গঙ্গারামপুর, 2 সেপ্টেম্বর : বিদ্যুতের দাবিতে 512 নং জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ৷ 7-8 দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায় ৷ তাই গতকাল বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পশ্চিম জয়পুর এলাকার বাসিন্দারা । বহুবার বিদ্যুৎ দফতরে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় রাস্তায় নেমেছেন তাঁরা । এলাকার বাসিন্দাদের দাবি তাড়াতাড়ি তাদের এলাকায় বিদ্যুৎ চালু করতে হবে ৷ তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা ।
গরমে হাঁসফাঁস অবস্থা ৷ এই পরিস্থিতিতে গ্রামে বিদ্যুৎ না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিম জয়পুরের গ্রামবাসীরা । ক'দিন আগে ট্রান্সমিটার লাগানোর পরে 2 ঘণ্টা বিদ্যুৎ ছিল ৷ তারপর ফের বিদ্যুৎ চলে যায় ৷ সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায় । তাই গতকাল প্রায় 1 ঘণ্টা ধরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামের মহিলা-পুরুষ সকলে । দীর্ঘক্ষণ অবরোধ থাকায় ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।
এই প্রসঙ্গে বাসিন্দা রাজু দাস বলেন, "আমাদের গঙ্গারামপুর থানার জয়পুর এলাকায় প্রায় বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ আমরা বহুবার বিদ্যুৎ দফতরে জানিয়েছি ৷ তা সত্ত্বেও কোনও কাজ না হওয়ায় অবশেষে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ৷ আমরা চাই বিদ্যুৎ দফতর তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করুক ।"
রবি সাহা নামে আরেক বাসিন্দা বলেন, "7-8 দিন ধরে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই ৷ ট্রান্সফরমার বিকল থাকার কারণে এই অবস্থা ৷ আমরা বহুবার বিদ্যুৎ দফতরে জানিয়েছি ৷ কোনও কাজ না হওয়ায় শেষে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ৷"
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক কুমার দাস জানান, গঙ্গারামপুর থানার জয়পুর এলাকায় বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা ৷ গ্রামের লোকজন সেই কারণে পথ অবরোধ করেছিলেন ৷ তবে তারা গ্রামবাসীদের দাবি শুনেছেন ৷ তিনি আশ্বাস দিয়ে বলেন, "আমরা বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলব যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি ৷ সেই আশ্বাস দিয়েছি এবং তাঁরা পথ অবরোধ তুলে নেন ।"