ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ - Gangarampur police arrested

এক ধাবা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ ৷ ঘটনাটি গচিহার এলাকার লাইন ধাবার ৷ ধৃত দুই যুবকের নাম রিপন সরকার (32) ও রিন্টু সরকার (30) ৷ দু'জনেরই বাড়ি গঙ্গাপুর থানা এলাকায় ৷

অভিযুক্ত যুবক
author img

By

Published : Aug 29, 2019, 2:30 PM IST

গঙ্গারামপুর , 29 অগাস্ট : এক ধাবা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ ৷ ঘটনাটি গচিহার এলাকার লাইন ধাবার ৷ ধৃত দুই যুবকের নাম রিপন সরকার (32) ও রিন্টু সরকার (30) ৷ দু'জনেরই বাড়ি গঙ্গাপুর থানা এলাকায় ৷

ধাবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাতে মত্ত অবস্থায় ওই দুই যুবক ধাবায় এসে উপস্থিত হয় ৷ এরপরই পিস্তল বের করে তারা হোটেলে আসা ব্যক্তিদের ভয় দেখায় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামরপুর থানার পুলিশ৷ গ্রেপ্তার করা দু'জনকে ৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল ও নয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

এই বিষয়ে ধাবার মালিক মাধব ঘোষ জানান, "মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ তিন জন সশস্ত্র দুষ্কৃতী ধাবায় ঢোকে ৷ ধাবার ভিতরে থাকা ব্যক্তিদের পিস্তল দেখিয়ে টাকা লুট করার কথা বলে৷ আমি সেই সময় ধাবায় না থাকার জন্য ধাবার থেকে আমাকে ফোন করে সমস্ত ঘটনা জানানো হয়৷ পুলিশ এসে দু'জন দুষ্কৃতীদের ধরে ফেললেও একজন পালিয়ে যায় ৷

গঙ্গারামপুর থানার IC পুর্ণেন্দুকুমার কুন্ডু বলেন " গঙ্গারামপুর গচিহার ধাবা থেকে আমরা দু'জন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছি । আদালত তাদের দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে কী উদেশ্য ছিল তাদের জানার চেষ্টা চলছে । "

গঙ্গারামপুর , 29 অগাস্ট : এক ধাবা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ ৷ ঘটনাটি গচিহার এলাকার লাইন ধাবার ৷ ধৃত দুই যুবকের নাম রিপন সরকার (32) ও রিন্টু সরকার (30) ৷ দু'জনেরই বাড়ি গঙ্গাপুর থানা এলাকায় ৷

ধাবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাতে মত্ত অবস্থায় ওই দুই যুবক ধাবায় এসে উপস্থিত হয় ৷ এরপরই পিস্তল বের করে তারা হোটেলে আসা ব্যক্তিদের ভয় দেখায় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামরপুর থানার পুলিশ৷ গ্রেপ্তার করা দু'জনকে ৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল ও নয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

এই বিষয়ে ধাবার মালিক মাধব ঘোষ জানান, "মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ তিন জন সশস্ত্র দুষ্কৃতী ধাবায় ঢোকে ৷ ধাবার ভিতরে থাকা ব্যক্তিদের পিস্তল দেখিয়ে টাকা লুট করার কথা বলে৷ আমি সেই সময় ধাবায় না থাকার জন্য ধাবার থেকে আমাকে ফোন করে সমস্ত ঘটনা জানানো হয়৷ পুলিশ এসে দু'জন দুষ্কৃতীদের ধরে ফেললেও একজন পালিয়ে যায় ৷

গঙ্গারামপুর থানার IC পুর্ণেন্দুকুমার কুন্ডু বলেন " গঙ্গারামপুর গচিহার ধাবা থেকে আমরা দু'জন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছি । আদালত তাদের দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে কী উদেশ্য ছিল তাদের জানার চেষ্টা চলছে । "

Intro:আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ ।।

গঙ্গারামপুর ; ২৮ আগস্ট ;- মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার পুলিস গচিহার এলাকার লাইন হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিস সূত্রে জানাগিয়েছে ধৃত ব্যাক্তিদের নাম রিপন সরকার (৩২) ও রিন্টু সরকার (৩০) দুজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়।
স্থানীয় গচিহার লাইন হোটেল সূত্রে জানাগিয়েছে মঙ্গলবার বার রাতে ওই দুই ব্যাক্তি মদ্যপ অবস্থায় হোটেলে এসে এক অস্থির বাতাবরণ তৈরী করে। দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলে আশা ব্যাক্তিদের ভয় দেখতে থাকে। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস বাহিনী দুই যুবককে গ্রেপ্তার করে ।
গ্রেপ্তার হওয়া যুবকদের কাছ থেকে দুইটি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিস। ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিসি হেপাজতের নির্দেশ দিয়েছে।
এই বিষয়ে হোটেল মালিক মাধব ঘোষ জানান গতকাল রাত্রি ২.৩০ নাগাদ তিনজন সশস্ত্র দুষ্কৃতি ধাবায় ঢোকে এবং সবার সামনে পিস্তল দেখিয়ে টাকা লুট করে সাধারন লোকজন কে মারধোর দিবে বলে বলছিল , আমি সেই সময় ধাবায় না থাকার কারনে ধাবার থেকে আমাকে ফোন করে আমাই লোকজন নিয়ে যায় এবং দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশে খবর দিয় ,কিন্তু সেখান থেকে একজন পালিয়ে গেলেও অন্য দুজন সেখানে ধরা পরে যায়,এবং পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ধরে নিয়ে যায় ঐ দুজন কে অস্ত্র সহ । আমাই দুষ্কৃতীদের শাস্তি চাই ।
গঙ্গারামপুর থানার আইসি পুনেন্দু কুমার কুন্ডু বলেন গঙ্গারামপুর গচিহার হোটেল থেকে আমরা দুইজন ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছি। আদালত দুদিনের পুলিস হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে কি উদেশ্য ছিল তা জানার চেষ্টা চলছে ।
Body:আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ ।।Conclusion:আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.