ETV Bharat / state

গোরু পাচারের জেরে ফসল নষ্ট, প্রতিবাদ করায় কান কাটল দুষ্কৃতীরা - প্রতিবাদীকে মারধর,

ফসল নষ্ট করে গোরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদীর কান কেটে দিল দুষ্কৃতীরা । আহত হয়েছেন তাঁর ভাইও । দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ঘটনা ৷

image
আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : Nov 28, 2019, 11:29 PM IST


হিলি, 28 নভেম্বর : রাতের অন্ধকারে ফসল নষ্ট করে বাংলাদেশে চলছে গোরু পাচার । ফসল নষ্ট করে গোরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদীর কান কেটে দিল দুষ্কৃতীরা । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বৈগ্রাম এলাকায় । বিপুল সরকার নামে জখম ওই ব্যক্তি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । অস্ত্রোপচার করে কানটি জোড়া লাগানোর চেষ্টা করছেন চিকিৎসকরা । ফসল নষ্ট করার প্রতিবাদ করায় আহত হয়েছেন বিপুলবাবুর ভাই অনুকূল সরকারও । ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

দক্ষিণ দিনাজপুরের তিনদিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা । মোট 252 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে । যার মধ্যে এখনও 30 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে । উন্মুক্ত সীমান্ত দিয়ে গোরু, জিরা, নিষিদ্ধ কাফ সিরাপসহ অন্যান্য সামগ্রী পাচার হয় বলে অভিযোগ । এদিকে শীত পড়তেই হিলি সীমান্ত দিয়ে ফের একবার সক্রিয় হয়ে উঠেছে গোরু পাচারকারীরা । অভিযোগ, পুলিশ-BSF আধিকারিকদের ঘুষ দিয়ে চলে পাচার । হিলি সীমান্তের আগ্রা BOP এলাকার বৈগ্রাম এলাকা দিয়ে চলছে রাতের অন্ধকারে গোরু পাচার । যার জেরে সাধারণ কৃষকদের ফসল নষ্ট হচ্ছে । বিষয়টি নজরে আসতেই আজ ভোর রাত থেকে ফসল পাহারা দিচ্ছিলেন বিপুলবাবু । গোরু নিয়ে যাওয়ার সময় পাচারকারীদের বাধা দেন তিনি । এমন কী, ফসল নষ্ট করার জন্য 4টে গোরু আটকে রাখেন ।

বিষয়টি জানাজানি হতেই সকালে এক দল দুষ্কৃতী বিপুল সরকার ও তাঁর ভাই অনুকূল সরকারের উপর বাঁশ-লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ধারালো অস্ত্রের আঘাতে কান কেটে যায় বিপুলবাবুর । বাঁশ দিয়ে অনুকূলবাবুর মাথায় ও পেটে আঘাত করা হয় । জখম দুই ভাইকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । বিপুলবাবুর কানে কয়েকটি সেলাই পড়েছে । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁর ভাইকে । ঘটনায় হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার । অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হিলি থানার পুলিশ ।

আক্রান্ত অনুকূল সরকার বলেন, তাঁদের জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়া হয় বাংলাদেশে । ফসল নষ্ট করে কে গোরু নিয়ে যাচ্ছে তা ধরতে খেতে ভোর রাতেই তাঁর দাদা পাহারা দিচ্ছিলেন । আজও গোরু নিয়ে যাওয়ার সময় তাঁর দাদা প্রতিবাদ করেন । এমন কী ফসল নষ্ট করায় কয়েকটি গোরু আটকে রাখেন । ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কিছুক্ষণ বাদে এক দল দুষ্কৃতী এসে তাঁর দাদা ও পরে তাঁর উপর আক্রমণ চালায় ।

আক্রান্ত বিপুল সরকার বলেন, রোজ তাঁর জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়া হত । এর ফলে ধান, আলু, বেগুন সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছিল । গোরু কেন নিয়ে যাওয়া হচ্ছিল তার প্রতিবাদ করেন । এতেই স্থানীয় তাপস রায় সহ বেশ কয়েকজন তাঁদের দুই ভাইয়ের উপর হামলা চালায় ।

DSP (হেড কোয়ার্টার) ধীমান মিত্র বলেন, অভিযোগ পেয়েছেন । মামলা শুরু করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।


হিলি, 28 নভেম্বর : রাতের অন্ধকারে ফসল নষ্ট করে বাংলাদেশে চলছে গোরু পাচার । ফসল নষ্ট করে গোরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদীর কান কেটে দিল দুষ্কৃতীরা । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বৈগ্রাম এলাকায় । বিপুল সরকার নামে জখম ওই ব্যক্তি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । অস্ত্রোপচার করে কানটি জোড়া লাগানোর চেষ্টা করছেন চিকিৎসকরা । ফসল নষ্ট করার প্রতিবাদ করায় আহত হয়েছেন বিপুলবাবুর ভাই অনুকূল সরকারও । ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

দক্ষিণ দিনাজপুরের তিনদিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা । মোট 252 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে । যার মধ্যে এখনও 30 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে । উন্মুক্ত সীমান্ত দিয়ে গোরু, জিরা, নিষিদ্ধ কাফ সিরাপসহ অন্যান্য সামগ্রী পাচার হয় বলে অভিযোগ । এদিকে শীত পড়তেই হিলি সীমান্ত দিয়ে ফের একবার সক্রিয় হয়ে উঠেছে গোরু পাচারকারীরা । অভিযোগ, পুলিশ-BSF আধিকারিকদের ঘুষ দিয়ে চলে পাচার । হিলি সীমান্তের আগ্রা BOP এলাকার বৈগ্রাম এলাকা দিয়ে চলছে রাতের অন্ধকারে গোরু পাচার । যার জেরে সাধারণ কৃষকদের ফসল নষ্ট হচ্ছে । বিষয়টি নজরে আসতেই আজ ভোর রাত থেকে ফসল পাহারা দিচ্ছিলেন বিপুলবাবু । গোরু নিয়ে যাওয়ার সময় পাচারকারীদের বাধা দেন তিনি । এমন কী, ফসল নষ্ট করার জন্য 4টে গোরু আটকে রাখেন ।

বিষয়টি জানাজানি হতেই সকালে এক দল দুষ্কৃতী বিপুল সরকার ও তাঁর ভাই অনুকূল সরকারের উপর বাঁশ-লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ধারালো অস্ত্রের আঘাতে কান কেটে যায় বিপুলবাবুর । বাঁশ দিয়ে অনুকূলবাবুর মাথায় ও পেটে আঘাত করা হয় । জখম দুই ভাইকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । বিপুলবাবুর কানে কয়েকটি সেলাই পড়েছে । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁর ভাইকে । ঘটনায় হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার । অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হিলি থানার পুলিশ ।

আক্রান্ত অনুকূল সরকার বলেন, তাঁদের জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়া হয় বাংলাদেশে । ফসল নষ্ট করে কে গোরু নিয়ে যাচ্ছে তা ধরতে খেতে ভোর রাতেই তাঁর দাদা পাহারা দিচ্ছিলেন । আজও গোরু নিয়ে যাওয়ার সময় তাঁর দাদা প্রতিবাদ করেন । এমন কী ফসল নষ্ট করায় কয়েকটি গোরু আটকে রাখেন । ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কিছুক্ষণ বাদে এক দল দুষ্কৃতী এসে তাঁর দাদা ও পরে তাঁর উপর আক্রমণ চালায় ।

আক্রান্ত বিপুল সরকার বলেন, রোজ তাঁর জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়া হত । এর ফলে ধান, আলু, বেগুন সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছিল । গোরু কেন নিয়ে যাওয়া হচ্ছিল তার প্রতিবাদ করেন । এতেই স্থানীয় তাপস রায় সহ বেশ কয়েকজন তাঁদের দুই ভাইয়ের উপর হামলা চালায় ।

DSP (হেড কোয়ার্টার) ধীমান মিত্র বলেন, অভিযোগ পেয়েছেন । মামলা শুরু করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:ফসল নষ্ট করে বাংলাদেশে গোরু পাচারের বাধা দেওয়ায় কান কেটে দেওয়া হল প্রতীবাদির।।

হিলি, ২৮ নভেম্বর: রাতের অন্ধকারে ফসল নষ্ট করে বাংলাদেশে চলছে গোরু পাচার। ফসল নষ্ট করে গোরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদীর কান কেটে দিল দুস্কৃতিরা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বৈগ্রাম এলাকায়। বিপুল সরকার নামে জখম ওই ব্যক্তি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার করে কানটি জোড়া লাগানোর চেষ্টা করছে চিকিৎসকরা। ফসল নষ্ট করার প্রতিবাদ করায় আহত হয়েছে বিপুলবাবুর ভাই অনুকূল সরকারও। ঘটনায় আক্রন্তের পরিবারের পক্ষ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার তিন পাশ বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা। মোট ২৫২ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে। যার মধ্যে এখনো ৩০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে গোরু, জিরা, নিষিদ্ধ কফ সিরাপ সহ অন্যান্য সামগ্রী পাচার হয় বলেই অভিযোগ। এদিকে শীত পড়তেই হিলি সীমান্ত দিয়ে ফের একবার সক্রিয় হয়ে উঠেছে গোরু পাচার। অভিযোগ, পুলিশ বিএসএফ আধিকারিকদের টাকা খাইয়ে চলে পাচার। এদিকে হিলি সীমান্তের আগ্রা বিওপি এলাকার বৈগ্রাম এলাকা দিয়ে চলছে রাতের অন্ধকারে গোরু পাচার। সাধারণ কৃষকদের ফসল নষ্ট করেই চলছে গোরু পাচার। এদিকে বিষয়টি নজরে আসতেই এদিন ভোর রাত থেকে ফসল পাহাড়া দিচ্ছিলেন বিপুলবাবু। গোরু নিয়ে যাওয়ার সময় পাচারকারীদের বাঁধা দেন তিনি। এমনকি।ফসল নষ্ট করার জন্য ৪ টে গোরু আটকে রাখেন তিনি। এদিকে বিষয়টি জানাজানি হতেই সকালে এক দল দুস্কৃতি বিপুল সরকার ও তার ভাই অনুকূল সরকারের উপর বাঁশ লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে কান কেটে যায়। বাঁশ দিয়ে অনুকূলবাবুর মাথায় ও পেটে আঘাত করা হয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই জখম দুই ভাইকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বিপুলবাবুর কানে বেশ কয়েকটি সেলাই পড়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হিলি থানার পুলিশ।

এবিষয়ে আক্রান্ত অনুকূল সরকার জানান, তাদের জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়া হয় বাংলাদেশে। ফসল নষ্ট করে কে গোরু নিয়ে যাচ্ছে তা ধরতে খেতে ভোর রাতেই তার দাদা পাহারা দিচ্ছিল। আজও গোরু নিয়ে যাওয়ার সময় তার দাদা প্রতিবাদ করে। এমনকি ফসল নষ্ট করায় কয়েকটি গোরু আটকে রাখে। ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কিছু বাদেই এক দল দুস্কৃতি এসে তার দাদা ও পরে তার উপর আক্রমণ চালায়। তার দাদার কান কেটে দেওয়া হয়। সামন্য লেগেছিল। তাকেও বাঁশ দিয়ে ঘটনায় পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আক্রান্ত বিপুল সরকার জানান, রোজ তার জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়া হত। এরপর ফলে ধান, আলু, বেগুন সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছিল। গোরু কেন নিয়ে যাওয়া হচ্ছিল তার প্রতিবাদ করেন। এতেই তাপস রায় সহ বেশ কয়েকজন তাদের দুই ভাইয়ের উপর হামলা চালায়।

অন্য দিকে এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, অভিযোগ পেয়েছেন। অভিযোগ পেতেই মামলা শুরু করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.