তিন উপসর্গে আক্রান্ত বংশীহারীর ৫০, হাসপাতালে অপ্রতুল বেড
বংশীহারী, ১৭ মার্চ : জ্বর, বমি, পেটে ব্যথা। এই তিন উপসর্গ নিয়ে ৩০ শিশুসহ প্রায় ৫০ জন ভরতি স্থানীয় রশিদপুর হাসপাতালে। এই অবস্থায় হাসপাতালে বেড না পাওয়ায় মেঝেতে বিছানা করেই চলছে চিকিৎসা। তাদের ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাটি বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের। এলাকার বাগদুয়ার, করখাসহ একাধিক ব্লকের চিত্রটা এখন ঠিক এরকমই। উন্নত পরিকাঠামো নেই রশিদপুর হাসপাতালে তাই অনেক রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাদের গঙ্গারামপুর হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে।
গতকাল থেকে একে একে রোগী সংখ্যা বেড়েছে রশিদপুর হাসপাতালে। প্রত্যেকেরই প্রায় একই উপসর্গ। তবে হাসপাতালে নেই বেড। শিশুদের যাতে হাসপাতালে না আসতে হয় সেজন্য বিভিন্ন গ্রামে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতে কী। এরপরও হাসপাতালের মেঝেতে বিছানা করে আছে অনেকে। নেই স্ত্রী, পুরুষ ওয়ার্ডের বিভাজনও।
এবিষয়ে এক রোগীর আত্মীয় জানান, জ্বর, বমি, পেটের ব্যথা নিয়ে গত তিনদিন ধরে নাতি, নাতনি ভরতি হাসপাতালে। কিন্তু হাসপাতালে বেডের সংখ্যা না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এখন নিচে বিছানা করে রোগীকে নিয়ে আছেন তিনি।