ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালে 8টি অ্যাম্বুলেন্স ভাঙচুর, বিপাকে যাত্রীরা

author img

By

Published : Aug 12, 2019, 6:03 PM IST

বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উলটো দিকে শিশুমঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকে একাধিক অ্যাম্বুলেন্স । গতরাতে আটটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় । আজ সকালে হাসপাতাল খুলতেই বিষয়টি নজরে আসে ৷

বালুরঘাট হাসপাতাল

বালুরঘাট, ১২ অগস্ট : বালুরঘাট হাসপাতালের 8টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করল দুষ্কৃতীরা ৷ এর জেরে রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করল অ্যাম্বুলেন্স চালকরা ৷ ঘটনার তদম্ত শুরু করেছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উলটো দিকে শিশুমঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকে একাধিক অ্যাম্বুলেন্স । এই অ্যাম্বুলেন্সগুলি মূলত হাসপাতাল থেকে বিনামূল্যে রোগীদের পরিষেবা দিয়ে থাকে । মাতৃযান হিসেবে বেশি ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সগুলিকে । গতরাতে এই অ্যাম্বুলেন্সগুলির মধ্যে আটটিতে ভাঙচুর করা হয় । আজ সকালে হাসপাতাল খুলতেই বিষয়টি নজরে পড়ে হাসপাতালে কর্তব্যরত কর্মীদের ৷

ambulance driver stoped there survice
অ্যাম্বুলেন্সে ভাঙচুর

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ ৷ তারা দোষীদের খোঁজে হাসপাতাল চত্বরের CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷

এবিষয়ে অ্যাম্বুলেন্স চালক সনৎ দত্ত বলেন, "গতরাতে সাত-আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুষ্কৃতীরা । সবগুলির জানালা, হেডলাইট ও সামনের কাচ ভেঙে দেওয়া হয় ।" এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি ৷

ambulance driver stoped there survice
ভাঙচুর করা অ্যাম্বুলেন্স

অন্যদিকে হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস ছুটিতে থাকায় এবিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি ৷ তবে, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় বলেন, "বিষয়টি আমি শুনেছি । তবে হাসপাতালে রোগী পরিষেবা বন্ধ করা কখনই উচিত নয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

বালুরঘাট, ১২ অগস্ট : বালুরঘাট হাসপাতালের 8টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করল দুষ্কৃতীরা ৷ এর জেরে রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করল অ্যাম্বুলেন্স চালকরা ৷ ঘটনার তদম্ত শুরু করেছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উলটো দিকে শিশুমঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকে একাধিক অ্যাম্বুলেন্স । এই অ্যাম্বুলেন্সগুলি মূলত হাসপাতাল থেকে বিনামূল্যে রোগীদের পরিষেবা দিয়ে থাকে । মাতৃযান হিসেবে বেশি ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সগুলিকে । গতরাতে এই অ্যাম্বুলেন্সগুলির মধ্যে আটটিতে ভাঙচুর করা হয় । আজ সকালে হাসপাতাল খুলতেই বিষয়টি নজরে পড়ে হাসপাতালে কর্তব্যরত কর্মীদের ৷

ambulance driver stoped there survice
অ্যাম্বুলেন্সে ভাঙচুর

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ ৷ তারা দোষীদের খোঁজে হাসপাতাল চত্বরের CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷

এবিষয়ে অ্যাম্বুলেন্স চালক সনৎ দত্ত বলেন, "গতরাতে সাত-আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুষ্কৃতীরা । সবগুলির জানালা, হেডলাইট ও সামনের কাচ ভেঙে দেওয়া হয় ।" এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি ৷

ambulance driver stoped there survice
ভাঙচুর করা অ্যাম্বুলেন্স

অন্যদিকে হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস ছুটিতে থাকায় এবিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি ৷ তবে, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় বলেন, "বিষয়টি আমি শুনেছি । তবে হাসপাতালে রোগী পরিষেবা বন্ধ করা কখনই উচিত নয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

Intro:রাতের অন্ধকারে হাসপাতাল ভেতরে থাকা একাধিক অ্যাম্বুলেন্স ভাঙচুর, রোগী পরিষেবা বন্ধ করলো চালকরা।।

বালুরঘাট, ১২ আগস্ট: রাতের অন্ধকারে বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উল্টো দিকে থাকা প্রায় আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করল দুষ্কৃতীরা। সোমবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপরই ক্ষুব্ধ অ্যাম্বুলেন্স চালকরা রোগী পরিষেবা বন্ধ করে দেয়। ভাঙচুরের ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভিতরে কি করে অ্যাম্বুলেন্স ভাঙচুর হল তা নিয়েও উঠছে প্রশ্ন? পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও রোগী পরিষেবা বন্ধ করা ঠিক হয়নি বলে হাসপাতালের এসিস্ট্যান্ট সুপার জানিয়েছেন। 

জানা গেছে, বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উল্টো দিকে শিশু মঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকে একাধিক অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স গুলো মূলত হাসপাতাল থেকে বিনামূল্যে বিভিন্ন রোগে পরিষেবা দিয়ে থাকে। মাতৃযান(গর্ভবতী মহিলাদের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা ও সদ্যোজাত বাচ্চাদের হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়) হিসেবে বেশি ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্স গুলি। অভিযোগ গতকাল রাতের অন্ধকারে হাসপাতালের ভেতরে ঢুকে শিশুমঙ্গলের সামনে থাকা প্রায় আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে অ্যাম্বুলেন্সের কাঁচ, হেড লাইট, জানালার কাঁচ ভাঙ্গা হয়। সোমবার সকালে আসার পরেই অ্যাম্বুলেন্স চালকদের বিষয়টি নজরে। এদিকে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর দেওয়া হয় বালুরঘাট থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতাল চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। গাড়ি ভাংচুরের ফুটেজ সিসিটিভিতে ধরা পরলও কে যুক্ত তা চিহ্নিত করা এখনো যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।

এবিষয়ে অ্যাম্বুলেন্স চালক সনত দত্ত জানান, রাতের অন্ধকারে তাদের সাত-আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুষ্কৃতীরা। সব গুলির জানালা,হেডলাইট ও সামনের কাচ ভেঙে দেয়া হয়। কে এই ঘটনা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খতিয়ে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এতগুলো অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে তাই তারা আজ রোগী পরিষেবা বন্ধ রেখেছেন। ভাঙচুর করা কাজই নিয়ে তো আর রোগী পরিষেবা দেওয়া আর সম্ভব নয়। অবিলম্বে অভিযুক্তদের না ধরলে তারা আগামী দিনে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন। 

অন্যদিকে হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস ছুটিতে থাকায় এবিষয়ে হাসপাতালে এসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে হাসপাতালে রোগী পরিষেবা বন্ধ করা কখনই উচিত নয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.