বালুরঘাট, 10 এপ্রিল : জেলা আধিকারিকদের অপসারণ চেয়ে এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের তথ্য প্রমাণ দিয়ে বালুরঘাট কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষকের কাছে লিখিত অভিযোগ জানালেন RSP-র রাজ্য তথা জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরি। পাশাপাশি বালুরঘাট লোকসভার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতেও সোচ্চার হয় বামেরা।
গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বাম ও BJP। বালুরঘাট কলেজে কিছু প্রশাসনিক আধিকারিকের মদতে তৃণমূল ও তার গুন্ডাবাহিনী ব্যাপক ছাপ্পা মারে বলেও তারা অভিযোগ করে। এবছর বালুরঘাট লোকসভার অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলার 1305 এবং উত্তর দিনাজপুরের ইটাহারের 225 টি মিলিয়ে মোট 1530 টি বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলে বাম ও BJP। সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করল বামেরা। ইতিমধ্যে বিগত পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছু ছাপ্পা ভোটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছে তারা।
বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনে বৈঠকে উপস্থিত নির্বাচনী পর্যবেক্ষকের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানায় তারা। প্রমাণ স্বরুপ গত পঞ্চায়েত ভোটে ছাপ্পা ভোটের ভিডিও ফুটেজ, স্টিল ছবি জমা করা হয় বালুরঘাট লোকসভার নির্বাচনী পর্যবেক্ষক সি মুনিয়ানাথনের কাছে। এবিষয়ে বাম নেতা তথা RSP-র জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরি বলেন, তারা এর আগেও জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন। এবার নির্বাচনী পর্যবেক্ষকের কাছে সেই দাবি জানিয়েছেন।