ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসার তদন্তে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দল

ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকে যান কমিশনের প্রতিনিধিরা ৷

nhrc team visit gangarampur to investigate post poll violence
ভোট পরবর্তী হিংসার তদন্তে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দল
author img

By

Published : Jul 9, 2021, 9:21 PM IST

Updated : Jul 11, 2021, 1:03 PM IST

বংশীহারি, 9 জুলাই : আদালতের নির্দেশে বঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ শুক্রবার কমিশনের তিন সদস্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকে যান ৷ সেখানে আক্রান্ত দু’টি পরিবারের সঙ্গে কথা বলেন ৷ তার পর উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান ৷

তবে তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হননি কমিশনের তিন সদস্য ডেপুটি এসপি কুলবীর সিং, ইন্সপেক্টর কুলবন্ত সিং ও ইন্সপেক্টর চন্দ্রশেখর ৷ কিন্তু তাঁদের এই সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ, তাঁরা যখন গঙ্গারামপুরে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি ছিলেন ৷ এই ঘটনা রাজনৈতিকভাবে পরিকল্পিত বলে অভিযোগ করেছে জেলার তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : মমতাকে চাপে রাখতেই কি অমিতের ডেপুটি করা হল নিশীথকে ?

প্রসঙ্গত, গত 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি ৷ তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের অত্যাচারে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ তাঁদের ঘরছাড়া হতে হয়েছে ৷ অনেকের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে ৷

এই নিয়ে আদালতের নির্দেশে তদন্তে নেমেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সফর করেছেন ৷ কথা বলেছেন আক্রান্তদের সঙ্গে ৷ সেই নিয়ে আংশিক রিপোর্ট তাদের তরফে কলকাতা হাইকোর্টে জমা পড়েছে ৷ আগামী 13 জুলাই তারা হাইকোর্টে পরবর্তী রিপোর্ট জমা দেবে ৷

আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

সেই কারণে কমিশনের সদস্যরা বিভিন্ন জেলায় ঘুরছেন ৷ শুক্রবার সকাল 11 টা নাগাদ বুনিয়াদপুর সার্কিট হাউজে জাতীয় মানবাধিকার কমিশনের তিন প্রতিনিধি এসে উপস্থিত হন । সেখান থেকে তাঁরা গঙ্গারামপুর ব্লকের নারই এবং দমদমা গ্রামে যান ৷ সেখানকার বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন ৷ দক্ষিণ দিনাজপুরে নির্বাচন পরিবর্তী হিংসার 48টি অভিযোগ জমা পড়েছে ৷ তবে এদিন তাঁরা সব অভিযোগ খতিয়ে দেখেননি বলে জানা গিয়েছে ৷

বিজেপি সমর্থক স্বরূপ দাস বলেন, “আজ আমরা মানবাধিকার কমিশনকে কাছে পেয়ে বিষয়টি জানিয়েছি । দেখা যাক কী ফল হয় ।’’ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমি শুনেছি জাতীয় মানবাধিকার কমিশন গঙ্গারামপুর দু’টি পরিবারের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসার খোঁজ খবর নিতেই তাদের এই জেলাতে আসা ।’’

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

বংশীহারি, 9 জুলাই : আদালতের নির্দেশে বঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ শুক্রবার কমিশনের তিন সদস্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকে যান ৷ সেখানে আক্রান্ত দু’টি পরিবারের সঙ্গে কথা বলেন ৷ তার পর উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান ৷

তবে তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হননি কমিশনের তিন সদস্য ডেপুটি এসপি কুলবীর সিং, ইন্সপেক্টর কুলবন্ত সিং ও ইন্সপেক্টর চন্দ্রশেখর ৷ কিন্তু তাঁদের এই সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ, তাঁরা যখন গঙ্গারামপুরে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি ছিলেন ৷ এই ঘটনা রাজনৈতিকভাবে পরিকল্পিত বলে অভিযোগ করেছে জেলার তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : মমতাকে চাপে রাখতেই কি অমিতের ডেপুটি করা হল নিশীথকে ?

প্রসঙ্গত, গত 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি ৷ তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের অত্যাচারে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ তাঁদের ঘরছাড়া হতে হয়েছে ৷ অনেকের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে ৷

এই নিয়ে আদালতের নির্দেশে তদন্তে নেমেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সফর করেছেন ৷ কথা বলেছেন আক্রান্তদের সঙ্গে ৷ সেই নিয়ে আংশিক রিপোর্ট তাদের তরফে কলকাতা হাইকোর্টে জমা পড়েছে ৷ আগামী 13 জুলাই তারা হাইকোর্টে পরবর্তী রিপোর্ট জমা দেবে ৷

আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

সেই কারণে কমিশনের সদস্যরা বিভিন্ন জেলায় ঘুরছেন ৷ শুক্রবার সকাল 11 টা নাগাদ বুনিয়াদপুর সার্কিট হাউজে জাতীয় মানবাধিকার কমিশনের তিন প্রতিনিধি এসে উপস্থিত হন । সেখান থেকে তাঁরা গঙ্গারামপুর ব্লকের নারই এবং দমদমা গ্রামে যান ৷ সেখানকার বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন ৷ দক্ষিণ দিনাজপুরে নির্বাচন পরিবর্তী হিংসার 48টি অভিযোগ জমা পড়েছে ৷ তবে এদিন তাঁরা সব অভিযোগ খতিয়ে দেখেননি বলে জানা গিয়েছে ৷

বিজেপি সমর্থক স্বরূপ দাস বলেন, “আজ আমরা মানবাধিকার কমিশনকে কাছে পেয়ে বিষয়টি জানিয়েছি । দেখা যাক কী ফল হয় ।’’ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমি শুনেছি জাতীয় মানবাধিকার কমিশন গঙ্গারামপুর দু’টি পরিবারের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসার খোঁজ খবর নিতেই তাদের এই জেলাতে আসা ।’’

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

Last Updated : Jul 11, 2021, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.