বালুরঘাট, 24 মে : বালুরঘাটে এই প্রথম খাতা খুলেছে BJP । জয়ী BJP-র সুকান্ত মজুমদার । অন্যদিকে দেশে ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি । সেই আনন্দেই আজ সকাল থেকে বিনামূল্যে গ্রাহকদের চা খাওয়াচ্ছেন বালুরঘাটের চা বিক্রেতা বিশু সরকার ।
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সরকার গঠনের পথে BJP । নরেন্দ্র মোদি ফের হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী । সেইসঙ্গে রাজ্যেও গেরুয়া শিবিরের জয়জয়কার । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা আসন এই প্রথম BJP-র দখলে । 33293 ভোটে তৃণমূলের অর্পিতা ঘোষকে পরাজিত করে জয়ী BJP-র সুকান্ত মজুমদার । একদিকে বালুরঘাট আসনে BJP-র জয় অন্যদিকে দেশে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই আনন্দে আজ সকাল থেকেই গ্রাহকদের বিনামূল্যে চা খাওয়াচ্ছেন চা-বিক্রেতা বিশু সরকার । সকাল থেকে দীর্ঘ লাইনও পড়েছে গ্রাহকদের ।
বিশুবাবুর বাড়ি বালুরঘাটের চকভবানী এলাকায় । সত্যজিৎ মঞ্চের পাশে রাস্তার ধারে তাঁর ছোট্ট চায়ের দোকান । আসেন বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা । চায়ের সঙ্গে চলে আড্ডা । 300 থেকে 400 টাকা সারাদিনে রোজগার । আর তাতেই চলে সংসার ।
কেন বিনামূল্যে চা খাওয়াচ্ছেন ? বিশু বলেন, "বালুরঘাটে BJP জিতেছে এই আনন্দে । নরেন্দ্র মোদি চা-ওয়ালা ছিলেন ওই আনন্দে । খুব ভালো লাগছে, আনন্দ লাগছে ।" আজ দিনভরই গ্রাহকদের তিনি বিনামূল্যে চা খাওয়াবেন ।
অন্যদিকে এক গ্রাহক শ্যামল সরকার বলেন, "বিশু সবাইকে BJP জেতার আনন্দে চা খাওয়াচ্ছে বিনামূল্যে । সবাই চা খাচ্ছে । গল্পগুজব হচ্ছে । "