ETV Bharat / state

২৪ ঘণ্টা ধরে জলশূন্য বালুরঘাট হাসপাতাল, বন্ধ ডায়ালিসিস বিভাগ

২৪ ঘণ্টা ধরে জলশূন্য বালুরঘাট জেলা সদর হাসপাতাল । ডায়ালিসিস থেকে অন্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিজনরা ।

বন্ধ জল পরিষেবা
author img

By

Published : Aug 12, 2019, 9:24 PM IST

বালুরঘাট, ১২ অগাস্ট : 24 ঘণ্টা ধরে জলশূন্য বালুরঘাট জেলা সদর হাসপাতাল । হাসপাতালের পুরোনো ভবনে জল সরবরাহ বন্ধ থাকার কারণে বন্ধ ডায়ালিসিসের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা । সমস্যায় রোগী ও তার পরিজনরা । পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্কার নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

গতকাল থেকে বালুরঘাট জেলা সদর হাসপাতালের পুরোনো ভবনে বন্ধ জল সরবরাহ । হাসপাতালের পাশপাশি জল বন্ধ স্বাস্থ্য কর্মীদের সরকারি আবাসনেও । পানীয় বা ব্যবহৃত জলের জন্য রোগীর আত্মীয়দের যেতে হচ্ছে বাইরে । পৌরসভার ট্যাঙ্কার বা দোকান থেকে কেনা জল খাওয়াতে হচ্ছে রোগীদের । প্রায় ২৪ ঘণ্টা ধরে হাসপাতালে জল না থাকলেও হুঁশ নেই PHE দপ্তরের । হাসপাতালে জল না থাকায় বন্ধ হয়ে রয়েছে ডায়ালিসিসের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা । শুধুমাত্র রোগী বা তার পরিজন নয় জল না থাকায় সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষও ।

জানা গেছে, বালুরঘাট হাসপাতালে পুরোনো ভবনসহ বিভিন্ন সরকারি আবাসনেও জল সরবরাহ করে থাকে PHE দপ্তর । হাসপাতাল ভবন চত্বরে PHE-র জলের ট্যাঙ্ক রয়েছে । সেখান থেকে হাসপাতালে জল সরবরাহ করা হয় । অভিযোগ, গতকাল দুপুর থেকে হঠাৎই হাসপাতালে জল পরিষেবা বন্ধ হয়ে যায় । বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত PHE দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন । হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে তা তাদের জানানো হয় । PHE দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে জল পরিষেবা স্বাভাবিক হবে । আশ্বাসের পরও রাতভর হাসপাতালে স্বাভাবিক হয়নি জল সরবরাহ । অবশেষে আজ বালুরঘাট পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্কার হাসপাতালে নিয়ে আসা হয় । সেই জল রোগীরা ব্যবহার করছেন ।

বালুরঘাট হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায়ের বক্তব্য

এবিষয়ে এক রোগীর আত্মীয় মৃত্যুঞ্জয় রহমান জানান, আজ রোগীকে হাসপাতালে ভরতি করেছেন । শুনলেন গতকাল থেকেই হাসপাতালে জল নেই । শৌচকর্ম থেকে খাওয়ার জল সবটাই বাইরে থেকে আনতে হচ্ছে । হাসপাতালে জল না থাকায় তাঁরা ব্যাপক সমস্যায় পড়েছেন । জল কিনে খাওয়ার মতো সামর্থ তাঁদের নেই । তাই পৌরসভার ট্যাঙ্কারের জলই খাওয়াচ্ছেন ।

বালুরঘাট হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় জানান, গতকাল থেকেই হাসপাতালে জল নেই । PHE দপ্তরকে বারংবার বলা হলেও জল সরবরাহ স্বাভাবিক হয়নি । প্রধান পাইপে সমস্যা থাকায় কাজ চলছে বলে জানান তিনি । আজও তার কাজ চলছে । হাসপাতালের পাশাপাশি তাদের থাকার কোয়ার্টার বা আবাসনেও জল সরবরাহ বন্ধ রয়েছে । পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্ক নিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে । জল না থাকায় হাসপাতালের ডায়ালিসিস বিভাগ বন্ধ রয়েছে বলে জানান তিনি । পুরো ঘটনায় PHE-র পক্ষ থেকে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি ।

বালুরঘাট, ১২ অগাস্ট : 24 ঘণ্টা ধরে জলশূন্য বালুরঘাট জেলা সদর হাসপাতাল । হাসপাতালের পুরোনো ভবনে জল সরবরাহ বন্ধ থাকার কারণে বন্ধ ডায়ালিসিসের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা । সমস্যায় রোগী ও তার পরিজনরা । পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্কার নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

গতকাল থেকে বালুরঘাট জেলা সদর হাসপাতালের পুরোনো ভবনে বন্ধ জল সরবরাহ । হাসপাতালের পাশপাশি জল বন্ধ স্বাস্থ্য কর্মীদের সরকারি আবাসনেও । পানীয় বা ব্যবহৃত জলের জন্য রোগীর আত্মীয়দের যেতে হচ্ছে বাইরে । পৌরসভার ট্যাঙ্কার বা দোকান থেকে কেনা জল খাওয়াতে হচ্ছে রোগীদের । প্রায় ২৪ ঘণ্টা ধরে হাসপাতালে জল না থাকলেও হুঁশ নেই PHE দপ্তরের । হাসপাতালে জল না থাকায় বন্ধ হয়ে রয়েছে ডায়ালিসিসের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা । শুধুমাত্র রোগী বা তার পরিজন নয় জল না থাকায় সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষও ।

জানা গেছে, বালুরঘাট হাসপাতালে পুরোনো ভবনসহ বিভিন্ন সরকারি আবাসনেও জল সরবরাহ করে থাকে PHE দপ্তর । হাসপাতাল ভবন চত্বরে PHE-র জলের ট্যাঙ্ক রয়েছে । সেখান থেকে হাসপাতালে জল সরবরাহ করা হয় । অভিযোগ, গতকাল দুপুর থেকে হঠাৎই হাসপাতালে জল পরিষেবা বন্ধ হয়ে যায় । বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত PHE দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন । হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে তা তাদের জানানো হয় । PHE দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে জল পরিষেবা স্বাভাবিক হবে । আশ্বাসের পরও রাতভর হাসপাতালে স্বাভাবিক হয়নি জল সরবরাহ । অবশেষে আজ বালুরঘাট পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্কার হাসপাতালে নিয়ে আসা হয় । সেই জল রোগীরা ব্যবহার করছেন ।

বালুরঘাট হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায়ের বক্তব্য

এবিষয়ে এক রোগীর আত্মীয় মৃত্যুঞ্জয় রহমান জানান, আজ রোগীকে হাসপাতালে ভরতি করেছেন । শুনলেন গতকাল থেকেই হাসপাতালে জল নেই । শৌচকর্ম থেকে খাওয়ার জল সবটাই বাইরে থেকে আনতে হচ্ছে । হাসপাতালে জল না থাকায় তাঁরা ব্যাপক সমস্যায় পড়েছেন । জল কিনে খাওয়ার মতো সামর্থ তাঁদের নেই । তাই পৌরসভার ট্যাঙ্কারের জলই খাওয়াচ্ছেন ।

বালুরঘাট হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় জানান, গতকাল থেকেই হাসপাতালে জল নেই । PHE দপ্তরকে বারংবার বলা হলেও জল সরবরাহ স্বাভাবিক হয়নি । প্রধান পাইপে সমস্যা থাকায় কাজ চলছে বলে জানান তিনি । আজও তার কাজ চলছে । হাসপাতালের পাশাপাশি তাদের থাকার কোয়ার্টার বা আবাসনেও জল সরবরাহ বন্ধ রয়েছে । পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্ক নিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে । জল না থাকায় হাসপাতালের ডায়ালিসিস বিভাগ বন্ধ রয়েছে বলে জানান তিনি । পুরো ঘটনায় PHE-র পক্ষ থেকে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি ।

Intro:২৪ ঘন্টা ধরে জল শুন্য বালুরঘাট হাসপাতাল, ডায়ালিসিস থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন রোগীও পরিজনরা।।

বালুরঘাট, ১২ আগস্ট: গতকাল অর্থাৎ রবিবার থেকে বালুরঘাট জেলা সদর হাসপাতালের পুরনো ভবনে বন্ধ জল সরবরাহ। হাসপাতালের পাশপাশি জল বন্ধ স্বাস্থ্য কর্মীদের সরকারি আবাসনেও। পানীয় বা ব্যবহৃত জলের জন্য রোগীর আত্মীয়দের যেতে হচ্ছে বাইরে। পৌরসভার ট্যাংকার বা কেনা জল খাওয়াত হচ্ছে রোগীদের। প্রায় ২৪ ঘন্টা ধরে হাসপাতালে জল না থাকলেও হুশ নেই পিএইচই দপ্তরের। হাসপাতালে জল না থাকায় বন্ধ হয়ে রয়েছে ডায়ালিসিসের মতো গুরুত্বপূর্ণ রোগী পরিষেবাও। শুধুমাত্র রোগী বা তার পরিজন নয় জল না থাকায় সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। 

জানা গেছে, বালুরঘাট হাসপাতালে পুরনো ভবন সহ বিভিন্ন সরকারি আবাসনেও জল সরবরাহ করে থাকে পিএইচই দপ্তর। হাসপাতাল ভবন চত্বরে পিএইচই-র জলের ট্যাংক রয়েছে। সেখান থেকে হাসপাতলে জল সরবরাহ করা হয়। অভিযোগ, গতকাল দুপুর থেকে হঠাৎই হাসপাতালে জল পরিষেবা বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পিএইচই দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে তা তাদের জানানো হয়। পিএইচই দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে জল পরিষেবা স্বাভাবিক হবে। আশ্বাসের পরও রাতভর হাসপাতালে স্বাভাবিক হয়নি জল সরবরাহ। অবশেষে আজ বালুরঘাট পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্কার হাসপাতালে নিয়ে আসা হয়। সেই জল হাসপাতাল রোগীরা ব্যবহার করছেন। 

এ বিষয়ে এক রোগীর আত্মীয় মৃত্যুঞ্জয় রহমান জানান, আজ রোগীকে হাসপাতালে ভর্তি করেছেন। শুনলেন গতকাল থেকেই হাসপাতালে জল নেই। শৌচকর্ম থেকে খাওয়ার জল সবটাই বাইরে থেকে আনতে হচ্ছে। হাসপাতালে জল না থাকায় তারা ব্যাপক সমস্যায় পড়েছেন। জল কিনে খাওয়ার মত সামর্থ্য তাদের নেই। তাই পৌরসভা ট্যাঙ্কারের জলই খাওয়াচ্ছেন। 

বালুঘাট হাসপাতালে এসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় জানান, গতকাল থেকেই হাসপাতলে জল নেই। পিএইচই দপ্তরকে বারংবার বলা হলেও জল সরবরাহ স্বাভাবিক হয়নি। প্রধান পাইপে সমস্যা থাকায় তার কাজ করছে বলে জানানো হয়েছে। আজও তার কাজ চলছে। হাসপাতালের পাশাপাশি তাদের থাকার কোয়ার্টার বা আবাসনেও জল সরবরাহ বন্ধ রয়েছে। পৌরসভা থেকে কয়েকটি জলের ট্যাঙ্ক নিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। জল না থাকায় হাসপাতালের ডায়ালিসিস বিভাগ বন্ধ হয়ে রয়েছে।

যদিও এবিষয়ে পিএইচই-র পক্ষ থেকে কেউ সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চায়নি।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.