বালুরঘাট, 7 সেপ্টেম্বর : মৃত্যু হল মারধরে আহত প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর নিরাপত্তারক্ষীর । মৃত ওই পুলিশকর্মীর নাম সুবোধ বর্মণ(43) । বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় । গতকাল সন্ধেবেলায় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি স্কুল সংলগ্ন পুকুর পাড়ে গুরুতর জখম অবস্থায় সুবোধ বর্মণকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা । এরপর তাঁকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি করে স্থানীয়রা ।
জানা গেছে, সুবোধ বর্মণ পেশায় পুলিশকর্মী(হোমগার্ড)। তিনি প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্মরত ছিলেন । গতকাল সকালে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কাজে যোগ দিতে এসেছিলেন । দুপুর দুটোর পর তিনি বেরিয়েও যান । যদিও কাজ থেকে তিনি আর বাড়ি ফেরেননি । এদিকে গতকাল সন্ধ্যা বেলায় সুবোধবাবুর পরিবারের কাছে খবর আসে তিনি জখম অবস্থায় পড়ে রয়েছেন কালাইবাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা । যদিও ততক্ষণে সুবোধবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা । গতকাল থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন । অবশেষে আজ দুপুরে বালুঘাট বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পুলিশ কর্মী । এদিকে মৃতের পরিবারের অভিযোগ সুবোধবাবুকে খুন করা হয়েছে । স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সুবোধবাবু মাঝে মধ্যেই মদ্যপানের জন্য কালাইবাড়ি এলাকায় যেতেন । গতকালও কাজ শেষে মদ্যপানের জন্য ওই এলাকায় গিয়েছিলেন । গতকাল তিনি বেতনের টাকা নিয়ে বেরিয়েছিলেন । সদ্য মেয়ের বিয়ে দেওয়া পুরোহিতকে বকেয়া টাকা দেওয়ার কথা ছিল । সেই সব নিয়েই রঞ্জিতের বাড়ির দিকে আসছিল । অভিযোগ, ওই মদের আসরে মদ বিক্রেতা রঞ্জিত টুডু ওরফে বালুর সঙ্গে ঝামেলা বাধে । সেই সময় ওই পুলিশকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে মদ বিক্রেতা রঞ্জিত টুডুর বিরুদ্ধে । আজ দুপুরে ঘটনাস্থানে গেলে গা ঢাকা দিয়েছিল রঞ্জিত ও তাঁর পরিবার । যদিও পরে গোপন সূত্রে খবর পেয়ে তাকে ডাঙ্গি থেকে গ্রেপ্তার করে ।
এবিষয়ে মৃত পুলিশকর্মীর মেয়ে জয়া বর্মণ জানান, তাঁর বাবা প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্মরত ছিলেন । রোজকার মতো গতকাল সকালে কাজে এসেছিলেন । দু'টোর সময় কাজ শেষ হয়ে যায় । এরপর কাছ থেকে বেরোলেও তিনি আর বাড়ি ফেরেননি । পরে সন্ধ্যায় জানতে পারেন কালাইবাড়ি এলাকায় জখম অবস্থায় পড়ে আছেন তার বাবা । গায়ে ক্ষত চিহ্ন থাকায় তাদের অনুমান কেউ বা কারা মারধর করেছে । তবে কে মারধর করেছে আর কেনই বা তা তাঁদের জানা নেই । আজ বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয় । এই ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
এদিকে বিষয়টি জানতে পেরে আজ দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় যান পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র সহ অন্য পুলিশ আধিকারিকরা । পরে ঘটনায় মূল অভিযুক্ত রঞ্জিত টুডুকে আটক করে পুলিশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।