বালুরঘাট, 6 এপ্রিল : লকডাউন উপেক্ষা করেই নানা এলাকায় পথে নামছেন মানুষজন। অযথা ঘুরে বেড়াচ্ছেন পাড়ার মোড়ে বা রাস্তাঘাটে। তাঁদের ঘরে ফেরাতে এবার অন্য ভূমিকায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । এবার আর লাঠিচার্জ নয় । মারণ ভাইরাসের ভয়াবহতা বুঝিয়ে সাধারণ মানুষকে বাড়ি ফেরাচ্ছে তারা ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সমস্ত পরিষেবা । অকারণে বাড়ির বাইরেও বেরনো যাচ্ছে না । কিন্তু লকডাউন অমান্য করেই অনেককে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের ছবিটাও একইরকম । এখানেও বালুরঘাট বাসস্ট্যান্ড সহ একাধিক এলাকায় অযথা ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। প্রথম দিকে সাধারণকে ঘরে ফেরাতে কড়া পদক্ষেপ করেছিল পুলিশ । একাধিক জায়গায় লাঠিচার্জও করে । এরপরই পুলিশের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন ওঠে । সোশাল মিডিয়ায় ভাইরাল হয় নানা ছবি।
কিন্তু বিগত কয়েকদিনে পুলিশ এক অন্য ভূমিকায়। কখনও বুঝিয়ে, কখনও সচেতনতার গান গেয়ে মানুষজনকে ঘরে থাকার বার্তা দিচ্ছে তারা ।
আজ বালুরঘাট সহ একাধিক জায়গায় নজরদারি চালান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সঙ্গে ছিলেন DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC গৌতম রায় সহ অন্যরা। তবে আজ পুলিশের হাতে ছিল না কোনও লাঠি। যাঁরা অকারণে রাস্তায় বেরিয়েছেন তাঁদের আজ পুলিশের তরফে বোঝানো হয় কোরোনা কতটা ভয়ঙ্কর। একটু ভুলের জন্য কত বড় ক্ষতি হতে পারে নিজের ও আপনজনদের। তাই অহেতুক রাস্তায় না বেরিয়ে ঘরে থেকে সুস্থ থাকার আবেদন জানায় পুলিশ কর্মীরা।
এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "সবসময় বল প্রয়োগ করে সবকিছু সম্ভব হয় না। তাই সাধারণ মানুষকে কোরোনা সম্পর্কে সচেতন করছি । যাঁরা অহেতুক বাইরে বেরিয়েছে তাঁদেরকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে । ঘরে থেকেই সুস্থ থাকার আবেদন করা হয়েছে।"