ETV Bharat / state

প্লাস্টিকমুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা শুরু বালুরঘাটে

author img

By

Published : Jan 13, 2020, 12:23 PM IST

Updated : Jan 14, 2020, 2:26 PM IST

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিগত কয়েক বছরে বাংলার প্রতিটি জেলায় চলছে সবলা মেলা ৷ গতকাল দক্ষিণ দিনাজপুরে এই মেলা শুরু হয়েছে, চলবে 18 তারিখ পর্যন্ত ৷ তবে এবছর জেলা প্রশাসনের নতুন উদ্যোগ প্লাস্টিক মুক্ত মেলা ৷ যদিও এতে মেলার ক্রেতা - বিক্রেতাদের সাধুবাদ কুড়িয়েছে জেলা প্রশাসন ৷

Plastic free fair of Self-reliant group fair at balurghat, South dinajpur
বালুরঘাটে প্লাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা, উদ্যোগে জেলা প্রশাসন

বালুরঘাট, 13 জানুয়ারি : বালুরঘাটে শুরু হল প্লাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ গতকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকার , স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত ৷ জেলা প্রশাসনের প্লাস্টিকমুক্ত সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা ৷

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিগত কয়েক বছরে বাংলার প্রতিটি জেলায় চলছে সবলা মেলা ৷ অন্যান্য বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ গতকাল বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবলা মেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ ৷ এছাড়াও ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত , SDO বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা ৷

দেখুন ভিডিয়ো ...

এবছরের মেলার মোট স্টল ছিল 62 টি ৷ যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল ছিল সবথেকে বেশি ৷ তবে এবারের মেলায় শালপাতা ও কাগজ ব্যবহারের উপর জোর দিয়েছে প্রশাসন ৷ মেলা সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করা হয়েছে ৷ এছাড়াও মেলার আরও একটি আকর্ষণ হল প্রত্যেক দিন চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

মেলাকে প্লাস্টিকমুক্ত করার বিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, এবছরের মেলায় প্লাস্টিকমুক্ত সবলা মেলায়, প্লাস্টিকের বদলে কাপড়, চট ও কাগজের ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে । এমনকী, প্লাস্টিক ব্যবহার করা হলে করা হতে পারে জরিমানাও ৷

বালুরঘাট, 13 জানুয়ারি : বালুরঘাটে শুরু হল প্লাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ গতকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকার , স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত ৷ জেলা প্রশাসনের প্লাস্টিকমুক্ত সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা ৷

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিগত কয়েক বছরে বাংলার প্রতিটি জেলায় চলছে সবলা মেলা ৷ অন্যান্য বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ গতকাল বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবলা মেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ ৷ এছাড়াও ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত , SDO বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা ৷

দেখুন ভিডিয়ো ...

এবছরের মেলার মোট স্টল ছিল 62 টি ৷ যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল ছিল সবথেকে বেশি ৷ তবে এবারের মেলায় শালপাতা ও কাগজ ব্যবহারের উপর জোর দিয়েছে প্রশাসন ৷ মেলা সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করা হয়েছে ৷ এছাড়াও মেলার আরও একটি আকর্ষণ হল প্রত্যেক দিন চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

মেলাকে প্লাস্টিকমুক্ত করার বিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, এবছরের মেলায় প্লাস্টিকমুক্ত সবলা মেলায়, প্লাস্টিকের বদলে কাপড়, চট ও কাগজের ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে । এমনকী, প্লাস্টিক ব্যবহার করা হলে করা হতে পারে জরিমানাও ৷

Intro:বালুরঘাটে শুরু হল প্লাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা, মেলায় শালপাতা ও কাগজ ব্যবহারের উপর জোর প্রশাসনের।।

বালুরঘাট, ১৩ জানুয়ারি: প্ল্যাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ২০১৯ শুরু হল রবিবার। পশ্চিমবঙ্গ সরকার, স্বনির্ভর গোষ্ঠি ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুল মাঠে শুরু হয় সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিগত কয়েক বছর থেকে বাংলার প্রতিটি জেলায় হচ্ছে সবলা মেলা। অন্যান্য বারের ন্যায় এবারও দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। পশ্চিমবঙ্গ সরকার, স্বনির্ভর গোষ্ঠি ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুল মাঠে এদিন থেকে শুরু হয় এই মেলা। রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবলা মেলার শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ। এছাড়াও ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, এসডিও বিশ্বরঞ্জন মুখার্জি সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলায় মোট ৬২ টি স্টল ছিল। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল সব থেকে বেশি ছিল। এবারের মেলায় পুরো প্লাস্টিক মুক্ত করা হয়েছে। মেলার পাশাপাশি প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে এবার মোট ৬২ টি স্টল রয়েছে। এবারে প্ল্যাস্টিক মুক্ত সবলা মেলা করা হয়েছে। প্লাস্টিকের বদলে কাপড়, চট ও কাগজের ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। এমনকি প্লাস্টিক ব্যবহার করা হলে করা হতে পারে জরিমানাও বলে জানিয়েছেন তিনি।

অন্য দিকে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলার ক্রেতা ও বিক্রেতারা। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jan 14, 2020, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.