ETV Bharat / state

আসছেন মমতা, দ্রুত হাইড্রেন তৈরি শুরু বুনিয়াদপুরে - South Dinajpur

বিরোধী দলগুলির অভিযোগ, হাইড্রেন তৈরি করতে গিয়ে এলাকাবাসীর অপকারই হচ্ছে ৷ গাছ কেটে দূষণ বাড়ানো হচ্ছে ৷ ড্রেনের দু’পাশের মাটি ধসে যাওয়ায় জল যাচ্ছে না ৷

high drain made in south dinajpur before Mamata banerjee's meeting
চলছে ড্রেন তৈরির কাজ
author img

By

Published : Mar 1, 2020, 9:34 PM IST

Updated : Mar 1, 2020, 10:20 PM IST

বংশীহারী, ১ মার্চ : বুনিয়াদপুর পৌরসভার বয়স প্রায় তিন বছর হয়ে গেলেও এলাকায় কোনও হাইড্রেন তৈরি হয়নি । ফলে, সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসীকে । ৪ মার্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুর ফুটবল মাঠে রাজনৈতিক সভা করতে আসছেন । তাঁর আসার আগে তাই তড়িঘড়ি হাইড্রেন তৈরির কাজ শুরু করেছে বুনিয়াদপুর পৌরসভা। হাইড্রেনের জন্য মাটি খুঁড়লেও, ড্রেনের দু’ধারের মাটি ভেঙে পড়ছে । এনিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ তাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে পৌরসভা কাজ করছে ৷

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা গঠিত হয় 2017 সালে । তারপর থেকে স্থানীয়রা হাইড্রেনের দাবি জানালেও তাতে কর্ণপাত করেনি পৌরসভা ৷ ৪ মার্চ বুনিয়াদপুরে আসছেন তৃণমূল নেত্রী ৷ তাঁর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে ৷ এদিকে তৃণমূল নেত্রীর সভার আগে হঠাৎ হাইড্রেন তৈরির কাজ শুরু করে পৌরসভা ৷ কিন্তু, ড্রেন তৈরির কাজের শুরুতেই দু’পাশের মাটি ধসে পড়তে থাকে ৷

Mamata Banerjee's meeting in South Dinajpur
বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল

এবিষয়ে CPI(M)-এর জেলা কমিটির সদস্য সকিরুদ্দিন আহমেদ বলেন, ‘‘রাজ্যে এখন ধমকে-চমকে কাজ করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী আসার আগে চমক দেওয়ার জন্য হাইড্রেন তৈরি হচ্ছে ৷ এতদিন এলাকাবাসীর সমস্যার কথা ভাবেনি পৌরসভা ৷’’ BJP-র ব্লক সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে বুনিয়াদপুরবাসীর জন্য হাইড্রেনের ব্যবস্থা করতে অনুরোধ করে গেছি পৌরসভার চেয়ারম্যানকে ৷ কিন্তু, তিনি অনেক টালবাহানা করেছেন ৷ মুখ্যমন্ত্রী আসবেন বলে তাঁদের ঘুম ভেঙেছে ৷ তাই হাইড্রেন তৈরি হচ্ছে ৷ কিন্তু, এতে মানুষের অপকার বেশি হবে ৷ কারণ, ড্রেনের দু’পাশের মাটি ধসে যাচ্ছে ৷ পাকা হাইড্রেন তৈরি করলে মানুষের উপকার হবে ৷’’

মুখ্যমন্ত্রীর সভার আগে হাইড্রেন তৈরির কাজ শুরু বুনিয়াদপুর

বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ ৷ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আসবেন বলে হাইড্রেন তৈরি হচ্ছে না ৷ প্রায় দু’মাস আগে বৈঠক করে হাইড্রেন তৈরির পরিকল্পনা করা হয় ৷ বুনিয়াদপুরের মানুষের সুবিধার্থে জল নিকাশির জন্য হাইড্রেন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাছাড়া হাইড্রেন যে জায়গায় তৈরি হবে তার জমি নেওয়ার অনুমোদন প্রয়োজন ৷ তাই কাজ শুরু করেও বন্ধ রাখা হয়েছে ৷’’

বংশীহারী, ১ মার্চ : বুনিয়াদপুর পৌরসভার বয়স প্রায় তিন বছর হয়ে গেলেও এলাকায় কোনও হাইড্রেন তৈরি হয়নি । ফলে, সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসীকে । ৪ মার্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুর ফুটবল মাঠে রাজনৈতিক সভা করতে আসছেন । তাঁর আসার আগে তাই তড়িঘড়ি হাইড্রেন তৈরির কাজ শুরু করেছে বুনিয়াদপুর পৌরসভা। হাইড্রেনের জন্য মাটি খুঁড়লেও, ড্রেনের দু’ধারের মাটি ভেঙে পড়ছে । এনিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ তাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে পৌরসভা কাজ করছে ৷

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা গঠিত হয় 2017 সালে । তারপর থেকে স্থানীয়রা হাইড্রেনের দাবি জানালেও তাতে কর্ণপাত করেনি পৌরসভা ৷ ৪ মার্চ বুনিয়াদপুরে আসছেন তৃণমূল নেত্রী ৷ তাঁর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে ৷ এদিকে তৃণমূল নেত্রীর সভার আগে হঠাৎ হাইড্রেন তৈরির কাজ শুরু করে পৌরসভা ৷ কিন্তু, ড্রেন তৈরির কাজের শুরুতেই দু’পাশের মাটি ধসে পড়তে থাকে ৷

Mamata Banerjee's meeting in South Dinajpur
বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল

এবিষয়ে CPI(M)-এর জেলা কমিটির সদস্য সকিরুদ্দিন আহমেদ বলেন, ‘‘রাজ্যে এখন ধমকে-চমকে কাজ করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী আসার আগে চমক দেওয়ার জন্য হাইড্রেন তৈরি হচ্ছে ৷ এতদিন এলাকাবাসীর সমস্যার কথা ভাবেনি পৌরসভা ৷’’ BJP-র ব্লক সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে বুনিয়াদপুরবাসীর জন্য হাইড্রেনের ব্যবস্থা করতে অনুরোধ করে গেছি পৌরসভার চেয়ারম্যানকে ৷ কিন্তু, তিনি অনেক টালবাহানা করেছেন ৷ মুখ্যমন্ত্রী আসবেন বলে তাঁদের ঘুম ভেঙেছে ৷ তাই হাইড্রেন তৈরি হচ্ছে ৷ কিন্তু, এতে মানুষের অপকার বেশি হবে ৷ কারণ, ড্রেনের দু’পাশের মাটি ধসে যাচ্ছে ৷ পাকা হাইড্রেন তৈরি করলে মানুষের উপকার হবে ৷’’

মুখ্যমন্ত্রীর সভার আগে হাইড্রেন তৈরির কাজ শুরু বুনিয়াদপুর

বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ ৷ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আসবেন বলে হাইড্রেন তৈরি হচ্ছে না ৷ প্রায় দু’মাস আগে বৈঠক করে হাইড্রেন তৈরির পরিকল্পনা করা হয় ৷ বুনিয়াদপুরের মানুষের সুবিধার্থে জল নিকাশির জন্য হাইড্রেন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাছাড়া হাইড্রেন যে জায়গায় তৈরি হবে তার জমি নেওয়ার অনুমোদন প্রয়োজন ৷ তাই কাজ শুরু করেও বন্ধ রাখা হয়েছে ৷’’

Last Updated : Mar 1, 2020, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.