"

Intro:বালুরঘাট, ৬ এপ্রিল: রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বালুরঘাট আসনটি। দীর্ঘদিন বামেদের দখলে থাকা বালুরঘাট আসনটিতে গত লোকসভা নির্বাচনে থাবা বসায় তৃণমূল। ২০১৪ সালে লোকসভা আসনে বাম প্রার্থী বিমলেন্দু সরকারকে রেকর্ড ভোটে পরাজিত করে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ জয়ী হয়। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে বালুরঘাট পরিচিত হলেও দলের কোন্দলে ঘাসের মাঝে পদ্মের আবির্ভাব হয়েছে। দিন দিন বিজেপির সংগঠন বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। যা রাজ্যের শাসক দল তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এবারে মূলত বালুঘাট আসনে এবার ত্রিমুখী লড়াই। বাম বিজেপি ও তৃনমূলের মধ্যে লড়াই। দৌড়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীও। লোকসভা কেন্দ্রের নাম : বালুরঘাট। বিদায়ী সাংসদের নাম : অর্পিতা ঘোষ। বালুরঘাট লোকসভা কেন্দ্রটি গোটা দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা মিলে গঠিত। মোট ভোটার সংখ্যা: ১৪ লাখ ২৭ হাজার ৫৬৭ জন। পুরুষ ভোটার: ৭ লাখ ৩৪ হাজার ৭৯৪। মহিলা ভোটার: ৬ লাখ ৯২ হাজার ৭১৬। তৃতীয় লিঙ্গ: ৫৭। নতুন ভোটার: ৪০ হাজার। ২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল: জয়ী- প্রশান্ত মজুমদার, (বামফ্রন্ট) প্রাপ্ত ভোট: ৩ লাখ ৮৮ হাজার ৪৪৪। পরাজিত: বিপ্লব মিত্র, (তৃণমূল) প্রাপ্ত ভোট: ৩ লাখ ৮৩ হাজার ৩৩৯। জয়ের ব্যবধান: ৫ হাজার ১০৫ ভোট। ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল: জয়ী: অর্পিতা ঘোষ, (তৃণমূল) প্রাপ্ত ভোট: ৪ লাখ ৯ হাজার ৬৪১। পরাজিত: বিমলেন্দু সরকার, (বামফ্রন্ট) প্রাপ্ত ভোট: ৩ লাখ ২ হাজার ৬৭৭। জয়ের ব্যবধান: ১ লাখ ৬ হাজার ৯৬৪ ভোট। গত পাঁচ বছরে রাস্তাঘাট, গ্রাম গঞ্জে ও শহরে উচ্চ ক্ষমতা সম্পন্ন পথবাতি, পৌরসভা সৌন্দর্যায়নের কাজ করেছে বলে দাবি বিদায়ী সাংসদ অর্পিতার। এমনকি একটি বেসরকারি সমীক্ষায় অর্পিতা ঘোষ ৫২৩ জন সাংসদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে বলে দেখানো হয়। নিজের তহবিলের টাকা খরচেও শীর্ষে রয়েছেন তিনি বলে দাবি করেন। এবারের লোকসভা নির্বাচনে মূলত যে চারটি দল লড়ছে তারা হল বামফ্রন্ট, বিজেপি, তৃণমূল ও জাতীয় কংগ্রেস। বালুঘাট আসনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন অর্পিতা ঘোষ, বিজেপি থেকে সুকান্ত মজুমদার, বামফ্রন্ট থেকে রণেন বর্মণ ও কংগ্রেস থেকে আব্দুস সাদেক সরকার। এই চারজনের মধ্যে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই প্রথমবার নির্বাচনে লড়ছেন। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পেশায় নাট্যকর্মী। শিক্ষাগত যোগ্যতা বিএসসি। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পেশায় গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়য়ের অধ্যাপক। শিক্ষাগত যোগ্যতা বোটানিতে p.hd করা । বামফ্রন্ট প্রার্থী রণেন বর্মণ পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃষক। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস । কংগ্রেস প্রার্থী আব্দুস সাদেক সরকার পেশায় ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতা প্যারা মেডিক্যালে এম বি বি এস । রাজনৈতিক জীবন: ১) তৃণমূলের অর্পিতা ২০১১ সাল থেকে ওতপ্রোত ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ২) বাম প্রার্থী রণেন বর্মণ ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ৩) বিজেপির সুকান্ত মজুমদার আর এস এসের সঙ্গে যুক্ত ছিলেন। এবারই তিনি বিজেপির হয়ে প্রথম লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। এবং রাজনীতিতে প্রবেশ করেছেন। ৪) কংগ্রেস প্রার্থী আব্দুস সাদেক সরকার ২০১৪ সালে সিদ্দিকুলার দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এর পরই এবার কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন। ক্রিমিনাল রেকর্ড: চার প্রার্থীর বড় কোন ক্রিমিনাল রেকর্ড নেই। ভোটের ইশু : এবারের ভোটের মূল ইশু ২০১৭ সালের বন্যা। এছাড়াও রেলও রয়েছে। সাতটি বিধান সভা নিয়ে বালুরঘাট কেন্দ্র। ১) বালুরঘাট -বিশ্বনাথ চৌধুরী-আরএসপি। ২) কুমারগঞ্জ-তোরাফ হোসেন মণ্ডল-তৃণমূল। ৩) তপন-বাচ্চু হাঁসদা-তৃণমূল। ৪) গঙ্গারামপুর-গৌতম দাস-কংগ্রেস পরে তিনি তৃণমূলে যোগ দেন। ৫) বংশীহারী- রফিকুল ইসলাম-সিপিআইএম। ৬) কুশমণ্ডি- নর্মদা রায়-আরেসপি। ৭) ইটাহার(উত্তর দিনাজপুর)- অমল আচার্য-তৃণমূল। বালুরঘাট আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে তৃণমূল প্রার্থী তথা গতবারের বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ ও চারবারের সাংসদ তথা এবারের বামফ্রন্ট প্রার্থী রণেন বর্মণ।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Apr 25, 2019, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.