ETV Bharat / state

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, পিচ রাস্তা তৈরির কাজ বন্ধ করল গ্রামবাসী - দক্ষিণ দিনাজপুর

রাস্তা তৈরির কাজ হচ্ছে নিম্নমানের৷ এই অভিযোগ তুলে হরিরামপুরে পিচ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামবাসী৷

HARIRAMPUR
HARIRAMPUR
author img

By

Published : Jul 19, 2020, 12:14 AM IST


হরিরামপুর, 19 জুলাই : নিম্নমানের কাজের অভিযোগ তুলে পিচ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামবাসী । দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের মালিয়ান দিঘি এলাকার ঘটনা।

হরিরামপুর ব্লকের পাটন থেকে জোড়দিঘি পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে ৷ তাই ওই রাস্তার নতুন করে সংস্কার শুরু করে PWD। কিন্তু গ্রামবাসীর অভিযোগ, একদম নিম্নমানের কাজ হচ্ছে । একদিনের মধ্যে পিচ উঠে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তা চওড়া করা হচ্ছে না।

এবিষয়ে স্থানীয় নজরুল ইসলাম জানান, “2018 সালের জানুয়ারি মাস থেকে রাস্তার কাজ শুরু হয়েছে । দু'বছর কেটে গেলেও তা সম্পূর্ণ হয়নি । মালিয়ান দিঘি এলাকায় রাস্তার যে কাজ হচ্ছে তা সম্পূর্ণ নিম্নমানের । নতুন করে পিচ রাস্তা তৈরির পরদিনই পিচ উঠে যাচ্ছে । এই রাস্তা বেশিদিন স্থায়ী হবে না । এই ঘটনায় আমরা একত্রিত হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি৷ আমরা চাই, রাস্তার কাজ ঠিকমতো হোক। "

গঙ্গারামপুর মহকুমার আধিকারিক মানবেন্দ্র দেবনাথ জানান, “আমার কাছে খবর এসেছে। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেব ।”


হরিরামপুর, 19 জুলাই : নিম্নমানের কাজের অভিযোগ তুলে পিচ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামবাসী । দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের মালিয়ান দিঘি এলাকার ঘটনা।

হরিরামপুর ব্লকের পাটন থেকে জোড়দিঘি পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে ৷ তাই ওই রাস্তার নতুন করে সংস্কার শুরু করে PWD। কিন্তু গ্রামবাসীর অভিযোগ, একদম নিম্নমানের কাজ হচ্ছে । একদিনের মধ্যে পিচ উঠে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তা চওড়া করা হচ্ছে না।

এবিষয়ে স্থানীয় নজরুল ইসলাম জানান, “2018 সালের জানুয়ারি মাস থেকে রাস্তার কাজ শুরু হয়েছে । দু'বছর কেটে গেলেও তা সম্পূর্ণ হয়নি । মালিয়ান দিঘি এলাকায় রাস্তার যে কাজ হচ্ছে তা সম্পূর্ণ নিম্নমানের । নতুন করে পিচ রাস্তা তৈরির পরদিনই পিচ উঠে যাচ্ছে । এই রাস্তা বেশিদিন স্থায়ী হবে না । এই ঘটনায় আমরা একত্রিত হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি৷ আমরা চাই, রাস্তার কাজ ঠিকমতো হোক। "

গঙ্গারামপুর মহকুমার আধিকারিক মানবেন্দ্র দেবনাথ জানান, “আমার কাছে খবর এসেছে। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেব ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.