বালুরঘাট, 28 এপ্রিল : বালুরঘাট হাসপাতালে ভর্তি হতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নাজেহাল হতে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের । এখন হাসপাতালে যে কোনও রোগ নিয়েই ভর্তির আগেই করতে হচ্ছে কোভিড পরীক্ষা । অভিযোগ, কোভিড পরীক্ষার জন্য লোকবল কম থাকায় সময় মতো বালুরঘাট জেলা হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি হতে পারছেন না এমার্জেন্সি রোগীরা ।
কোভিড এর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্য সহ দেশজুড়ে । দক্ষিণ দিনাজপুর জেলায় ক্রমেই বেড়ে চলেছে কোভিড রোগীর সংখ্যা । গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন 54 জন । 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও দু'জনের । এদিকে অন্যান্য রোগের ক্ষেত্রে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তির জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । হাসপাতালে এমার্জেন্সির পাশেই কোভিড পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে । কিন্তু সেখানে সকাল ন'টা থেকে পরীক্ষার কথা থাকলেও, দুপুর 12 টা পর্যন্ত পরীক্ষক না থাকায়, দীর্ঘ লাইন দিয়ে বসে থাকতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদেরও ।
আরও পড়ুন : পূর্ব রেলের দশ কোচ রূপান্তরিত হল আইসোলেশন ওয়ার্ডে
গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতলে ভর্তি হতে না পেরে দীর্ঘক্ষণ লাইনে বসে থাকতে হচ্ছে অসহ্য যন্ত্রণা সহ্য করে । এমনই অভিযোগ বিভিন্ন রোগীর আত্মীয়দের ৷ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এই বিষয়ে মুখ না খুললেও, ওই কোভিড পরীক্ষাকেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী অভিজিৎ মণ্ডল স্বীকার করে নিয়েছেন মাত্র একজন পরীক্ষক রয়েছেন । লোকবল কমের কারণে পরীক্ষা শুরু করতে দেরি হচ্ছে বলেই জানান তিনি ।