বালুরঘাট, ৬ ফেব্রুয়ারি : "CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে।" গতকাল বালুরঘাটে সমাজবাদী পার্টির কর্মীসভায় পার্টির সর্বভারতীয় সহসভাপতি কিরণময় নন্দ এই মন্তব্য় করলেন। তিনি বলেন, "ভারতবর্ষে CBI, সুপ্রিম কোর্ট, রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের সুনাম খর্ব করতে চাইছে BJP। আর এই চারটি প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিতে চাইছে। আজকে CBI-কে BJP নিজের কব্জায় নিয়ে ফেলেছে। নির্বাচনের সময় তাদের একটাই কাজ হচ্ছে, যেখানে BJP বিরোধী শক্তিগুলো সংঘবদ্ধ হয়েছে সেইসব জায়গায় তারা CBI-কে কাজে লাগাচ্ছে।"
তিনি বলেন, "পশ্চিমবাংলায় ১৯ জানুয়ারি ব্রিগেডে সমস্ত BJP বিরোধী দলগুলো নিয়ে সমাবেশ হল তারপরই হঠাৎ CBI শাসকদলকে ভয় দেখানোর জন্য পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিল। ঠিক তেমনইভাবে বিহারে লালুপ্রসাদকে জেলে পাঠানো হয়েছে। তাঁর ছেলেকে CBI তদন্তের নামে নানাভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবকে CBI দিয়ে হেনস্থা করা হয়েছে।"
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধরনা প্রসঙ্গে তিনি বলেন, "যেখানে বিরোধীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেখানে CBI দিয়ে সেইসব দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে BJP। নির্বাচনী প্রচার স্তব্ধ করার চেষ্টা করছে। এমনই ঘটনা গত রবিবার হয়েছিল। মমতা ব্যানার্জির ধরনায় বসেছেন। আর মমতা ব্যানার্জিকে সমর্থন করতে আমরা সবাই সেখানে সামিল হয়েছিলাম। ভারতবর্ষের লোকতন্ত্র ও সংবিধানকে নষ্ট করার জন্য আগামী ২০১৯ নির্বাচনে BJP যেন আর ক্ষমতায় না আসে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়ব এবং BJP-কে ভারতবর্ষ থেকে হটাব।"