ETV Bharat / state

ডিউটি আওয়ার শেষ, ট্রেন শানটিংয়ে অস্বীকার চালকের - বালুরঘাট

ডিউটি আওয়ার শেষ। তাই ট্রেন সানটিংয়ে অস্বীকার করল চালক। এর জেরে চালক ও কর্তৃপক্ষের মধ্য়ে বচসা বাধে।

স্টেশনে দাঁড়িয়ে গৌড় লিঙ্ক
author img

By

Published : Apr 29, 2019, 10:41 PM IST

বালুরঘাট, 29 এপ্রিল : ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে। অথচ বাকি ট্রেন শানটিংয়ের কাজ । আর তাই নিয়ে রেলকর্মীদের মধ্য়ে বাধল বচসা। যার জেরে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বালুরঘাট স্টেশন থেকে রওনা দিল গৌড় লিঙ্ক ট্রেন।

প্রতিদিন শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেন আসে বালুরঘাটে। নিয়ম অনুযায়ী চালক ট্রেনটি সানটিং করে। তারপর বিকেল ৫ টা ৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে গৌড় লিঙ্ক ট্রেনটি রওনা দেয়। কিন্তু আজ শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি নির্দিষ্ট সময়ের অনেকটাই পরে বালুরঘাট স্টেশনে ঢোকে। সেইসময় ওই ট্রেনের চালকের ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ায় ট্রেন সানটিং করতে অস্বীকার করেন তিনি। আর এতেই সমস্যার সূত্রপাত। ট্রেন চালকের সঙ্গে কর্তৃপক্ষের বচসা শুরু হয়। অন্যদিকে গৌড় লিঙ্ক ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে না ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গৌড় লিঙ্ক ট্রেনের যাত্রী বিনোদ কামেত ও মঞ্জু দত্ত জানান, তাঁরা অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ট্রেন ছাড়ছে না। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে জানানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়া হবে। কিন্তু ট্রেন ছাড়ার লক্ষণ নেই।

শুনুন মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তীর বক্তব্য

শেষ পর্যন্ত মালদা থেকে অনুমতি আসার পর গৌড় লিঙ্ক ট্রেনের চালক শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের শানটিং করে। প্রায় দেড় ঘণ্টা পর বালুরঘাট স্টেশন থেকে রওনা দেয় গৌড় লিঙ্ক ট্রেন। মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তী বলেন, "এই সমস্যা তো আজকের নয়। ৩০ দিনেরই।"

বালুরঘাট, 29 এপ্রিল : ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে। অথচ বাকি ট্রেন শানটিংয়ের কাজ । আর তাই নিয়ে রেলকর্মীদের মধ্য়ে বাধল বচসা। যার জেরে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বালুরঘাট স্টেশন থেকে রওনা দিল গৌড় লিঙ্ক ট্রেন।

প্রতিদিন শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেন আসে বালুরঘাটে। নিয়ম অনুযায়ী চালক ট্রেনটি সানটিং করে। তারপর বিকেল ৫ টা ৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে গৌড় লিঙ্ক ট্রেনটি রওনা দেয়। কিন্তু আজ শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি নির্দিষ্ট সময়ের অনেকটাই পরে বালুরঘাট স্টেশনে ঢোকে। সেইসময় ওই ট্রেনের চালকের ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ায় ট্রেন সানটিং করতে অস্বীকার করেন তিনি। আর এতেই সমস্যার সূত্রপাত। ট্রেন চালকের সঙ্গে কর্তৃপক্ষের বচসা শুরু হয়। অন্যদিকে গৌড় লিঙ্ক ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে না ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গৌড় লিঙ্ক ট্রেনের যাত্রী বিনোদ কামেত ও মঞ্জু দত্ত জানান, তাঁরা অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ট্রেন ছাড়ছে না। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে জানানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়া হবে। কিন্তু ট্রেন ছাড়ার লক্ষণ নেই।

শুনুন মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তীর বক্তব্য

শেষ পর্যন্ত মালদা থেকে অনুমতি আসার পর গৌড় লিঙ্ক ট্রেনের চালক শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের শানটিং করে। প্রায় দেড় ঘণ্টা পর বালুরঘাট স্টেশন থেকে রওনা দেয় গৌড় লিঙ্ক ট্রেন। মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তী বলেন, "এই সমস্যা তো আজকের নয়। ৩০ দিনেরই।"

Intro:কাজের সময় পেরিয়ে গেছে, ট্রেন সানটিং করবে না চালক; বিক্ষোভ বালুরঘাট স্টেশনে।।

বালুরঘাট, ২৯ এপ্রিল: ডিউটি আওয়ার শেষ। তাই আর বাড়তি কাজ হিসেবে ট্রেন সানটিং করবেন না রেল কর্মীরা। তাহলে কে করবে ট্রেন সানটিং? এনিয়ে রেল কর্মীদের মধ্যে বচসা। আর এই বচসার জেরে নির্দিষ্ট সময় থেকে প্রায় দেড় ঘণ্টা পর সোমবার বিকেলে বালুরঘাট স্টেশন থেকে ছাড়ল গৌড় লিংক ট্রেন। আরে এতেই ক্ষুদ্ধ যাত্রীরা বিক্ষোভ দেখাল স্টেশনে।

রোজ দিন বিকেল ৫ টা ৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে গৌড় লিংক ট্রেনটি ছাড়ে। শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেন আসার পরে গৌড় লিংক ট্রেনটি বালুঘাট থেকে ছাড়ে। এদিন শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি অনেকটাই দেরিতে বালুরঘাট স্টেশনে ঢোকে। আর ততক্ষণে শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের কর্মীদের কাজের নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। এর ফলে বালুরঘাট স্টেশনে দুই নাম্বার প্লাটফর্ম থেকে এক নম্বর প্লাটফর্মে ট্রেন সানটিং করবে না বলে তারা সাফ জানিয়ে দেয় বালুরঘাট স্টেশন ইনচার্জকে। এতেই রেল কর্মীদের মধ্যে বচসা বাধে। এদিকে নির্দিষ্ট সময় পার হয়ে গেল গৌড় লিংক ট্রেন না ছাড়ায় ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মধ্যে। একে তীব্র গরম তারপর ট্রেন সময়ে না ছাড়ায় বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। এরপর বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ঘন্টা দেড়েক পর ট্রেন ছাড়ে।

রেল সূত্রে আরও খবর, যে চালক ট্রেন নিয়ে আসবে তাকেই স্টেশনে ট্রেন সালনটিং করতে হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় আজ শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের চালক করা ট্রেন সানটিং করবে না বলে সাফ জানিয়ে দেয়। এতেই বিপত্তি দেখা দেয়।

এবিষয়ে রেলযাত্রি বিনোদ কামেত ও মঞ্জু দত্ত জানান, দীর্ঘক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ট্রেন ছাড়ছে না। পরে জানতে পারেন তারা রেল কর্মীদের মধ্যে বচসা। আর তার জেরেই ১ ঘন্টার উপর বসিয়ে আছেন স্টেশনে। ট্রেন সময় মতো না ছাড়ায় তাদের গন্তব্যস্থলে যেতে সমস্যা হবে। এ নিয়ে যাত্রীরা ক্ষোভ উগরে দেয় স্টেশনে।

কোন দিকে রেলের মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তী জানান, কাজের সময় শেষ হয়ে গেছে তাই ট্রেন সানটিং করবে না চালক। এ নিয়েই সমস্যা হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন সানটিং করা হয় ও ট্রেন ছাড়া হয়। এই সমস্যা এখানে ৩০ দিনই কম বেশি লেগেই থাকে।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.