ETV Bharat / state

অস্থায়ী হোম গার্ডদের সার্টিফিকেট প্রদান করল গঙ্গারামপুর থানার পুলিশ - সার্টিফিকেট দিল গঙ্গারামপুর থানার পুলিশ

দুর্গা পুজার সময় বিভিন্ন পুজা মণ্ডপে নজরদারি চালিয়ে ছিল পুলিশ । আর এ কারণে অস্থায়ি ভাবে 50 জন হোম গার্ড নেওয়া হয় । আজ সেই হোমগার্ডদের গঙ্গারামপুর মহকুমার পক্ষ থেকে একটি করে সার্টিফিকেট দেওয়া হয় । এছাড়া দেওয়া হয় পারিশ্রমিকও ।

gangarampur police
অস্থায়ী হোম গার্ডদের সার্টিফিকেট
author img

By

Published : Nov 4, 2020, 10:41 PM IST


গঙ্গারামপুর, 4 নভেম্বর : গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকার 50 জন যুবক দুর্গাপুজাতে অস্থায়ীভাবে হোম গার্ডের ডিউটি করেছে। তাঁদেরকে গঙ্গারামপুর মহকুমার পক্ষ থেকে একটি করে সার্টিফিকেট দেওয়া হয় ।উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস, গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুর্ণেন্দু কুণ্ডু সহ আরও অন্যান্য পুলিশকর্মীরা ।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলায় প্রথম দুর্গাপুজার সময় বিভিন্ন পুজা মণ্ডপে নজরদারি চালানোর জন্য গঙ্গারামপুর থানার পক্ষ থেকে অস্থায়ীভাবে 50 জন হোম গার্ড নেওয়া হয় । কোরোনা ভাইরাসের কারণে বিভিন্ন পুজামণ্ডপে যেন ভিড় না হয় এবং দর্শনার্থীরা এক জায়গায় জমায়েত না হয় সেই কারণেই গঙ্গারামপুর মহকুমার পক্ষ থেকে এই ব্যবস্থা করা । এই অস্থায়ী 50 জন হোম গার্ডকে 10 দিনের জন্য নিয়োগ করেন গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু ।

গঙ্গারামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অস্থায়ীদের প্রতিদিন কাজের ফলে 548 টাকা করে দেওয়া হয় । মোট 50 জন হোম গার্ডকে থানার পক্ষ থেকে সার্টিফিকেট এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ব্যাঙ্কের পাস বইতে পরিশ্রমের মোট টাকা দিয়ে দেওয়া হয় ।এই সমস্ত অস্থায়ী হোম গার্ডের হাতে সার্টিফিকেট প্রদান করেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস ,সহ গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু সহ আরও অন্যান্য পুলিশকর্মীরা । গঙ্গারামপুর থানার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ায় খুশি গঙ্গারামপুরবাসী ।


গঙ্গারামপুর, 4 নভেম্বর : গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকার 50 জন যুবক দুর্গাপুজাতে অস্থায়ীভাবে হোম গার্ডের ডিউটি করেছে। তাঁদেরকে গঙ্গারামপুর মহকুমার পক্ষ থেকে একটি করে সার্টিফিকেট দেওয়া হয় ।উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস, গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুর্ণেন্দু কুণ্ডু সহ আরও অন্যান্য পুলিশকর্মীরা ।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলায় প্রথম দুর্গাপুজার সময় বিভিন্ন পুজা মণ্ডপে নজরদারি চালানোর জন্য গঙ্গারামপুর থানার পক্ষ থেকে অস্থায়ীভাবে 50 জন হোম গার্ড নেওয়া হয় । কোরোনা ভাইরাসের কারণে বিভিন্ন পুজামণ্ডপে যেন ভিড় না হয় এবং দর্শনার্থীরা এক জায়গায় জমায়েত না হয় সেই কারণেই গঙ্গারামপুর মহকুমার পক্ষ থেকে এই ব্যবস্থা করা । এই অস্থায়ী 50 জন হোম গার্ডকে 10 দিনের জন্য নিয়োগ করেন গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু ।

গঙ্গারামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অস্থায়ীদের প্রতিদিন কাজের ফলে 548 টাকা করে দেওয়া হয় । মোট 50 জন হোম গার্ডকে থানার পক্ষ থেকে সার্টিফিকেট এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ব্যাঙ্কের পাস বইতে পরিশ্রমের মোট টাকা দিয়ে দেওয়া হয় ।এই সমস্ত অস্থায়ী হোম গার্ডের হাতে সার্টিফিকেট প্রদান করেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস ,সহ গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু সহ আরও অন্যান্য পুলিশকর্মীরা । গঙ্গারামপুর থানার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ায় খুশি গঙ্গারামপুরবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.