ETV Bharat / state

লকডাউনে আড্ডা, প্রতিবাদে মাথা ফাটল ব্যক্তির - লকডাউন ভঙ্গ করে রাস্তায় আড্ডা, প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী ভরতি হাসপাতাল

লকডাউনে রাস্তায় একসঙ্গে আড্ডা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক ব্যক্তি । আক্রান্তের নাম বিজয় দত্ত ৷ বয়স 45 ৷ বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । আজ ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় ।

man attacked by youth for protesting gathering amid lockdown in balurghat, south dinajpur
লকডাউনে আড্ডা, প্রতিবাদ করায় আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : Apr 26, 2020, 8:48 PM IST

বালুরঘাট, 26 এপ্রিল : লকডাউনে রাস্তায় একসঙ্গে আড্ডা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক ব্যক্তি । আক্রান্তের নাম বিজয় দত্ত ৷ বয়স 45 ৷ বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । আজ ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় । যদিও এখনও পর্যন্ত বালুরঘাট থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি । অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ ।

জানা গেছে, বালুরঘাট শহরের চকভৃগু মধ্যপাড়া এলাকার বাসিন্দা বিজয় দত্ত । পেশায় তিনি কৃষক । কৃষিকাজের পাশাপাশি পশুপালন করেন । রোজকার মত আজও বাড়ি থেকে গোরু ও ছাগলকে ঘাস খাওয়াতে নদীর ধারে যাচ্ছিলেন । সেই সময় পাড়ারই কিছু যুবক নদীর ধারে আড্ডা দিচ্ছিল । সেখানে ছিল অভিযুক্ত যুবক সৌরভ মহন্তও । যাওয়ার পথে ওই যুবকদের লকডাউনের নিয়ম ভেঙে আড্ডা মারার প্রতিবাদ করেন বিজয়বাবু । এরপর প্রতিবাদ করতেই শুরু হয় বচসা । বচসা ক্রমশ হাতাহাতিতে পৌঁছায় ৷

বিজয়বাবুর অভিযোগ, অভিযুক্ত সৌরভ ও তার সঙ্গীরা চড়াও হয় । এমনকী, সৌরভের পরিবারের লোকজন এসেও মারধর করে তাকে । মারধরের চোটে মাথা ফেটে যায় বিজয়বাবুর । খবর পেয়ে স্থানীয়রা আসে ৷ স্থানীয়রাই বিজয়বাবুকে উদ্ধার করে ৷ এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে তিনি বালুরঘাট হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ।

এবিষয়ে বিজয় দত্ত বলেন, " চকভৃগু নদীর ধারে প্রতিদিন কিছু যুবক আড্ডা মারে । আজকেও অনেকজন মিলে একসঙ্গে আড্ডা দিচ্ছিল । লকডাউনের জন্য প্রতিবাদ করি ৷ এতেই চড়াও হয় ওই যুবকরা । মারের চোটে মাথা ফেটে গেছে । এরপর প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । " যদিও এবিষয়ে অভিযুক্তদের কোনও মন্তব্য পাওয়া যায়নি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোজই ওই এলাকায় ছেলেরা আড্ডা দেয় । বললেও কোনও কথা শোনে না । অন্যদিকে, এবিষয়ে বালুরঘাট সদর DSP ধীমান মিত্র বলেন, " এখনও কোনও অভিযোগ পাইনি । এখনই তদন্ত শুরু করব । উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ "

বালুরঘাট, 26 এপ্রিল : লকডাউনে রাস্তায় একসঙ্গে আড্ডা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক ব্যক্তি । আক্রান্তের নাম বিজয় দত্ত ৷ বয়স 45 ৷ বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । আজ ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় । যদিও এখনও পর্যন্ত বালুরঘাট থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি । অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ ।

জানা গেছে, বালুরঘাট শহরের চকভৃগু মধ্যপাড়া এলাকার বাসিন্দা বিজয় দত্ত । পেশায় তিনি কৃষক । কৃষিকাজের পাশাপাশি পশুপালন করেন । রোজকার মত আজও বাড়ি থেকে গোরু ও ছাগলকে ঘাস খাওয়াতে নদীর ধারে যাচ্ছিলেন । সেই সময় পাড়ারই কিছু যুবক নদীর ধারে আড্ডা দিচ্ছিল । সেখানে ছিল অভিযুক্ত যুবক সৌরভ মহন্তও । যাওয়ার পথে ওই যুবকদের লকডাউনের নিয়ম ভেঙে আড্ডা মারার প্রতিবাদ করেন বিজয়বাবু । এরপর প্রতিবাদ করতেই শুরু হয় বচসা । বচসা ক্রমশ হাতাহাতিতে পৌঁছায় ৷

বিজয়বাবুর অভিযোগ, অভিযুক্ত সৌরভ ও তার সঙ্গীরা চড়াও হয় । এমনকী, সৌরভের পরিবারের লোকজন এসেও মারধর করে তাকে । মারধরের চোটে মাথা ফেটে যায় বিজয়বাবুর । খবর পেয়ে স্থানীয়রা আসে ৷ স্থানীয়রাই বিজয়বাবুকে উদ্ধার করে ৷ এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে তিনি বালুরঘাট হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ।

এবিষয়ে বিজয় দত্ত বলেন, " চকভৃগু নদীর ধারে প্রতিদিন কিছু যুবক আড্ডা মারে । আজকেও অনেকজন মিলে একসঙ্গে আড্ডা দিচ্ছিল । লকডাউনের জন্য প্রতিবাদ করি ৷ এতেই চড়াও হয় ওই যুবকরা । মারের চোটে মাথা ফেটে গেছে । এরপর প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । " যদিও এবিষয়ে অভিযুক্তদের কোনও মন্তব্য পাওয়া যায়নি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোজই ওই এলাকায় ছেলেরা আড্ডা দেয় । বললেও কোনও কথা শোনে না । অন্যদিকে, এবিষয়ে বালুরঘাট সদর DSP ধীমান মিত্র বলেন, " এখনও কোনও অভিযোগ পাইনি । এখনই তদন্ত শুরু করব । উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.