ETV Bharat / state

রাজনৈতিক উদ্দেশ্যে CBI-কে কাজে লাগানো হচ্ছে : কিরণময় নন্দ - balurghat

CBI কে নিয়ে সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ সভাপতি কিমৎময় নন্দ BJP কে কটাক্ষ করে মন্তব্য করেন।

kiranmoy nanda
author img

By

Published : Feb 6, 2019, 1:11 PM IST

বালুরঘাট, ৬ ফেব্রুয়ারি : "CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে।" গতকাল বালুরঘাটে সমাজবাদী পার্টির কর্মীসভায় পার্টির সর্বভারতীয় সহসভাপতি কিরণময় নন্দ এই মন্তব্য় করলেন। তিনি বলেন, "ভারতবর্ষে CBI, সুপ্রিম কোর্ট, রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের সুনাম খর্ব করতে চাইছে BJP। আর এই চারটি প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিতে চাইছে। আজকে CBI-কে BJP নিজের কব্জায় নিয়ে ফেলেছে। নির্বাচনের সময় তাদের একটাই কাজ হচ্ছে, যেখানে BJP বিরোধী শক্তিগুলো সংঘবদ্ধ হয়েছে সেইসব জায়গায় তারা CBI-কে কাজে লাগাচ্ছে।"

তিনি বলেন, "পশ্চিমবাংলায় ১৯ জানুয়ারি ব্রিগেডে সমস্ত BJP বিরোধী দলগুলো নিয়ে সমাবেশ হল তারপরই হঠাৎ CBI শাসকদলকে ভয় দেখানোর জন্য পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিল। ঠিক তেমনইভাবে বিহারে লালুপ্রসাদকে জেলে পাঠানো হয়েছে। তাঁর ছেলেকে CBI তদন্তের নামে নানাভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবকে CBI দিয়ে হেনস্থা করা হয়েছে।"

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধরনা প্রসঙ্গে তিনি বলেন, "যেখানে বিরোধীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেখানে CBI দিয়ে সেইসব দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে BJP। নির্বাচনী প্রচার স্তব্ধ করার চেষ্টা করছে। এমনই ঘটনা গত রবিবার হয়েছিল। মমতা ব্যানার্জির ধরনায় বসেছেন। আর মমতা ব্যানার্জিকে সমর্থন করতে আমরা সবাই সেখানে সামিল হয়েছিলাম। ভারতবর্ষের লোকতন্ত্র ও সংবিধানকে নষ্ট করার জন্য আগামী ২০১৯ নির্বাচনে BJP যেন আর ক্ষমতায় না আসে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়ব এবং BJP-কে ভারতবর্ষ থেকে হটাব।"

undefined

বালুরঘাট, ৬ ফেব্রুয়ারি : "CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে।" গতকাল বালুরঘাটে সমাজবাদী পার্টির কর্মীসভায় পার্টির সর্বভারতীয় সহসভাপতি কিরণময় নন্দ এই মন্তব্য় করলেন। তিনি বলেন, "ভারতবর্ষে CBI, সুপ্রিম কোর্ট, রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের সুনাম খর্ব করতে চাইছে BJP। আর এই চারটি প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিতে চাইছে। আজকে CBI-কে BJP নিজের কব্জায় নিয়ে ফেলেছে। নির্বাচনের সময় তাদের একটাই কাজ হচ্ছে, যেখানে BJP বিরোধী শক্তিগুলো সংঘবদ্ধ হয়েছে সেইসব জায়গায় তারা CBI-কে কাজে লাগাচ্ছে।"

তিনি বলেন, "পশ্চিমবাংলায় ১৯ জানুয়ারি ব্রিগেডে সমস্ত BJP বিরোধী দলগুলো নিয়ে সমাবেশ হল তারপরই হঠাৎ CBI শাসকদলকে ভয় দেখানোর জন্য পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিল। ঠিক তেমনইভাবে বিহারে লালুপ্রসাদকে জেলে পাঠানো হয়েছে। তাঁর ছেলেকে CBI তদন্তের নামে নানাভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবকে CBI দিয়ে হেনস্থা করা হয়েছে।"

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধরনা প্রসঙ্গে তিনি বলেন, "যেখানে বিরোধীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেখানে CBI দিয়ে সেইসব দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে BJP। নির্বাচনী প্রচার স্তব্ধ করার চেষ্টা করছে। এমনই ঘটনা গত রবিবার হয়েছিল। মমতা ব্যানার্জির ধরনায় বসেছেন। আর মমতা ব্যানার্জিকে সমর্থন করতে আমরা সবাই সেখানে সামিল হয়েছিলাম। ভারতবর্ষের লোকতন্ত্র ও সংবিধানকে নষ্ট করার জন্য আগামী ২০১৯ নির্বাচনে BJP যেন আর ক্ষমতায় না আসে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়ব এবং BJP-কে ভারতবর্ষ থেকে হটাব।"

undefined
AP Video Delivery Log - 0100 GMT News
Wednesday, 6 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0057: US CA Snow AP Clients Only 4194617
Snow and ice blast western US cities
AP-APTN-0035: Venezuela Maduro AP Clients Only 4194616
Maduro asks why Trump 'obsessed' with Venezuela
AP-APTN-0022: Argentina Venezuela AP Clients Only 4194615
Argentines protest US response to Venezuela
AP-APTN-0007: US Foreign Ministers AP Clients Only 4194614
Colombia and Brazil FMs meet US officials
AP-APTN-2356: Venezuela Guaido AP Clients Only 4194613
Guaido: Maduro increasingly marginalized
AP-APTN-2336: Brazil Dam Collapse AP Clients Only 4194612
Potential health crisis from Brazil dam breach
AP-APTN-2320: Venezuela Diosdado Elections AP Clients Only 4194611
Cabello: elex should be held for National Assembly
AP-APTN-2312: US House Dem Women No Access USA 4194610
US Democrats women's group against inequality
AP-APTN-2305: US TX Measles AP Clients Only 4194608
Health officials confirm 5 measles cases in Texas
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.