বালুরঘাট, ৩ মার্চ : দক্ষিণ দিনাজপুরে BJP-র বিজয় সংকল্প মিছিল আটকাল পুলিশ। লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় বালুরঘাটে BJP-র দলীয় কার্যালয়। পাশাপাশি গঙ্গারামপুরেও আটকে দেওয়া হয় মিছিল। আটক করা হয় ১২ জন BJP কর্মী ও সমর্থককে।
আজ বালুরঘাটের দলীয় কার্যালয় থেকে BJP-র বিজয় সংকল্প মিছিল বের করার কথা ছিল। অভিযোগ, পুলিশ মিছিল আটকানোর জন্য লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় দলীয় কার্যালয়। দক্ষিণ দিনাজপুরের BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকারের নেতৃত্বে কর্মী ও সমর্থকরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। সেইসময় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় জখম হন মহিলা সহ ১০ জনেরও অধিক BJP কর্মী ও সমর্থক। জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থানে রয়েছেন DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র। তিনি জেলা সভাপতি শুভেন্দু সরকারকে গ্রেপ্তার করার ঘোষণা করেছিলেন। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করায় পুলিশ আর তাঁকে গ্রেপ্তার করেনি। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে হিলি মোড়ে জেলা সভাপতির নেতৃত্বে অবরোধ শুরু করে BJP কর্মী ও সমর্থকরা।