বালুরঘাট, 3 মে :করোনা আতঙ্কে এক ব্যক্তির মৃতদেহ হাসপাতাল থেকে নিতে অস্বীকার করলেন পরিবারের সদস্য়রা । ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে । মৃত ব্যক্তির নাম সুভাষ সরকার (৬০) । বাড়ি বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তা মহলা গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শ্বাসকষ্ট নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হন সুভাষ সরকার। এরপর আজ সকালে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও, তার স্ত্রীর করোনা পজিটিভ ৷ মৃত ব্যক্তি করোনা পজিটিভ হয়ে থাকতে পারেন, সেই আশঙ্কায় পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর দেহ নিতে অস্বীকার করেন। পরিবারের তরফে প্রশাসনিক উদ্যোগে তাঁর সৎকারের দাবি জানানো হয়।
আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে রাজভবনে মমতা
মৃত ব্যক্তির মেয়ে নন্দিতা সরকার ও জামাই সুদীপ্ত সরকার জানান, বাড়িতে তিনজন করোনা পজিটিভ ৷ আশঙ্কা সুভাষবাবুও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই মুহূর্তে দেহ নিয়ে গেলে গ্রামে সমস্যা হতে পারে। তাই সরকারি ভাবে যাতে তাঁর সৎকার করা হয় তার আবেদন করেছেন ।
বালুরঘাট জেলা হাসপাতালের সুপার পার্থসারথি মণ্ডল জানান, এবিষয়ে কেউ আবেদন জানায়নি ৷ তবে মৃত ব্যক্তি করোনা নেগেটিভ হলে স্বাভাবিক নিয়মেই সৎকার করতে হবে।