ETV Bharat / state

রেশনের দাবিতে জেলার ব্লক অফিসগুলিতে বিক্ষোভ সাধারণ মানুষের - agitation at Balurghat BDO office

লকডাউনের মধ্যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল , আটা সহ অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে । এদিকে জেলার অনেক মানুষের ডিজিটাল রেশন কার্ড হয়নি । এই সব মানুষকে BDO অফিস থেকে রেশন সংগ্রহের কথা বলা হয়েছিল । কিন্তু তা না পাওয়ায় আজ বালুরঘাট সহ জেলার বিভিন্ন BDO অফিসে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷

balurghat
বালুরঘাট
author img

By

Published : May 4, 2020, 10:12 PM IST

বালুরঘাট, 4 মে : রেশনের জন্য BDO অফিসে আসতে বলার পরও রেশনের চাল না পাওয়ার অভিযোগ উঠল । আর এই চাল না পেয়ে বালুরঘাট ব্লক অফিসে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ । পরে ঘটনাস্থানে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয় । শুধুমাত্র , বালুরঘাট নয় জেলার হিলি, কুমারগঞ্জ, বংশীহারী, হরিরামপুর সহ অন্যান্য BDO অফিসে রেশন না পাওয়ায় বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । আগামী 15 মে-র মধ্যেই সকলেই রেশন পাবেন বলে আশ্বস্ত করেছে জেলা খাদ্য বিভাগ ৷

প্রসঙ্গত , কোরোনা মোকাবিলায় সোমবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন । প্রায় দেড় মাস ধরে লকডাউন চলায় খেটে খাওয়া মানুষের রুজি রোজগার বন্ধ । এমন সময় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল , আটা সহ অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে । এদিকে জেলার অনেক মানুষের ডিজিটাল রেশন কার্ড হয়নি । এই সব মানুষকে BDO অফিস থেকে রেশন সংগ্রহের কথা বলা হয়েছিল । সেই মতো আজ রেশনের দাবিতে বালুরঘাট সহ কুমারগঞ্জ, হিলি, বংশীহারী, তপন, হরিরামপুর সহ বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ ভিড় জমায় । এদিকে রেশন না পাওয়ায় বিক্ষোভ ফেটে পড়ে সাধারণ মানুষ । আজ , জেলা খাদ্য বিভাগের সামনে প্রচুর মানুষ খাদ্য কুপনের জন্য অপেক্ষা করে । আবার বালুরঘাট BDO অফিসেও প্রায় 150 জনের মতো মানুষ জমা হয় ৷

সাধারণ মানুষের অভিযোগ , তারা লকডাউনের পর থেকে রেশনের পরিষেবা পাচ্ছে না । BDO ও পঞ্চায়েত অফিসগুলি থেকেও কোনও সদুত্তর দিচ্ছে না । এনিয়ে আজ হরিরামপুর BDO অফিস প্রাঙ্গণে পৌঁছে যান হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম । সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে ব্লক ফুড ইনস্পেক্টরের সঙ্গে কথা বলেন । গরিব মানুষদের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় , সেই অনুরোধ করেন তিনি ।

এবিষয়ে বালুরঘাট BDO অফিসে রেশনের দাবিতে আসা দীপক সূত্রধর জানান , রেশন কার্ডের জন্য যে ফর্ম পূরণ হয়েছে , সেই রসিদ নিয়ে তিনি ছয় মাস ধরে ঘুরছেন । বালুরঘাট BDO অফিসে বার বার এসেও রেশন কার্ড পাননি । সেই সঙ্গে তাঁর মায়ের রেশন কার্ডেও ভুল রয়েছে । সেটাও ঠিক হয়নি । সরকারি কর্মচারীরা ইচ্ছে করেই নানারকম ভুলভ্রান্তি করেছে । তার ভোগান্তি পোহাচ্ছে গরিব মানুষেরা ।

হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন , "এই কোরোনা সংকটের সময় সব মানুষ যাতে রেশন পায় , সরকারকে সেই ব্যবস্থা করতে হবে । আমি বিভিন্ন এলাকায় এবং এই অফিস প্রাঙ্গণে মানুষের সঙ্গে কথা বলে যে সমস্যাগুলি বুঝলাম , সেই গুলি ফুড ইনস্পেক্টরকে বললাম । যদি এতে সমস্যার সমাধান না হয় , তাহলে DM এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব ।"

বালুরঘাট ব্লকের BDO অনুজ শিকদার বলেন , "কী কারণে কোথায় বিক্ষোভ হয়েছে জানি না । আমরা সাধারণ মানুষের কাছে খাদ্য কুপন পৌঁছে দিচ্ছি । প্রচুর খাদ্য মজুত রয়েছে ৷ কেউ অনাহারে মরবে না । অনেকেই আসছে ৷ যখন শুনছেন খাদ্য কুপন বাড়িতে দিয়ে আসা হবে, তখন তারা শান্ত মনে বাড়ি ফিরে যাচ্ছে । অনেকেই খাদ্য কুপনের জন্য আশা করে আছে । দু'এক দিনের মধ্যে খাদ্য কুপন বাড়িতে পৌঁছে দেওয়া হবে ।"

অন্যদিকে , জেলা খাদ্য নিরামক জয়ন্ত রায় বলেন , "কিছু কিছু ক্ষেত্রে মানুষ দু'বার করে রেশন তুলতে আসছে । মানুষ বুঝতে পারছে না । এছাড়াও কিছু মানুষের একাধিক রেশন কার্ড রয়েছে । সেই কার্ডগুলি সিস্টেম থেকে ডিলিট হয়ে গিয়েছে , তাই রেশন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে । আমরা সেই কার্ড গ্রাহকদের চিহ্নিত করে পুনরায় সংশোধনের ব্যবস্থা করছি । আশা করছি , 15 মে-র মধ্যে সবাইকে ওই কার্ডের মাধ্যমেই রেশন দিয়ে দেওয়া হবে । যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের সবাইকে রেশন দেওয়া হবে ৷ কেউ বঞ্চিত হবে না । "

বালুরঘাট, 4 মে : রেশনের জন্য BDO অফিসে আসতে বলার পরও রেশনের চাল না পাওয়ার অভিযোগ উঠল । আর এই চাল না পেয়ে বালুরঘাট ব্লক অফিসে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ । পরে ঘটনাস্থানে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয় । শুধুমাত্র , বালুরঘাট নয় জেলার হিলি, কুমারগঞ্জ, বংশীহারী, হরিরামপুর সহ অন্যান্য BDO অফিসে রেশন না পাওয়ায় বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । আগামী 15 মে-র মধ্যেই সকলেই রেশন পাবেন বলে আশ্বস্ত করেছে জেলা খাদ্য বিভাগ ৷

প্রসঙ্গত , কোরোনা মোকাবিলায় সোমবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন । প্রায় দেড় মাস ধরে লকডাউন চলায় খেটে খাওয়া মানুষের রুজি রোজগার বন্ধ । এমন সময় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল , আটা সহ অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে । এদিকে জেলার অনেক মানুষের ডিজিটাল রেশন কার্ড হয়নি । এই সব মানুষকে BDO অফিস থেকে রেশন সংগ্রহের কথা বলা হয়েছিল । সেই মতো আজ রেশনের দাবিতে বালুরঘাট সহ কুমারগঞ্জ, হিলি, বংশীহারী, তপন, হরিরামপুর সহ বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ ভিড় জমায় । এদিকে রেশন না পাওয়ায় বিক্ষোভ ফেটে পড়ে সাধারণ মানুষ । আজ , জেলা খাদ্য বিভাগের সামনে প্রচুর মানুষ খাদ্য কুপনের জন্য অপেক্ষা করে । আবার বালুরঘাট BDO অফিসেও প্রায় 150 জনের মতো মানুষ জমা হয় ৷

সাধারণ মানুষের অভিযোগ , তারা লকডাউনের পর থেকে রেশনের পরিষেবা পাচ্ছে না । BDO ও পঞ্চায়েত অফিসগুলি থেকেও কোনও সদুত্তর দিচ্ছে না । এনিয়ে আজ হরিরামপুর BDO অফিস প্রাঙ্গণে পৌঁছে যান হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম । সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে ব্লক ফুড ইনস্পেক্টরের সঙ্গে কথা বলেন । গরিব মানুষদের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় , সেই অনুরোধ করেন তিনি ।

এবিষয়ে বালুরঘাট BDO অফিসে রেশনের দাবিতে আসা দীপক সূত্রধর জানান , রেশন কার্ডের জন্য যে ফর্ম পূরণ হয়েছে , সেই রসিদ নিয়ে তিনি ছয় মাস ধরে ঘুরছেন । বালুরঘাট BDO অফিসে বার বার এসেও রেশন কার্ড পাননি । সেই সঙ্গে তাঁর মায়ের রেশন কার্ডেও ভুল রয়েছে । সেটাও ঠিক হয়নি । সরকারি কর্মচারীরা ইচ্ছে করেই নানারকম ভুলভ্রান্তি করেছে । তার ভোগান্তি পোহাচ্ছে গরিব মানুষেরা ।

হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন , "এই কোরোনা সংকটের সময় সব মানুষ যাতে রেশন পায় , সরকারকে সেই ব্যবস্থা করতে হবে । আমি বিভিন্ন এলাকায় এবং এই অফিস প্রাঙ্গণে মানুষের সঙ্গে কথা বলে যে সমস্যাগুলি বুঝলাম , সেই গুলি ফুড ইনস্পেক্টরকে বললাম । যদি এতে সমস্যার সমাধান না হয় , তাহলে DM এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব ।"

বালুরঘাট ব্লকের BDO অনুজ শিকদার বলেন , "কী কারণে কোথায় বিক্ষোভ হয়েছে জানি না । আমরা সাধারণ মানুষের কাছে খাদ্য কুপন পৌঁছে দিচ্ছি । প্রচুর খাদ্য মজুত রয়েছে ৷ কেউ অনাহারে মরবে না । অনেকেই আসছে ৷ যখন শুনছেন খাদ্য কুপন বাড়িতে দিয়ে আসা হবে, তখন তারা শান্ত মনে বাড়ি ফিরে যাচ্ছে । অনেকেই খাদ্য কুপনের জন্য আশা করে আছে । দু'এক দিনের মধ্যে খাদ্য কুপন বাড়িতে পৌঁছে দেওয়া হবে ।"

অন্যদিকে , জেলা খাদ্য নিরামক জয়ন্ত রায় বলেন , "কিছু কিছু ক্ষেত্রে মানুষ দু'বার করে রেশন তুলতে আসছে । মানুষ বুঝতে পারছে না । এছাড়াও কিছু মানুষের একাধিক রেশন কার্ড রয়েছে । সেই কার্ডগুলি সিস্টেম থেকে ডিলিট হয়ে গিয়েছে , তাই রেশন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে । আমরা সেই কার্ড গ্রাহকদের চিহ্নিত করে পুনরায় সংশোধনের ব্যবস্থা করছি । আশা করছি , 15 মে-র মধ্যে সবাইকে ওই কার্ডের মাধ্যমেই রেশন দিয়ে দেওয়া হবে । যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের সবাইকে রেশন দেওয়া হবে ৷ কেউ বঞ্চিত হবে না । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.