ETV Bharat / state

নদীতে ধাক্কা দিয়ে বন্ধুকে খুন, পলাতক অভিযুক্ত - drowning

নদীতে বন্ধুকে ধাক্কা মেরে খুন । এমনই অভিযোগ উঠেছে উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকার । মৃত ব্যক্তির নাম শর্মাজি সোরেন । পেশায় শ্রমিক শর্মাজি গতরাত থেকেই নিখোঁজ ছিলেন । আজ দুপুরে টাঙ্গন নদীতে ভেসে ওঠে তাঁর মৃতদেহ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে বংশীহারী থানার পুলিশ ।

SDIN
author img

By

Published : Jul 30, 2019, 8:27 PM IST

বংশীহারী, 30 জুলাই : নদীতে বন্ধুকে ধাক্কা মেরে খুন । এমনই অভিযোগ উঠেছে উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকার । মৃত ব্যক্তির নাম শর্মাজি সোরেন । পেশায় শ্রমিক শর্মাজি গতরাত থেকেই নিখোঁজ ছিলেন । আজ দুপুরে টাঙ্গন নদীতে ভেসে ওঠে তাঁর মৃতদেহ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে বংশীহারী থানার পুলিশ ।

বংশীহারী এলাকার দাউদপুর গ্রামের বাসিন্দা শর্মাজি সোরেন । ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন তিনি । দিন দুই আগে কিছুদিনের জন্য নিজের বাড়িতে আসেন তিনি । গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গ্রামের পাশে টাঙ্গন নদীর ধারে জড়ো হয়েছিলেন শর্মাজি ও তাঁর বন্ধুরা । অভিযোগ, সেই মদের আসরে উজ্জ্বল সরকার নামে এক বন্ধুর সঙ্গে বচসা বাধে শর্মাজির । সেই বচসার জেরে শর্মাজিকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় উজ্জ্বল । তলিয়ে যান তিনি । দুপুর গড়িয়ে রাত পর্যন্ত অনেকটা সময় কেটে গেলেও অভিযুক্ত উজ্জ্বল ও অন্য বন্ধুরা কাউকেই এই ঘটনার কথা জানায়নি । সন্ধে 7 টা নাগাদ উজ্জ্বল সরকার তার বাড়িতে গোটা ঘটনার কথা জানায় । এদিকে অনেকক্ষণ কোনও খোঁজ না পাওয়ায় শর্মাজির খোঁজে তল্লাশি শুরু করেন তাঁর পরিবারের লোকজন ।

আজ দুপুর আড়াইটে নাগাদ নদীতে ভেসে ওঠে শর্মাজির মৃতদেহ । মৃতের পরিবারের দাবি, এই ঘটনায় গতকালের মদের আসরে উপস্থিত বন্ধুরাই জড়িত । মূল অভিযুক্ত উজ্জ্বল সরকারসহ মদের আসরে অংশগ্রহণকারী অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে একজনকে গ্রেপ্তার করলেও বাকি পাঁচজন অভিযুক্ত পলাতক । দাউদপুর এলাকার বাসিন্দা সুদেব দাস জানান, গতকাল দুপুর বেলা দাউদপুরে টাঙ্গন নদীর তীরে তিন চারজন মিলে পার্টি করছিল । সেই পার্টিতেই শর্মাজিকে পিছন থেকে ধাক্কা মারে উজ্জ্বল সরকার । শর্মাজি সাঁতার না জানার কারণেই গভীর জলে তলিয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করেও গতকাল তাঁর খোঁজ পাওয়া যায়নি । অবশেষে আজ দুপুর 2:30 টে নাগাদ টাঙ্গনে ওর মৃতদেহ ভেসে ওঠে ।

সুদেববাবু বলেন, "আমরা দোষীদের শাস্তি চাইছি । বংশীহারী থানায় অভিযুক্ত 6 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।" বংশীহারি থানা ঠিকমতো তদন্ত করলে আসামিরা ঠিক ধরা পড়বে বলে আশাবাদী সুদেববাবু । এপ্রসঙ্গে মৃতের মা সোনামণি সোরেন বলেন, "আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ধলু (উজ্জ্বল) । আমি দোষীদের শাস্তি চাই ।"

বংশীহারী, 30 জুলাই : নদীতে বন্ধুকে ধাক্কা মেরে খুন । এমনই অভিযোগ উঠেছে উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকার । মৃত ব্যক্তির নাম শর্মাজি সোরেন । পেশায় শ্রমিক শর্মাজি গতরাত থেকেই নিখোঁজ ছিলেন । আজ দুপুরে টাঙ্গন নদীতে ভেসে ওঠে তাঁর মৃতদেহ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে বংশীহারী থানার পুলিশ ।

বংশীহারী এলাকার দাউদপুর গ্রামের বাসিন্দা শর্মাজি সোরেন । ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন তিনি । দিন দুই আগে কিছুদিনের জন্য নিজের বাড়িতে আসেন তিনি । গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গ্রামের পাশে টাঙ্গন নদীর ধারে জড়ো হয়েছিলেন শর্মাজি ও তাঁর বন্ধুরা । অভিযোগ, সেই মদের আসরে উজ্জ্বল সরকার নামে এক বন্ধুর সঙ্গে বচসা বাধে শর্মাজির । সেই বচসার জেরে শর্মাজিকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় উজ্জ্বল । তলিয়ে যান তিনি । দুপুর গড়িয়ে রাত পর্যন্ত অনেকটা সময় কেটে গেলেও অভিযুক্ত উজ্জ্বল ও অন্য বন্ধুরা কাউকেই এই ঘটনার কথা জানায়নি । সন্ধে 7 টা নাগাদ উজ্জ্বল সরকার তার বাড়িতে গোটা ঘটনার কথা জানায় । এদিকে অনেকক্ষণ কোনও খোঁজ না পাওয়ায় শর্মাজির খোঁজে তল্লাশি শুরু করেন তাঁর পরিবারের লোকজন ।

আজ দুপুর আড়াইটে নাগাদ নদীতে ভেসে ওঠে শর্মাজির মৃতদেহ । মৃতের পরিবারের দাবি, এই ঘটনায় গতকালের মদের আসরে উপস্থিত বন্ধুরাই জড়িত । মূল অভিযুক্ত উজ্জ্বল সরকারসহ মদের আসরে অংশগ্রহণকারী অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে একজনকে গ্রেপ্তার করলেও বাকি পাঁচজন অভিযুক্ত পলাতক । দাউদপুর এলাকার বাসিন্দা সুদেব দাস জানান, গতকাল দুপুর বেলা দাউদপুরে টাঙ্গন নদীর তীরে তিন চারজন মিলে পার্টি করছিল । সেই পার্টিতেই শর্মাজিকে পিছন থেকে ধাক্কা মারে উজ্জ্বল সরকার । শর্মাজি সাঁতার না জানার কারণেই গভীর জলে তলিয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করেও গতকাল তাঁর খোঁজ পাওয়া যায়নি । অবশেষে আজ দুপুর 2:30 টে নাগাদ টাঙ্গনে ওর মৃতদেহ ভেসে ওঠে ।

সুদেববাবু বলেন, "আমরা দোষীদের শাস্তি চাইছি । বংশীহারী থানায় অভিযুক্ত 6 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।" বংশীহারি থানা ঠিকমতো তদন্ত করলে আসামিরা ঠিক ধরা পড়বে বলে আশাবাদী সুদেববাবু । এপ্রসঙ্গে মৃতের মা সোনামণি সোরেন বলেন, "আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ধলু (উজ্জ্বল) । আমি দোষীদের শাস্তি চাই ।"

Intro:নদীর ধারে মদের আসরে বন্ধুর সঙ্গে বচসার জেরে খুন বন্ধু ।।
বংশিহারী ; ৩০ জুলাই ;-জলে ধাক্কা দিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানা এলাকায়। মৃতের নাম শর্মাজী সরেন(২৫)। গতকাল থেকে নিখোঁজ শর্মাজীর বাড়ি ঐ এলাকারই দাউদপুর এলাকায়। আজ দুপুরে টাঙ্গন নদীতে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীও সূত্রে খবর দাউদপুর গ্রামে বাড়ি শর্মাজী সরেন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। দিন দুয়েক আগে তিনি বাড়িতে এলে সোমবার দুপুরে বন্ধুদের সাথে গ্রামের পাশেই টাঙ্গন নদীর তীরে মদ মাংসের আসর বসেছিলেন। অভিযোগ সেই আসরে বচসার জেরে উজ্জ্বল সরকার নামের একজন বন্ধু তাঁকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিলে তলিয়ে যান তিনি। দুপুর গড়িয়ে রাত হলেও অভিযুক্তরা পাড়ার কাউকে না জানালেও রাত্রি ৭ টা নাগাদ তার একজন বন্ধু উজ্জ্বল সরকার তার বাড়িতে জানান । রাতেই পরিবারের নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশী শুরু করেন।
মঙ্গলবার দুপুর ২ .৩০ নাগাদ ঐ এলাকার নদীর ঘাটে মৃতদেহ ভেসে ওঠে। পরিবারের তরফে উজ্জ্বল সরকার সহ মদের আসরে অংশগ্রহণকারী অন্যান্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে এক বন্ধুকে গ্রেপ্তার করলেও ৫ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় পুলিশ বাকিদের গ্রেফতার করতে পারে নাই।
এই বিষয়ে মৃতার মা সোনামণি সরেন জানান আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে উজ্জ্বল (ধলু)। অল্পদিন দিন হল ভিন রাজ্য থেকে কাজ করে এসেছে ।এখন পর্যন্ত খুজে পাওয়া যায় নি , প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নদীতে ভেসে উঠলো আমার ছেলের দেহ ।আমি আসামিদের শাস্তি চাই ।
দাউদপুর এলাকার এক বাসিন্দা সুদেব দাস জানান গতকাল দুপুর বেলা দাউদপুরে গভীর জলাশয় আছে সেখানে তিন চারজন মিলে একটি পার্টি করছিল ,সেই পার্টিতেই পিছন থেকে ধাক্কা মারে উজ্জ্বল সরকার , শর্মাজী সরেন সাঁতার না জানার কারনে গভীর জলে তলিয়ে যায় ।অনেক খোজা খুজি করা হয় গতকাল সহ আজকে ।অবশেষে আজকে ২.৩০ টা নাগাদ মৃতদেহ ভেসে উঠে । আমরা দোষীদের শাস্তি চাইছি ।বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৬ জন বন্ধুর নামে । অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে এক বন্ধুকে গ্রেপ্তার করলেও ৫ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় পুলিশ বাকিদের গ্রেফতার করতে পারে নাই। বংশীহারি থানা ঠিকমত তদন্ত করলে আসামিরা ধরা পরে যাবে ।

Body:নদীর ধারে মদের আসরে বন্ধুর সঙ্গে বচসার জেরে খুন বন্ধু ।।
বংশিহারী ; ৩০ জুলাই ;-জলে ধাক্কা দিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানা এলাকায়। মৃতের নাম শর্মাজী সরেন(২৫)। গতকাল থেকে নিখোঁজ শর্মাজীর বাড়ি ঐ এলাকারই দাউদপুর এলাকায়। আজ দুপুরে টাঙ্গন নদীতে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীও সূত্রে খবর দাউদপুর গ্রামে বাড়ি শর্মাজী সরেন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। দিন দুয়েক আগে তিনি বাড়িতে এলে সোমবার দুপুরে বন্ধুদের সাথে গ্রামের পাশেই টাঙ্গন নদীর তীরে মদ মাংসের আসর বসেছিলেন। অভিযোগ সেই আসরে বচসার জেরে উজ্জ্বল সরকার নামের একজন বন্ধু তাঁকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিলে তলিয়ে যান তিনি। দুপুর গড়িয়ে রাত হলেও অভিযুক্তরা পাড়ার কাউকে না জানালেও রাত্রি ৭ টা নাগাদ তার একজন বন্ধু উজ্জ্বল সরকার তার বাড়িতে জানান । রাতেই পরিবারের নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশী শুরু করেন।
মঙ্গলবার দুপুর ২ .৩০ নাগাদ ঐ এলাকার নদীর ঘাটে মৃতদেহ ভেসে ওঠে। পরিবারের তরফে উজ্জ্বল সরকার সহ মদের আসরে অংশগ্রহণকারী অন্যান্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে এক বন্ধুকে গ্রেপ্তার করলেও ৫ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় পুলিশ বাকিদের গ্রেফতার করতে পারে নাই।
এই বিষয়ে মৃতার মা সোনামণি সরেন জানান আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে উজ্জ্বল (ধলু)। অল্পদিন দিন হল ভিন রাজ্য থেকে কাজ করে এসেছে ।এখন পর্যন্ত খুজে পাওয়া যায় নি , প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নদীতে ভেসে উঠলো আমার ছেলের দেহ ।আমি আসামিদের শাস্তি চাই ।
দাউদপুর এলাকার এক বাসিন্দা সুদেব দাস জানান গতকাল দুপুর বেলা দাউদপুরে গভীর জলাশয় আছে সেখানে তিন চারজন মিলে একটি পার্টি করছিল ,সেই পার্টিতেই পিছন থেকে ধাক্কা মারে উজ্জ্বল সরকার , শর্মাজী সরেন সাঁতার না জানার কারনে গভীর জলে তলিয়ে যায় ।অনেক খোজা খুজি করা হয় গতকাল সহ আজকে ।অবশেষে আজকে ২.৩০ টা নাগাদ মৃতদেহ ভেসে উঠে । আমরা দোষীদের শাস্তি চাইছি ।বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৬ জন বন্ধুর নামে । অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে এক বন্ধুকে গ্রেপ্তার করলেও ৫ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় পুলিশ বাকিদের গ্রেফতার করতে পারে নাই। বংশীহারি থানা ঠিকমত তদন্ত করলে আসামিরা ধরা পরে যাবে ।

Conclusion:নদীর ধারে মদের আসরে বন্ধুর সঙ্গে বচসার জেরে খুন বন্ধু ।।
বংশিহারী ; ৩০ জুলাই ;-জলে ধাক্কা দিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানা এলাকায়। মৃতের নাম শর্মাজী সরেন(২৫)। গতকাল থেকে নিখোঁজ শর্মাজীর বাড়ি ঐ এলাকারই দাউদপুর এলাকায়। আজ দুপুরে টাঙ্গন নদীতে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীও সূত্রে খবর দাউদপুর গ্রামে বাড়ি শর্মাজী সরেন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। দিন দুয়েক আগে তিনি বাড়িতে এলে সোমবার দুপুরে বন্ধুদের সাথে গ্রামের পাশেই টাঙ্গন নদীর তীরে মদ মাংসের আসর বসেছিলেন। অভিযোগ সেই আসরে বচসার জেরে উজ্জ্বল সরকার নামের একজন বন্ধু তাঁকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিলে তলিয়ে যান তিনি। দুপুর গড়িয়ে রাত হলেও অভিযুক্তরা পাড়ার কাউকে না জানালেও রাত্রি ৭ টা নাগাদ তার একজন বন্ধু উজ্জ্বল সরকার তার বাড়িতে জানান । রাতেই পরিবারের নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশী শুরু করেন।
মঙ্গলবার দুপুর ২ .৩০ নাগাদ ঐ এলাকার নদীর ঘাটে মৃতদেহ ভেসে ওঠে। পরিবারের তরফে উজ্জ্বল সরকার সহ মদের আসরে অংশগ্রহণকারী অন্যান্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে এক বন্ধুকে গ্রেপ্তার করলেও ৫ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় পুলিশ বাকিদের গ্রেফতার করতে পারে নাই।
এই বিষয়ে মৃতার মা সোনামণি সরেন জানান আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে উজ্জ্বল (ধলু)। অল্পদিন দিন হল ভিন রাজ্য থেকে কাজ করে এসেছে ।এখন পর্যন্ত খুজে পাওয়া যায় নি , প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নদীতে ভেসে উঠলো আমার ছেলের দেহ ।আমি আসামিদের শাস্তি চাই ।
দাউদপুর এলাকার এক বাসিন্দা সুদেব দাস জানান গতকাল দুপুর বেলা দাউদপুরে গভীর জলাশয় আছে সেখানে তিন চারজন মিলে একটি পার্টি করছিল ,সেই পার্টিতেই পিছন থেকে ধাক্কা মারে উজ্জ্বল সরকার , শর্মাজী সরেন সাঁতার না জানার কারনে গভীর জলে তলিয়ে যায় ।অনেক খোজা খুজি করা হয় গতকাল সহ আজকে ।অবশেষে আজকে ২.৩০ টা নাগাদ মৃতদেহ ভেসে উঠে । আমরা দোষীদের শাস্তি চাইছি ।বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৬ জন বন্ধুর নামে । অভিযুক্তদের মধ্যে শিবু মাঝি নামে এক বন্ধুকে গ্রেপ্তার করলেও ৫ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় পুলিশ বাকিদের গ্রেফতার করতে পারে নাই। বংশীহারি থানা ঠিকমত তদন্ত করলে আসামিরা ধরা পরে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.