ETV Bharat / state

Madhyamik Examination 2022 : সদ্যোজাত কোলে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন মা - মাধ্যমিক পরীক্ষার্থী মুখি টুডু

শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ৷ প্রতিকূল পরিস্থিতিতেও অনেকে পরীক্ষা দিচ্ছেন ৷ তারই উদাহরণ গঙ্গারামপুরের সদ্য সন্তানের জন্ম দেওয়া মা (New Mother Madhyamik Examination) ৷

Madhyamik Examination News
গঙ্গারামপুরে হাসপাতালে পরীক্ষা দিচ্ছন মা মুখি টুডু
author img

By

Published : Mar 8, 2022, 11:05 AM IST

গঙ্গারামপুর, 8 মার্চ : রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । গত 27 মার্চ গঙ্গারামপুর হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মুখি টুডু। সন্তান জন্ম দেওয়ার পর শুক্রবার বাড়িতে ফিরে যান তিনি ৷ রবিবার সকাল থেকে শরীর খারাপ শুরু হয় ৷ তাই মুখিকে ফের ভর্তি হতে হয় গঙ্গারামপুর হাসপাতালে ৷ সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন নবজাতক শিশুর মা (New mother sits for madhyamik exam 2022 in Gangarampur Hospital) ।

সূত্রের খবর, গত 27 মার্চ গঙ্গারামপুর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মুখি টুডু । বংশীহারি ব্লকের সুদর্শননগর হাইস্কুলের ছাত্রী মুখি টুডু। l তাঁর বাপের বাড়ি বংশীহারি ব্লকের পাথরঘাটা চ্যাংড়া এলাকায় । সন্তান জন্ম দেওয়ার পর গত শুক্রবার বাড়িতে ফিরে যান মুখি ৷ রবিবার সকাল থেকে শরীর খারাপ হওয়ার কারণে গঙ্গারামপুর হাসপাতালে ফের ভর্তি করা হয় তাঁকে । সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন হাসপাতালে বসেই পরীক্ষা দেন নবজাতক শিশুর মা ।

আরও পড়ুন : Madhyamik Examination 2022 : সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা ছাত্রের

এই বিষয়ে শাশুড়ি সুখী টুডু জানান, আমার বউমা গঙ্গারামপুর হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । 27 মার্চ গঙ্গারামপুর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন । রবিবার সকাল থেকে শরীর খারাপ হওয়ার কারণে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন হাসপাতালে বসেই নবজাতককে নিয়ে পরীক্ষা দেয় ।

এবিষয়ে হাসপাতাল সুপার জানান, প্রথমে তিনি মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে পরিচয় দেননি । পরে পরিচয় দিলে পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ ।

গঙ্গারামপুর, 8 মার্চ : রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । গত 27 মার্চ গঙ্গারামপুর হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মুখি টুডু। সন্তান জন্ম দেওয়ার পর শুক্রবার বাড়িতে ফিরে যান তিনি ৷ রবিবার সকাল থেকে শরীর খারাপ শুরু হয় ৷ তাই মুখিকে ফের ভর্তি হতে হয় গঙ্গারামপুর হাসপাতালে ৷ সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন নবজাতক শিশুর মা (New mother sits for madhyamik exam 2022 in Gangarampur Hospital) ।

সূত্রের খবর, গত 27 মার্চ গঙ্গারামপুর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মুখি টুডু । বংশীহারি ব্লকের সুদর্শননগর হাইস্কুলের ছাত্রী মুখি টুডু। l তাঁর বাপের বাড়ি বংশীহারি ব্লকের পাথরঘাটা চ্যাংড়া এলাকায় । সন্তান জন্ম দেওয়ার পর গত শুক্রবার বাড়িতে ফিরে যান মুখি ৷ রবিবার সকাল থেকে শরীর খারাপ হওয়ার কারণে গঙ্গারামপুর হাসপাতালে ফের ভর্তি করা হয় তাঁকে । সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন হাসপাতালে বসেই পরীক্ষা দেন নবজাতক শিশুর মা ।

আরও পড়ুন : Madhyamik Examination 2022 : সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা ছাত্রের

এই বিষয়ে শাশুড়ি সুখী টুডু জানান, আমার বউমা গঙ্গারামপুর হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । 27 মার্চ গঙ্গারামপুর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন । রবিবার সকাল থেকে শরীর খারাপ হওয়ার কারণে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন হাসপাতালে বসেই নবজাতককে নিয়ে পরীক্ষা দেয় ।

এবিষয়ে হাসপাতাল সুপার জানান, প্রথমে তিনি মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে পরিচয় দেননি । পরে পরিচয় দিলে পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.