বালুরঘাট, ১ এপ্রিল : পুরনো একটি মামলায় আজ বালুরঘাট জেলা আদালতে আজ হাজিরা দিতে এলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজ সকাল ১১ টা নাগাদ তিনি বালুরঘাট বিমানবন্দরে নামেন। সেখান থেকে তিনি জেলা আদালতে যান। কৈলাসের সঙ্গে ছিলেন বালুরঘাট কেন্দ্রের BJP প্রার্থী সুকান্ত মজুমদার, জেলা সভাপতি শুভেন্দু সরকার ও ডায়মন্ড হারবার কেন্দ্রের BJP প্রার্থী নিরঞ্জন রায়।
আজ কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার মনোনয়নপত্র জমা দেন।
২০১৮ সালের ৯ মে BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাটের কামারপাড়ায় প্রচারে এসেছিলেন। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ও প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। এরপরই পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে সুয়ো মোটো মামলা দায়ের করা হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে ২৯৫(ক), ১৫৩ ও ২৯৮ ধারায় মামলা রুজু করে। এর মধ্যে ২৯৫(ক) ধারাটি ধর্মীয় উস্কানিমূলক ধারা। যদিও BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অভিযোগ ভিত্তিহীন।
এবিষয়ে কৈলাসের আইনজীবী নীলাঞ্জনা রায় জানান, প্রায় এক বছর আগে কামারপাড়ার একটি জনসভা থেকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন বলে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। পুলিশের কাছে ঘটনার কোনও ভিডিয়ো ফুটেজও নেই। গত ১১ মার্চ আগাম জামিনের আবেদন করা হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। বিচারক নির্দেশ দেন, ২১ দিনের মধ্যে বালুরঘাট জেলা আদালতে আত্মসমর্পণ করতে হবে। তাই আজ বালুরঘাট জেলা আদালতে হাজিরা দেন তিনি।