বালুরঘাট, 29 এপ্রিল : ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে। অথচ বাকি ট্রেন শানটিংয়ের কাজ । আর তাই নিয়ে রেলকর্মীদের মধ্য়ে বাধল বচসা। যার জেরে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বালুরঘাট স্টেশন থেকে রওনা দিল গৌড় লিঙ্ক ট্রেন।
প্রতিদিন শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেন আসে বালুরঘাটে। নিয়ম অনুযায়ী চালক ট্রেনটি সানটিং করে। তারপর বিকেল ৫ টা ৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে গৌড় লিঙ্ক ট্রেনটি রওনা দেয়। কিন্তু আজ শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি নির্দিষ্ট সময়ের অনেকটাই পরে বালুরঘাট স্টেশনে ঢোকে। সেইসময় ওই ট্রেনের চালকের ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ায় ট্রেন সানটিং করতে অস্বীকার করেন তিনি। আর এতেই সমস্যার সূত্রপাত। ট্রেন চালকের সঙ্গে কর্তৃপক্ষের বচসা শুরু হয়। অন্যদিকে গৌড় লিঙ্ক ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে না ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গৌড় লিঙ্ক ট্রেনের যাত্রী বিনোদ কামেত ও মঞ্জু দত্ত জানান, তাঁরা অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ট্রেন ছাড়ছে না। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে জানানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়া হবে। কিন্তু ট্রেন ছাড়ার লক্ষণ নেই।
শেষ পর্যন্ত মালদা থেকে অনুমতি আসার পর গৌড় লিঙ্ক ট্রেনের চালক শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের শানটিং করে। প্রায় দেড় ঘণ্টা পর বালুরঘাট স্টেশন থেকে রওনা দেয় গৌড় লিঙ্ক ট্রেন। মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তী বলেন, "এই সমস্যা তো আজকের নয়। ৩০ দিনেরই।"