ETV Bharat / state

তিন উপসর্গে আক্রান্ত বংশীহারীর ৫০, হাসপাতালে অপ্রতুল বেড - rashidpur

বংশীহারীর বাগদুয়ার, করখাসহ একাধিক ব্লকের ৩০ শিশুসহ প্রায় ৫০ জন ভরতি স্থানীয় রশিদপুর হাসপাতালে। উপসর্গ জ্বর, বমি, পেটে ব্যথা। উন্নত পরিকাঠামো নেই রশিদপুর হাসপাতালে তাই অনেক রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাদের গঙ্গারামপুর হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে।

হাসপাতালে মেঝেতে চলছে চিকিৎসা
author img

By

Published : Mar 17, 2019, 1:16 PM IST

তিন উপসর্গে আক্রান্ত বংশীহারীর ৫০, হাসপাতালে অপ্রতুল বেড

বংশীহারী, ১৭ মার্চ : জ্বর, বমি, পেটে ব্যথা। এই তিন উপসর্গ নিয়ে ৩০ শিশুসহ প্রায় ৫০ জন ভরতি স্থানীয় রশিদপুর হাসপাতালে। এই অবস্থায় হাসপাতালে বেড না পাওয়ায় মেঝেতে বিছানা করেই চলছে চিকিৎসা। তাদের ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাটি বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের। এলাকার বাগদুয়ার, করখাসহ একাধিক ব্লকের চিত্রটা এখন ঠিক এরকমই। উন্নত পরিকাঠামো নেই রশিদপুর হাসপাতালে তাই অনেক রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাদের গঙ্গারামপুর হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে।

গতকাল থেকে একে একে রোগী সংখ্যা বেড়েছে রশিদপুর হাসপাতালে। প্রত্যেকেরই প্রায় একই উপসর্গ। তবে হাসপাতালে নেই বেড। শিশুদের যাতে হাসপাতালে না আসতে হয় সেজন্য বিভিন্ন গ্রামে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতে কী। এরপরও হাসপাতালের মেঝেতে বিছানা করে আছে অনেকে। নেই স্ত্রী, পুরুষ ওয়ার্ডের বিভাজনও।

এবিষয়ে এক রোগীর আত্মীয় জানান, জ্বর, বমি, পেটের ব্যথা নিয়ে গত তিনদিন ধরে নাতি, নাতনি ভরতি হাসপাতালে। কিন্তু হাসপাতালে বেডের সংখ্যা না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এখন নিচে বিছানা করে রোগীকে নিয়ে আছেন তিনি।

তিন উপসর্গে আক্রান্ত বংশীহারীর ৫০, হাসপাতালে অপ্রতুল বেড

বংশীহারী, ১৭ মার্চ : জ্বর, বমি, পেটে ব্যথা। এই তিন উপসর্গ নিয়ে ৩০ শিশুসহ প্রায় ৫০ জন ভরতি স্থানীয় রশিদপুর হাসপাতালে। এই অবস্থায় হাসপাতালে বেড না পাওয়ায় মেঝেতে বিছানা করেই চলছে চিকিৎসা। তাদের ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাটি বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের। এলাকার বাগদুয়ার, করখাসহ একাধিক ব্লকের চিত্রটা এখন ঠিক এরকমই। উন্নত পরিকাঠামো নেই রশিদপুর হাসপাতালে তাই অনেক রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাদের গঙ্গারামপুর হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে।

গতকাল থেকে একে একে রোগী সংখ্যা বেড়েছে রশিদপুর হাসপাতালে। প্রত্যেকেরই প্রায় একই উপসর্গ। তবে হাসপাতালে নেই বেড। শিশুদের যাতে হাসপাতালে না আসতে হয় সেজন্য বিভিন্ন গ্রামে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতে কী। এরপরও হাসপাতালের মেঝেতে বিছানা করে আছে অনেকে। নেই স্ত্রী, পুরুষ ওয়ার্ডের বিভাজনও।

এবিষয়ে এক রোগীর আত্মীয় জানান, জ্বর, বমি, পেটের ব্যথা নিয়ে গত তিনদিন ধরে নাতি, নাতনি ভরতি হাসপাতালে। কিন্তু হাসপাতালে বেডের সংখ্যা না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এখন নিচে বিছানা করে রোগীকে নিয়ে আছেন তিনি।

Intro:বংশী হারি ব্লকের রশিদপুর হাসপাতালে জ্বর ,বমি নিয়ে ভর্তি প্রায় 50 জন ।।



বংশী হারি : ১৬ মার্চ :--বংশী হারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগ দুয়ার , করখা , সহ এই ব্লকের বেশিরভাগ শিশু , গত তিনদিন ধরে জ্বর , পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি রশিদপুর হাসপাতালে ।হাদপাতালের চিকিৎসকরা অনুমান করতে পারছে না ঠিক কি জন্য এই সমস্যা হচ্ছে ।
গত তিনদিনে হাপাতালে শিশু ভর্তি হয়েছে প্রায় 30 জনের মত । রশিদপুর হাসপাতালে বেডের সংখ্যা কম থাকলেও হাসপাতালে দেখা যাচ্ছে পুরুষ মহিলাদের ঘর ছাড়া নীচে শুয়ে আছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী সহ রুগীর আত্মীয় রা ।বংশী হারি ব্লকের এই হাসপাতালে চিকিৎসার উন্নতি পরিষেবা না থাকার কারণে রুগীর অবস্থা খারাপ হলে তাদের রেফার করে গঙ্গারামপুর হাসপাতালে । হাসপাতালে যেন বেশি শিশু না আসে সেই জন্য বিভিন্য গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানান হাদপাতালের এক চিকিৎসক ।

এই বিষয়ে রুগীর এক আত্মীয় জানায় গত তিনদিন ধরে তার নাতি ,নাতনিকে নিয়ে চিকিৎসা করতে আস্তে হয়েছে ।জ্বর ,বমি ,পেটের ব্যাথা নিয়ে রশিদপুর হাসপাতালে আছে ।কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা না থাকার জন্য বিভিন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।হাসপাতালে র বেডের সংখ্যা কম থাকায় রাস্তার মধ্যে অর্থাৎ নীচে বিছানা করে রোগীকে নিয়ে আছি ।



Body:বংশী হারি ব্লকের রশিদপুর হাসপাতালে জ্বর ,বমি নিয়ে ভর্তি প্রায় 50 জন ।।



বংশী হারি : ১৬ মার্চ :--বংশী হারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগ দুয়ার , করখা , সহ এই ব্লকের বেশিরভাগ শিশু , গত তিনদিন ধরে জ্বর , পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি রশিদপুর হাসপাতালে ।হাদপাতালের চিকিৎসকরা অনুমান করতে পারছে না ঠিক কি জন্য এই সমস্যা হচ্ছে ।
গত তিনদিনে হাপাতালে শিশু ভর্তি হয়েছে প্রায় 30 জনের মত । রশিদপুর হাসপাতালে বেডের সংখ্যা কম থাকলেও হাসপাতালে দেখা যাচ্ছে পুরুষ মহিলাদের ঘর ছাড়া নীচে শুয়ে আছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী সহ রুগীর আত্মীয় রা ।বংশী হারি ব্লকের এই হাসপাতালে চিকিৎসার উন্নতি পরিষেবা না থাকার কারণে রুগীর অবস্থা খারাপ হলে তাদের রেফার করে গঙ্গারামপুর হাসপাতালে । হাসপাতালে যেন বেশি শিশু না আসে সেই জন্য বিভিন্য গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানান হাদপাতালের এক চিকিৎসক ।

এই বিষয়ে রুগীর এক আত্মীয় জানায় গত তিনদিন ধরে তার নাতি ,নাতনিকে নিয়ে চিকিৎসা করতে আস্তে হয়েছে ।জ্বর ,বমি ,পেটের ব্যাথা নিয়ে রশিদপুর হাসপাতালে আছে ।কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা না থাকার জন্য বিভিন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।হাসপাতালে র বেডের সংখ্যা কম থাকায় রাস্তার মধ্যে অর্থাৎ নীচে বিছানা করে রোগীকে নিয়ে আছি ।



Conclusion:বংশী হারি ব্লকের রশিদপুর হাসপাতালে জ্বর ,বমি নিয়ে ভর্তি প্রায় 50 জন ।।



বংশী হারি : ১৬ মার্চ :--বংশী হারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগ দুয়ার , করখা , সহ এই ব্লকের বেশিরভাগ শিশু , গত তিনদিন ধরে জ্বর , পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি রশিদপুর হাসপাতালে ।হাদপাতালের চিকিৎসকরা অনুমান করতে পারছে না ঠিক কি জন্য এই সমস্যা হচ্ছে ।
গত তিনদিনে হাপাতালে শিশু ভর্তি হয়েছে প্রায় 30 জনের মত । রশিদপুর হাসপাতালে বেডের সংখ্যা কম থাকলেও হাসপাতালে দেখা যাচ্ছে পুরুষ মহিলাদের ঘর ছাড়া নীচে শুয়ে আছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী সহ রুগীর আত্মীয় রা ।বংশী হারি ব্লকের এই হাসপাতালে চিকিৎসার উন্নতি পরিষেবা না থাকার কারণে রুগীর অবস্থা খারাপ হলে তাদের রেফার করে গঙ্গারামপুর হাসপাতালে । হাসপাতালে যেন বেশি শিশু না আসে সেই জন্য বিভিন্য গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানান হাদপাতালের এক চিকিৎসক ।

এই বিষয়ে রুগীর এক আত্মীয় জানায় গত তিনদিন ধরে তার নাতি ,নাতনিকে নিয়ে চিকিৎসা করতে আস্তে হয়েছে ।জ্বর ,বমি ,পেটের ব্যাথা নিয়ে রশিদপুর হাসপাতালে আছে ।কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা না থাকার জন্য বিভিন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।হাসপাতালে র বেডের সংখ্যা কম থাকায় রাস্তার মধ্যে অর্থাৎ নীচে বিছানা করে রোগীকে নিয়ে আছি ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.