ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালের শৌচালয়ে আত্মঘাতী চিকিৎসাধীন বৃদ্ধ

author img

By

Published : May 12, 2021, 9:33 PM IST

গত কয়েক দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন ৷ তারপর থেকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । এদিন তাঁকে ছুটি দেওয়ার কথা ছিল । তার আগেই হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ ৷

old-patient-committed-suicide-by-hanging-himself-in-the-toilet-of-balurghat-hospital
old-patient-committed-suicide-by-hanging-himself-in-the-toilet-of-balurghat-hospital

বালুরঘাট, 12 মে : বালুরঘাট জেলা হাসপাতালে শৌচালয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় চিকিৎসাধীন এক বৃদ্ধের দেহ উদ্ধার হল ৷ বুধবার বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় ।

মৃত বৃদ্ধের নাম গোকুলচন্দ্র মণ্ডল (80) । বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভিকাহার বালাপুর এলাকায় । গোকুলবাবু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তবে গত কয়েক দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন ৷ তারপর থেকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । এদিন তাঁকে ছুটি দেওয়ার কথা ছিল । তার আগেই হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ ৷

আরও পডুন: নিউটাউনে খাল থেকে মহিলার দেহ উদ্ধার

মৃত বৃদ্ধর জামাই তুষারকান্তি দাস বলেন, "উনি গত চার বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিন দিন আগে ডায়রিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি হন । আজকে ছুটি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু গতকাল রাতেই হাসপাতাল থেকে জানানো হয়, আত্মহত্যা করেছেন ।"

ঘটনায় হাসপাতালের গাফিলতি দেখছেন না তুষারবাবু ৷ তিনি বলেন, "দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ৷ কষ্ট সহ্য করতে পারতেন না । হয়ত সেই কারণেই আত্মঘাতী হয়েছেন ।"

বালুরঘাট, 12 মে : বালুরঘাট জেলা হাসপাতালে শৌচালয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় চিকিৎসাধীন এক বৃদ্ধের দেহ উদ্ধার হল ৷ বুধবার বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় ।

মৃত বৃদ্ধের নাম গোকুলচন্দ্র মণ্ডল (80) । বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভিকাহার বালাপুর এলাকায় । গোকুলবাবু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তবে গত কয়েক দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন ৷ তারপর থেকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । এদিন তাঁকে ছুটি দেওয়ার কথা ছিল । তার আগেই হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ ৷

আরও পডুন: নিউটাউনে খাল থেকে মহিলার দেহ উদ্ধার

মৃত বৃদ্ধর জামাই তুষারকান্তি দাস বলেন, "উনি গত চার বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিন দিন আগে ডায়রিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি হন । আজকে ছুটি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু গতকাল রাতেই হাসপাতাল থেকে জানানো হয়, আত্মহত্যা করেছেন ।"

ঘটনায় হাসপাতালের গাফিলতি দেখছেন না তুষারবাবু ৷ তিনি বলেন, "দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ৷ কষ্ট সহ্য করতে পারতেন না । হয়ত সেই কারণেই আত্মঘাতী হয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.