ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালে ভরতি 9, নতুন করে ডেঙ্গির আতঙ্ক

author img

By

Published : Oct 24, 2019, 9:53 AM IST

ফের ডেঙ্গির প্রকোপ বাড়ল বালুরঘাট ও তপনে ৷ সোমবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ন'জন বালুরঘাট হাসপাতালে ভরতি হয়েছেন ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত ন'জন রোগী বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । রোগাক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

বালুরঘাট হাসপাতালে ভরতি ডেঙ্গিতে আক্রান্তরা

বালুরঘাট, 24 অক্টোবর : এই মাসে ফের ডেঙ্গির প্রকোপ বাড়ল বালুরঘাট ও তপনে ৷ সোমবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ন'জন বালুরঘাট হাসপাতালে ভরতি হয়েছেন ৷ এর আগে সুচিত্রা মহন্ত (45) নামে একজন মহিলা ডেঙ্গিতে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ৷

জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে বালুরঘাটের ভাটপাড়া অঞ্চলের ডাঙ্গি এলাকার বিউটি পাল ও গোপাল মণ্ডল, খিদিরপুরের দীপক দত্ত, চিঙ্গিশরপুরের সাত বছরের শিশু অপূর্ব মাহাতর রক্ত পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে । তাঁরা বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । শনিবার থেকে এলাকায় অজানা জ্বরের প্রকোপ দেখা যায় । তারপর থেকে প্রায় প্রত্যেক ঘরেই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে । গতকাল নতুন করে জ্বরে আক্রান্ত এক গৃহবধূ ও কয়েকজন বাসিন্দাকে বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে, তপনের ভারিলা এলাকার হিমানি বর্মণ, বালাপুরের সোনামনি হেমব্রম, সুজলা বর্মণ সহ ডেঙ্গিতে আক্রান্ত আরও দু'জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । ওই এলাকার পাহাড়পুর গ্রামেও ডেঙ্গি দেখা দিয়েছে ।

এবিষয়ে গোপাল মণ্ডলের বন্ধু সাধন বর্মণ জানান, তাঁদের গ্রামের দু'জন ডেঙ্গিতে হাসপাতালে ভরতি আছে । আবার কারও চিকিৎসা বাড়িতেই চলছে । এখনও স্বাস্থ্য কর্মীদের কোনও দেখা মেলেনি । ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত ন'জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । রোগাক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে । পুজোর আগে ডেঙ্গি নিয়ন্ত্রণ হলেও বৃষ্টির জল জমে থাকা এবং পুজোর পর নোংরা আবর্জনা ঠিক মতো সাফাই না হওয়ায় ফের ডেঙ্গি ঘুরে এসেছে । তবে আক্রান্তরা সকলেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন ৷"

বালুরঘাট, 24 অক্টোবর : এই মাসে ফের ডেঙ্গির প্রকোপ বাড়ল বালুরঘাট ও তপনে ৷ সোমবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ন'জন বালুরঘাট হাসপাতালে ভরতি হয়েছেন ৷ এর আগে সুচিত্রা মহন্ত (45) নামে একজন মহিলা ডেঙ্গিতে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ৷

জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে বালুরঘাটের ভাটপাড়া অঞ্চলের ডাঙ্গি এলাকার বিউটি পাল ও গোপাল মণ্ডল, খিদিরপুরের দীপক দত্ত, চিঙ্গিশরপুরের সাত বছরের শিশু অপূর্ব মাহাতর রক্ত পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে । তাঁরা বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । শনিবার থেকে এলাকায় অজানা জ্বরের প্রকোপ দেখা যায় । তারপর থেকে প্রায় প্রত্যেক ঘরেই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে । গতকাল নতুন করে জ্বরে আক্রান্ত এক গৃহবধূ ও কয়েকজন বাসিন্দাকে বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে, তপনের ভারিলা এলাকার হিমানি বর্মণ, বালাপুরের সোনামনি হেমব্রম, সুজলা বর্মণ সহ ডেঙ্গিতে আক্রান্ত আরও দু'জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । ওই এলাকার পাহাড়পুর গ্রামেও ডেঙ্গি দেখা দিয়েছে ।

এবিষয়ে গোপাল মণ্ডলের বন্ধু সাধন বর্মণ জানান, তাঁদের গ্রামের দু'জন ডেঙ্গিতে হাসপাতালে ভরতি আছে । আবার কারও চিকিৎসা বাড়িতেই চলছে । এখনও স্বাস্থ্য কর্মীদের কোনও দেখা মেলেনি । ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত ন'জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । রোগাক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে । পুজোর আগে ডেঙ্গি নিয়ন্ত্রণ হলেও বৃষ্টির জল জমে থাকা এবং পুজোর পর নোংরা আবর্জনা ঠিক মতো সাফাই না হওয়ায় ফের ডেঙ্গি ঘুরে এসেছে । তবে আক্রান্তরা সকলেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন ৷"

Intro:বালুরঘাট হাসপাতালে ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি ৯, নতুন করে আতঙ্ক এলাকায়।।

বালুরঘাট, ২১ অক্টোবর: পুজো পার হতেই ফের একবার ডেঙ্গির প্রকোপ বালুরঘাট ও তপনে। সোমবার ডেঙ্গিতে আক্রান্ত ৯ জন রোগী বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সুচিত্রা মহন্ত(৪৫) নামে ভারিলা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা ডেঙ্গিতে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এদিকে বালুরঘাট হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে একাধিক জন ভর্তি হয়েছে। যদিও সকলেই সুস্থ রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে বালুরঘাটের ভাটপাড়া অঞ্চলের ডাঙ্গি এলাকার বিউটি পাল ও গোপাল মণ্ডল খিদিরপুরের দীপক দত্ত, চিঙ্গিশরপুরের সাত বছরের শিশু অপূর্ব মাহাতোর রক্ত পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে। তারা বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকায় অজানা জ্বরের প্রকোপ প্রথম দেখা যায় গত শনিবার। এরপর প্রায় প্রত্যেক ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিন নতুন করে জ্বরে আক্রান্ত এক গৃহবধূ ও কয়েকজন বাসিন্দাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তপনের ভারিলা এলাকার হিমানি বর্মণ, বালাপুরের সোনামনি হেমব্রম, সুজলা বর্মণ সহ ডেঙ্গিতে আক্রান্ত আরও দু'জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকার পাহাড়পুর গ্রামেও ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বাসিন্দারের দাবি।

এবিষয়ে ডাঙ্গি গোপাল মণ্ডলের বন্ধু সাধন বর্মণ জানান, তাদের গ্রামের ২ জন ডেঙ্গিতে হাসপাতালে ভর্তি আছে। অনেকে হাসপাতালে ভর্তি আছেন। আবার কারও চিকিৎসা বাড়িতেই চলছে। এখনও স্বাস্থ্য কর্মীদের কোনো দেখা মেলেনি। ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।

অন্যদিকে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, এমুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত ৯ জন রোগী বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। রোগাক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজোর আগে ডেঙ্গি নিয়ন্ত্রণ হলেও বৃষ্টির জল জমে থাকা এবং পুজোর পর নোংরা আবর্জনা ঠিকমত সাফাই না হওয়ায় ফের ডেঙ্গি ঘুরে এসেছে। তবে আক্রান্তরা সকলেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করেন। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.