ETV Bharat / state

People Live on National Highway: পুনর্ভবা নদী কেড়েছে আশ্রয়, জাতীয় সড়কে একাধিক পরিবার!

একটানা বৃষ্টিতে বেড়ে গিয়েছে পুনর্ভবা নদীর জল ৷ তার জেরেই ঘর ছাড়া গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত মহারাজপুর এলাকার কয়েক’শো গ্রামবাসী ৷ প্রাশাসনের নির্লিপ্ত, ক্ষুব্ধ এলাকাবাসী ৷

ETV Bharat
জাতীয় সড়কের উপর গড়ে উঠছে বসতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:17 AM IST

পুনর্ভবা নদী কেড়েছে আশ্রয়

গঙ্গারামপুর, 28সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে বেড়েছে পুনর্ভবা নদীর জল ৷ তার জেরেই গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত মহারাজপুর এলাকার শতাধিক বাড়ি জলের নীচে ৷ বাধ্য হয়েই গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন 512নম্বর জাতীয় সড়কের উপর । জাতীয় সড়কের উপর জনবসতি গড়ে ওঠায় থমকে যাচ্ছে যানচালাচল ৷ নির্বিকার প্রশাসন ৷ প্রাণ হাতেই জাতীয় সড়কে বসবাস করছেন তাঁরা ৷

এক- দু’দিন নয়, বেশ কিছুদিন ধরে জাতীয় সড়কে বসতি গড়ে উঠেছে আশ্রয়লস্থল না পেয়েই ৷ প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে ৷ এই পরিস্থিতিতে প্রায় শতাধিক পরিবার জাতীয় সড়কের উপর ত্রিপল খাটিয়ে বসবাস করছেন নিঃস্ব হয়ে ৷ কারণ, বসত বাড়িতে নদীর জল প্রবেশ করায় প্রয়োজনীয় কয়েকটি কাগজপত্র ছাড়া কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেননি এলাকাবাাসী ৷ নূন্যতম খাবারটুকুও নেই ৷ এক প্রকার অনাহারে দিন কাটাতে হচ্ছে এই পরিবারগুলিকে ৷ অথচ এখনও পর্যন্ত কোনও প্রশাসনিক সাহায্য পাননি তাঁরা ৷ রীতিমতো ক্ষোভের সুরেই এক বাসিন্দা বুলবুলি দাস বলেন, "প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি, বাড়ি ঘর ছেড়ে । এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে ।"

ওই মহিলার কথার রেশ ধরেই আরও এক বাসিন্দা সুব্রত মণ্ডল বলেন, "প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷ প্রতিদিনই নদীর জল বাড়ছে ৷ বাড়ির উঠানে জলমগ্ন ৷ প্রাণ বাঁচাতে শেষ সম্বলটুকু নিয়ে চলে এসেছি ৷ জানি না কি হবে ৷"

আরও পড়ুন: নদীবাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুরের একাধিক গ্রাম

কয়েকদিন আগেই পুনর্ভবা নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর বাঁধ ৷ বাঁধ ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ব্লক- প্রশাসন ও স্থানীয় থানার পুলিশ ৷ গ্রামবাসীদের সাহায্যের জন্য ত্রিপল দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ৷ পাশাপাশি দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছিলেন ৷

পুনর্ভবা নদী কেড়েছে আশ্রয়

গঙ্গারামপুর, 28সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে বেড়েছে পুনর্ভবা নদীর জল ৷ তার জেরেই গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত মহারাজপুর এলাকার শতাধিক বাড়ি জলের নীচে ৷ বাধ্য হয়েই গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন 512নম্বর জাতীয় সড়কের উপর । জাতীয় সড়কের উপর জনবসতি গড়ে ওঠায় থমকে যাচ্ছে যানচালাচল ৷ নির্বিকার প্রশাসন ৷ প্রাণ হাতেই জাতীয় সড়কে বসবাস করছেন তাঁরা ৷

এক- দু’দিন নয়, বেশ কিছুদিন ধরে জাতীয় সড়কে বসতি গড়ে উঠেছে আশ্রয়লস্থল না পেয়েই ৷ প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে ৷ এই পরিস্থিতিতে প্রায় শতাধিক পরিবার জাতীয় সড়কের উপর ত্রিপল খাটিয়ে বসবাস করছেন নিঃস্ব হয়ে ৷ কারণ, বসত বাড়িতে নদীর জল প্রবেশ করায় প্রয়োজনীয় কয়েকটি কাগজপত্র ছাড়া কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেননি এলাকাবাাসী ৷ নূন্যতম খাবারটুকুও নেই ৷ এক প্রকার অনাহারে দিন কাটাতে হচ্ছে এই পরিবারগুলিকে ৷ অথচ এখনও পর্যন্ত কোনও প্রশাসনিক সাহায্য পাননি তাঁরা ৷ রীতিমতো ক্ষোভের সুরেই এক বাসিন্দা বুলবুলি দাস বলেন, "প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি, বাড়ি ঘর ছেড়ে । এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে ।"

ওই মহিলার কথার রেশ ধরেই আরও এক বাসিন্দা সুব্রত মণ্ডল বলেন, "প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷ প্রতিদিনই নদীর জল বাড়ছে ৷ বাড়ির উঠানে জলমগ্ন ৷ প্রাণ বাঁচাতে শেষ সম্বলটুকু নিয়ে চলে এসেছি ৷ জানি না কি হবে ৷"

আরও পড়ুন: নদীবাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুরের একাধিক গ্রাম

কয়েকদিন আগেই পুনর্ভবা নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর বাঁধ ৷ বাঁধ ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ব্লক- প্রশাসন ও স্থানীয় থানার পুলিশ ৷ গ্রামবাসীদের সাহায্যের জন্য ত্রিপল দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ৷ পাশাপাশি দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.