ETV Bharat / state

তপনের চারটি গ্রামে জ্বরের প্রকোপ, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক - Viral fever

তপন ব্লকের সাকাইর, ভোগীনগর, কালীতলা ও শিবপুর গ্রামে প্রায় 40 জন জ্বরে আক্রান্ত । তাঁদের মধ্যে অনেকের তপন গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জ্বরের প্রকোপ বাড়ায় ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

তপন
author img

By

Published : Sep 25, 2019, 1:42 PM IST

তপন, 25 সেপ্টেম্বর: পুজোর আগে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের কয়েকটি গ্রামে । তপন ব্লকের সাকাইর, ভোগীনগর, কালীতলা ও শিবপুর গ্রামে প্রায় 40 জন জ্বরে আক্রান্ত । তাঁদের মধ্যে অনেকের তপন গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জ্বরের প্রকোপ বাড়ায় ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বিষয়টিতে নজর রাখা হচ্ছে ।

কিছুদিন আগে তপন ব্লকের ভারিলা গ্রামে সুচিত্রা মহন্ত (45) নামে এক মহিলা মারা যান ৷ পরিবারের দাবি সুচিত্রার ডেঙ্গি হয়েছিল । ব্লকের দ্বীপখণ্ডা পঞ্চায়েতের সাকাইর, ভোগীনগর, কালিতলা ও শিবপুর গ্রামে 40 জন জ্বরে আক্রান্ত । তাঁদের মধ্যে প্রায় 15 জনের শরীরে না কি ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে, এই দাবি আক্রান্তদের পরিবারের । আক্রান্তদের মধ্যে 10 জন তপন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি । সুমন বর্মণ (27) নামে এক যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দা ননীগোপাল সরকার জানান, তাঁর পরিবারের চারজন জ্বরে আক্রান্ত হয়েছিল । তিনি নিজেও জ্বরে ভুগছেন । তাঁর দাবি, এলাকায় চারটি গ্রামের অনেকে ডেঙ্গিতে আক্রান্ত । কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, " তপন ব্লকে জ্বরের প্রকোপ রয়েছে । ডেঙ্গি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ "

তপন, 25 সেপ্টেম্বর: পুজোর আগে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের কয়েকটি গ্রামে । তপন ব্লকের সাকাইর, ভোগীনগর, কালীতলা ও শিবপুর গ্রামে প্রায় 40 জন জ্বরে আক্রান্ত । তাঁদের মধ্যে অনেকের তপন গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জ্বরের প্রকোপ বাড়ায় ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বিষয়টিতে নজর রাখা হচ্ছে ।

কিছুদিন আগে তপন ব্লকের ভারিলা গ্রামে সুচিত্রা মহন্ত (45) নামে এক মহিলা মারা যান ৷ পরিবারের দাবি সুচিত্রার ডেঙ্গি হয়েছিল । ব্লকের দ্বীপখণ্ডা পঞ্চায়েতের সাকাইর, ভোগীনগর, কালিতলা ও শিবপুর গ্রামে 40 জন জ্বরে আক্রান্ত । তাঁদের মধ্যে প্রায় 15 জনের শরীরে না কি ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে, এই দাবি আক্রান্তদের পরিবারের । আক্রান্তদের মধ্যে 10 জন তপন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি । সুমন বর্মণ (27) নামে এক যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দা ননীগোপাল সরকার জানান, তাঁর পরিবারের চারজন জ্বরে আক্রান্ত হয়েছিল । তিনি নিজেও জ্বরে ভুগছেন । তাঁর দাবি, এলাকায় চারটি গ্রামের অনেকে ডেঙ্গিতে আক্রান্ত । কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, " তপন ব্লকে জ্বরের প্রকোপ রয়েছে । ডেঙ্গি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ "

Intro:পুজোর আগে তপনের চারটি গ্রাম ডেঙ্গির প্রকোপ, আতঙ্কিত সাধারণ মানুষ।।

তপন, ২৪ সেপ্টেম্বর: পুজোর আগে ফের ডেঙ্গিতে আক্রান্ত তপনের বেশ কয়েকটি গ্রাম। প্রত্যেক গ্রামের বেশির ভাগ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। তপন ব্লকের সাকাইর, ভোগীনগর, কালিতলা ও শিবপুর গ্রামে সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ জন ডেঙ্গিতে আক্রান্ত। এদের মধ্যে কিছু জনের তখন গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। আবার কারো চিকিৎসা বাড়িতেই চলছে। পুজোর আগে ডেঙ্গির প্রকোপ বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। 

কিছুদিন আগে তপন ব্লকের ভারিলা গ্রামে ব্যাপক পরিমাণে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছিল। এলাকার সুচিত্রা মহন্ত(৪৫) এক মহিলা ডিঙ্গিতে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এরপর এবার তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামের প্রায় সাকাইর, ভোগীনগর, কালিতলা ও শিবপুর গ্রামে সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ জন অজানা জ্বরে আক্রান্ত। যার মধ্যে ১০ থেকে ১৫ জনের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে। তপন ও গ্রামীণ বালুরঘাট জেলা হাসপাতালে প্রায় ১০ জন ভর্তি আছে। আক্রান্তদের মধ্যে সুমন বর্মণ(২৭) নামে এক যুবক মালদাতে চিকিৎসাধীন। গত ১০-১২ দিন ধরে এলাকায় অজানা জ্বরে প্রকোপ প্রথম দেখা যায়। আস্তে আস্তে প্রায় প্রত্যেক ঘরে ঘরে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিন নতুন করে এক গৃহবধূ বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছে।

এবিষয়ে ননীগোপাল সরকার জানান, তার বাড়িতে চারজন জ্বরে আক্রান্ত হয়েছিল। এখন সে জ্বরে ভুগছে। তাদের এলাকার চারটি গ্রামের বেশির ভাগ লোক ডেঙ্গি জ্বরে আক্রান্ত। অনেকে হাসপাতালে ভর্তি আছে। আবার কারো চিকিৎসা বাড়িতেই চলছে। এখনো স্বাস্থ্য কর্মীদের দেখা মেলেনি। তবে আজ সন্ধ্যায় কয়েকজন এসেছিলেন তারা জ্বর নিয়ে খোঁজ খবর নিচ্ছিলেন।

অন্য দিকে এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, বিষয়টি ঠিক জানা নেই। খোঁজ নিয়ে দেখছেন। তবে জ্বরে আক্রান্ত হতে পারে ডেঙ্গি হলে জানতে পারতেন।
Body:TapanConclusion:Tapan
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.