গঙ্গারামপুর, 17 অক্টোবর : গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গঙ্গারামপুরের পুনর্ভবা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ-সহ 5 জনকে গ্রেফতার করল এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এদিন গঙ্গারামপুরের পুনর্ভবা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি 12 চাকার লরিকে আটক করা হয়। সেই গাড়ি থেকেই 15 হাজার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। আটক করা হয় আরও একটি চার-চাকার গাড়িকে ৷ এর পাশাপাশি 5 জনকে গ্রেফতারও করেছে এসটিএফ। জানা গিয়েছে, এই কাফ সিরাপের বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। ধৃত 5 জনকে এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ৷
আরও পড়ুন : Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং
জানা গিয়েছে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে আগে থেকেই খবর ছিল মালদা থেকে গঙ্গারামপুর হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে প্রায় 30 লক্ষ টাকার কাফ সিরাপ। সেই কারণে আগে থেকেই প্রস্তুতি নেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স ৷ উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ ৷ ধৃতদের নাম জানা না গেলেও, এসটিএফ সূত্রে জানা গিয়েছে 5 জনের মধ্যে এক জনের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার পূর্ব হালদার পাড়া এলাকায় ৷ বাকি চার জনের মধ্যে তিনজনের বাড়ি মালদার কালিয়াচকে এবং একজনের বাড়ি ঝাড়খণ্ডে। কিন্তু এবিষয়ে পুলিশ আধিকারিক ও এসটিএফ আধিকারিকেরা ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি।