ETV Bharat / state

হিলি বন্দরে আজ থেকে চালু আমদানি-রপ্তানি, তবে বন্ধ যাত্রী পরিষেবা

৭৫ দিন পর শর্তসাপেক্ষে খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর ৷ বাংলাদেশের সঙ্গে শুরু হল আমদানি রপ্তানি।

hili
হিলি বন্দরে আজ থেকে চালু আমদানি-রপ্তানি
author img

By

Published : Jun 8, 2020, 4:00 PM IST

হিলি, ৮ জুন: দীর্ঘ ৭৫ দিন পর অবশেষে খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। আজ থেকে শর্তসাপেক্ষে চালু হল আন্তর্জাতিক আমদানি- রপ্তানি। সকাল ১০ টায় দু'দেশে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতিতে প্রথম পণ্যবাহী লরি হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যায়। তবে একদিনে ৪০ টি অত্যাবশকীয় পণ্য সামগ্রীর লরি বাংলাদেশে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে লোক যাতায়াতের ব্যবস্থা।

দক্ষিণ দিনাজপুর জেলার আন্তর্জাতিক স্থল বন্দর এই হিলি দিয়েই বাংলাদেশে পণ্যসামগ্রী আমদানি ও রপ্তানি হয়। মূলত পাথর, পেঁয়াজ, জিরা সহ অন্যান্য সামগ্রীর রপ্তানি বেশি হয়। প্রত্যেকদিন গড়ে ১৫০ - ২০০ লরি ভারত থেকে বাংলাদেশে পণ্য সামগ্রী নিয়ে যেত। প্রত্যেক দিন গড়ে ১৫ থেকে ২০ কোটির ব্যবসা হত। জেলার কমবেশি প্রায় ১০০ জন ব্যবসায়ী রয়েছেন যারা বাংলাদেশে পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানি কর্ থাকেন। যদিও ,এই সবই ছিল লকডাউনের আগের চিত্র ৷ ২৬ মার্চের পর থেকে হিলির চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল ৷ লকডাউন চলাকালীন হিলি স্থলবন্দর সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের দু'পাশে ৩০০টিরও বেশি লরি দাঁড়িয়ে ছিল। যারমধ্যে বেশির ভাগ লরিতে ছিল পণ্যসামগ্রী। পরিসংখ্যান বলছে , বিগত আড়াই মাস হিলি আন্তর্জাতিক স্থলবন্দর বন্ধ থাকায় প্রায় ১২০০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষতি নয়, ক্ষতি হয়েছে সরকারি রাজস্বেরও। সমগ্র ব্যবসা পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়াই এই কাজের সঙ্গে যুক্ত ৮-১০ কর্মী ব্যাপক ভাবে সমস্যায় পড়েছেন। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে হিলি আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানির ব্যবস্থা দ্রুত চালুর আবেদন জানিয়েছেন হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। তারা জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আড়াই মাস পর আজ খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। যদিও কিছু শর্ত সাপেক্ষে চালু হল এই বাণিজ্য ৷ তবে, আগের মত লরি রোজ চলাচল করবে না। শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য রপ্তানি হবে। এক্ষেত্রে দৈনিক ৪০ টির বেশি লরি যেতে পারবে না বাংলাদেশে। পাশাপাশি সরকারি নির্দেশ মেনে বাংলাদেশ থেকে আসা লরির চালক ও খালাসিদের ১৪ দিনের কোয়ারানটিনে থাকতে হতে পারে ৷ এছাড়াও বাংলাদেশে যাওয়ার আগে লরির চালক ও খালাসিদের করা হচ্ছে স্ক্রিনিংও ।

এই বিষয়ে হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত মজুমদার জানান," প্রায় ৭৫ দিন পর খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। সরকারি নির্দেশ মেনে আজ থেকে রপ্তানি শুরু হল। লরির চালক খালাসিদের মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও চালক খালাসিরা এলে তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে। আজ থেকে স্থল বন্দর খুললেও এখন শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য রপ্তানি হবে। মূলত পেঁয়াজ, আদা, জিরে এই সব পণ্য রপ্তানি করা হবে। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অবশেষে রপ্তানি শুরু হওয়ায় কিছুটা হলেও তাঁরা এখন আশার আলো দেখছেন।

অন্যদিকে সহমত বাংলাদেশের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারী গ্রুপের সহ সভাপতি মহঃ সাইনুর রেজ্জা সাইন ৷ তিনি জানান, "হিলি আন্তর্জাতিক স্থল বন্দর বন্ধ থাকায় তারা প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। দীর্ঘদিন পর আজ থেকে চালু হয়েছে দু'দেশের মধ্যে আন্তর্জাতিক ব্যবসা। দুই দেশের ব্যবসায়ীরা সরকারি নির্দেশ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চললে হিলি স্থল বন্দর চালু থাকবে বলে আশা করা হচ্ছে । পাশাপাশি বিষয়টি নিয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, "সরকারি যে নির্দেশ রয়েছে সেটা মেনে আমদানি রপ্তানি করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।"

অবশেষে বলা যেতে পারে , দীর্ঘ প্রতীক্ষার পর স্থলবন্দর খোলায় কিছুটা হলেও স্বস্তিতে দু'দেশের আন্তর্জাতিক ব্যবসায়ীরা।

হিলি, ৮ জুন: দীর্ঘ ৭৫ দিন পর অবশেষে খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। আজ থেকে শর্তসাপেক্ষে চালু হল আন্তর্জাতিক আমদানি- রপ্তানি। সকাল ১০ টায় দু'দেশে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতিতে প্রথম পণ্যবাহী লরি হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যায়। তবে একদিনে ৪০ টি অত্যাবশকীয় পণ্য সামগ্রীর লরি বাংলাদেশে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে লোক যাতায়াতের ব্যবস্থা।

দক্ষিণ দিনাজপুর জেলার আন্তর্জাতিক স্থল বন্দর এই হিলি দিয়েই বাংলাদেশে পণ্যসামগ্রী আমদানি ও রপ্তানি হয়। মূলত পাথর, পেঁয়াজ, জিরা সহ অন্যান্য সামগ্রীর রপ্তানি বেশি হয়। প্রত্যেকদিন গড়ে ১৫০ - ২০০ লরি ভারত থেকে বাংলাদেশে পণ্য সামগ্রী নিয়ে যেত। প্রত্যেক দিন গড়ে ১৫ থেকে ২০ কোটির ব্যবসা হত। জেলার কমবেশি প্রায় ১০০ জন ব্যবসায়ী রয়েছেন যারা বাংলাদেশে পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানি কর্ থাকেন। যদিও ,এই সবই ছিল লকডাউনের আগের চিত্র ৷ ২৬ মার্চের পর থেকে হিলির চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল ৷ লকডাউন চলাকালীন হিলি স্থলবন্দর সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের দু'পাশে ৩০০টিরও বেশি লরি দাঁড়িয়ে ছিল। যারমধ্যে বেশির ভাগ লরিতে ছিল পণ্যসামগ্রী। পরিসংখ্যান বলছে , বিগত আড়াই মাস হিলি আন্তর্জাতিক স্থলবন্দর বন্ধ থাকায় প্রায় ১২০০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষতি নয়, ক্ষতি হয়েছে সরকারি রাজস্বেরও। সমগ্র ব্যবসা পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়াই এই কাজের সঙ্গে যুক্ত ৮-১০ কর্মী ব্যাপক ভাবে সমস্যায় পড়েছেন। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে হিলি আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানির ব্যবস্থা দ্রুত চালুর আবেদন জানিয়েছেন হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। তারা জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আড়াই মাস পর আজ খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। যদিও কিছু শর্ত সাপেক্ষে চালু হল এই বাণিজ্য ৷ তবে, আগের মত লরি রোজ চলাচল করবে না। শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য রপ্তানি হবে। এক্ষেত্রে দৈনিক ৪০ টির বেশি লরি যেতে পারবে না বাংলাদেশে। পাশাপাশি সরকারি নির্দেশ মেনে বাংলাদেশ থেকে আসা লরির চালক ও খালাসিদের ১৪ দিনের কোয়ারানটিনে থাকতে হতে পারে ৷ এছাড়াও বাংলাদেশে যাওয়ার আগে লরির চালক ও খালাসিদের করা হচ্ছে স্ক্রিনিংও ।

এই বিষয়ে হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত মজুমদার জানান," প্রায় ৭৫ দিন পর খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। সরকারি নির্দেশ মেনে আজ থেকে রপ্তানি শুরু হল। লরির চালক খালাসিদের মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও চালক খালাসিরা এলে তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে। আজ থেকে স্থল বন্দর খুললেও এখন শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য রপ্তানি হবে। মূলত পেঁয়াজ, আদা, জিরে এই সব পণ্য রপ্তানি করা হবে। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অবশেষে রপ্তানি শুরু হওয়ায় কিছুটা হলেও তাঁরা এখন আশার আলো দেখছেন।

অন্যদিকে সহমত বাংলাদেশের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারী গ্রুপের সহ সভাপতি মহঃ সাইনুর রেজ্জা সাইন ৷ তিনি জানান, "হিলি আন্তর্জাতিক স্থল বন্দর বন্ধ থাকায় তারা প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। দীর্ঘদিন পর আজ থেকে চালু হয়েছে দু'দেশের মধ্যে আন্তর্জাতিক ব্যবসা। দুই দেশের ব্যবসায়ীরা সরকারি নির্দেশ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চললে হিলি স্থল বন্দর চালু থাকবে বলে আশা করা হচ্ছে । পাশাপাশি বিষয়টি নিয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, "সরকারি যে নির্দেশ রয়েছে সেটা মেনে আমদানি রপ্তানি করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।"

অবশেষে বলা যেতে পারে , দীর্ঘ প্রতীক্ষার পর স্থলবন্দর খোলায় কিছুটা হলেও স্বস্তিতে দু'দেশের আন্তর্জাতিক ব্যবসায়ীরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.