গঙ্গারামপুর , 29 অগাস্ট : এক ধাবা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ ৷ ঘটনাটি গচিহার এলাকার লাইন ধাবার ৷ ধৃত দুই যুবকের নাম রিপন সরকার (32) ও রিন্টু সরকার (30) ৷ দু'জনেরই বাড়ি গঙ্গাপুর থানা এলাকায় ৷
ধাবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাতে মত্ত অবস্থায় ওই দুই যুবক ধাবায় এসে উপস্থিত হয় ৷ এরপরই পিস্তল বের করে তারা হোটেলে আসা ব্যক্তিদের ভয় দেখায় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামরপুর থানার পুলিশ৷ গ্রেপ্তার করা দু'জনকে ৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল ও নয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
এই বিষয়ে ধাবার মালিক মাধব ঘোষ জানান, "মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ তিন জন সশস্ত্র দুষ্কৃতী ধাবায় ঢোকে ৷ ধাবার ভিতরে থাকা ব্যক্তিদের পিস্তল দেখিয়ে টাকা লুট করার কথা বলে৷ আমি সেই সময় ধাবায় না থাকার জন্য ধাবার থেকে আমাকে ফোন করে সমস্ত ঘটনা জানানো হয়৷ পুলিশ এসে দু'জন দুষ্কৃতীদের ধরে ফেললেও একজন পালিয়ে যায় ৷
গঙ্গারামপুর থানার IC পুর্ণেন্দুকুমার কুন্ডু বলেন " গঙ্গারামপুর গচিহার ধাবা থেকে আমরা দু'জন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছি । আদালত তাদের দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে কী উদেশ্য ছিল তাদের জানার চেষ্টা চলছে । "