ETV Bharat / state

ঘরে ঢুকেই মা দেখলেন মেয়ের দেহ ঝুলছে - south dinajpur

অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি বুনিয়াদপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের।

suicide
author img

By

Published : Mar 17, 2019, 7:15 PM IST

বুনিয়াদপুর, ১৭ মার্চ : অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি বুনিয়াদপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের। কিশোরীর নাম দেবীকা দাস (১৭)। এবছর সে বংশীহারী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

বুনিয়াদপুর-মালদা রাজ্য সড়কে দেবীকার মা অর্চনা দাসের দোকান। আজ দুপুরে অর্চনা বাড়ি এসে দেখেন মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া পাননি। এরপর পাশের ঘরের দরজা দিয়ে মেয়ের ঘরে ঢোকেন তিনি। ঘরে ঢুকে দেখেন মেয়ের দেহ ঝুলছে। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার দেবীকাকে মৃত বলে ঘোষণা করেন।

বংশীহারী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। ঠিক কী কারণে দেবীকা আত্মঘাতী হল তা নিয়ে ধন্ধে বাড়ির লোকজন। দেবীকার বউদি মল্লিকা দাস বলেন, " কীভাবে হল কিছুই জানি না। কিছু সমস্যা ছিল কিনা তা বলত না। স্বপ্নেও ভাবতে পারিনি এরকম করবে।"

বুনিয়াদপুর, ১৭ মার্চ : অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি বুনিয়াদপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের। কিশোরীর নাম দেবীকা দাস (১৭)। এবছর সে বংশীহারী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

বুনিয়াদপুর-মালদা রাজ্য সড়কে দেবীকার মা অর্চনা দাসের দোকান। আজ দুপুরে অর্চনা বাড়ি এসে দেখেন মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া পাননি। এরপর পাশের ঘরের দরজা দিয়ে মেয়ের ঘরে ঢোকেন তিনি। ঘরে ঢুকে দেখেন মেয়ের দেহ ঝুলছে। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার দেবীকাকে মৃত বলে ঘোষণা করেন।

বংশীহারী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। ঠিক কী কারণে দেবীকা আত্মঘাতী হল তা নিয়ে ধন্ধে বাড়ির লোকজন। দেবীকার বউদি মল্লিকা দাস বলেন, " কীভাবে হল কিছুই জানি না। কিছু সমস্যা ছিল কিনা তা বলত না। স্বপ্নেও ভাবতে পারিনি এরকম করবে।"

Intro:বংশী হারি ব্লকের রশিদপুর হাসপাতালে জ্বর ,বমি নিয়ে ভর্তি প্রায় 50 জন ।।



বংশী হারি : ১৬ মার্চ :--বংশী হারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগ দুয়ার , করখা , সহ এই ব্লকের বেশিরভাগ শিশু , গত তিনদিন ধরে জ্বর , পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি রশিদপুর হাসপাতালে ।হাদপাতালের চিকিৎসকরা অনুমান করতে পারছে না ঠিক কি জন্য এই সমস্যা হচ্ছে ।
গত তিনদিনে হাপাতালে শিশু ভর্তি হয়েছে প্রায় 30 জনের মত । রশিদপুর হাসপাতালে বেডের সংখ্যা কম থাকলেও হাসপাতালে দেখা যাচ্ছে পুরুষ মহিলাদের ঘর ছাড়া নীচে শুয়ে আছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী সহ রুগীর আত্মীয় রা ।বংশী হারি ব্লকের এই হাসপাতালে চিকিৎসার উন্নতি পরিষেবা না থাকার কারণে রুগীর অবস্থা খারাপ হলে তাদের রেফার করে গঙ্গারামপুর হাসপাতালে । হাসপাতালে যেন বেশি শিশু না আসে সেই জন্য বিভিন্য গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানান হাদপাতালের এক চিকিৎসক ।

এই বিষয়ে রুগীর এক আত্মীয় জানায় গত তিনদিন ধরে তার নাতি ,নাতনিকে নিয়ে চিকিৎসা করতে আস্তে হয়েছে ।জ্বর ,বমি ,পেটের ব্যাথা নিয়ে রশিদপুর হাসপাতালে আছে ।কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা না থাকার জন্য বিভিন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।হাসপাতালে র বেডের সংখ্যা কম থাকায় রাস্তার মধ্যে অর্থাৎ নীচে বিছানা করে রোগীকে নিয়ে আছি ।



Body:বংশী হারি ব্লকের রশিদপুর হাসপাতালে জ্বর ,বমি নিয়ে ভর্তি প্রায় 50 জন ।।



বংশী হারি : ১৬ মার্চ :--বংশী হারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগ দুয়ার , করখা , সহ এই ব্লকের বেশিরভাগ শিশু , গত তিনদিন ধরে জ্বর , পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি রশিদপুর হাসপাতালে ।হাদপাতালের চিকিৎসকরা অনুমান করতে পারছে না ঠিক কি জন্য এই সমস্যা হচ্ছে ।
গত তিনদিনে হাপাতালে শিশু ভর্তি হয়েছে প্রায় 30 জনের মত । রশিদপুর হাসপাতালে বেডের সংখ্যা কম থাকলেও হাসপাতালে দেখা যাচ্ছে পুরুষ মহিলাদের ঘর ছাড়া নীচে শুয়ে আছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী সহ রুগীর আত্মীয় রা ।বংশী হারি ব্লকের এই হাসপাতালে চিকিৎসার উন্নতি পরিষেবা না থাকার কারণে রুগীর অবস্থা খারাপ হলে তাদের রেফার করে গঙ্গারামপুর হাসপাতালে । হাসপাতালে যেন বেশি শিশু না আসে সেই জন্য বিভিন্য গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানান হাদপাতালের এক চিকিৎসক ।

এই বিষয়ে রুগীর এক আত্মীয় জানায় গত তিনদিন ধরে তার নাতি ,নাতনিকে নিয়ে চিকিৎসা করতে আস্তে হয়েছে ।জ্বর ,বমি ,পেটের ব্যাথা নিয়ে রশিদপুর হাসপাতালে আছে ।কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা না থাকার জন্য বিভিন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।হাসপাতালে র বেডের সংখ্যা কম থাকায় রাস্তার মধ্যে অর্থাৎ নীচে বিছানা করে রোগীকে নিয়ে আছি ।



Conclusion:বংশী হারি ব্লকের রশিদপুর হাসপাতালে জ্বর ,বমি নিয়ে ভর্তি প্রায় 50 জন ।।



বংশী হারি : ১৬ মার্চ :--বংশী হারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগ দুয়ার , করখা , সহ এই ব্লকের বেশিরভাগ শিশু , গত তিনদিন ধরে জ্বর , পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি রশিদপুর হাসপাতালে ।হাদপাতালের চিকিৎসকরা অনুমান করতে পারছে না ঠিক কি জন্য এই সমস্যা হচ্ছে ।
গত তিনদিনে হাপাতালে শিশু ভর্তি হয়েছে প্রায় 30 জনের মত । রশিদপুর হাসপাতালে বেডের সংখ্যা কম থাকলেও হাসপাতালে দেখা যাচ্ছে পুরুষ মহিলাদের ঘর ছাড়া নীচে শুয়ে আছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী সহ রুগীর আত্মীয় রা ।বংশী হারি ব্লকের এই হাসপাতালে চিকিৎসার উন্নতি পরিষেবা না থাকার কারণে রুগীর অবস্থা খারাপ হলে তাদের রেফার করে গঙ্গারামপুর হাসপাতালে । হাসপাতালে যেন বেশি শিশু না আসে সেই জন্য বিভিন্য গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানান হাদপাতালের এক চিকিৎসক ।

এই বিষয়ে রুগীর এক আত্মীয় জানায় গত তিনদিন ধরে তার নাতি ,নাতনিকে নিয়ে চিকিৎসা করতে আস্তে হয়েছে ।জ্বর ,বমি ,পেটের ব্যাথা নিয়ে রশিদপুর হাসপাতালে আছে ।কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা না থাকার জন্য বিভিন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।হাসপাতালে র বেডের সংখ্যা কম থাকায় রাস্তার মধ্যে অর্থাৎ নীচে বিছানা করে রোগীকে নিয়ে আছি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.