ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে ফের কোরোনায় মৃত 1, একদিনে আক্রান্ত 57

দক্ষিণ দিনাজপুরে ফের কোরোনায় মৃত 1, মোট মৃতের সংখ্যা 7 । একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে 57 জন ।

covid-positive-patient-died-in-south-dinajpur
covid-positive-patient-died-in-south-dinajpur
author img

By

Published : Jul 30, 2020, 7:00 PM IST

বালুরঘাট, 30 জুলাই : দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । এছাড়াও বৃহস্পতিবার নতুন করে 57 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1130 । 798 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফহোমে চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

জানা গেছে, গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন 57 জনের রিপোর্ট পজিটিভ এসেছে । এদের মধ্যে বালুরঘাটের 22 জন, গঙ্গারামপুরের 11 জন, কুশমন্ডি 9 জন, হিলি 6 জন; বংশীহারী, তপন ও হরিরামপুর থেকে 3 জন করে আক্রান্ত হয়েছে ।

আজকের আক্রান্তদের মধ্যে 10 জন উত্তরবঙ্গ পরিবহন সংস্থারকর্মী রয়েছেন । গতকাল কোরোনা আক্রান্ত হয়েছেন জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক ও RTO । বন্ধ করে দেওয়া হয়েছে দপ্তর ।

কুমারগঞ্জ ব্লকের ফকিরগঞ্জ এলাকার 1 ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । গতকাল ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে । জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি ঘটায় মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান । মৃতের বয়স 53 বছর । জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মোট 7 জনের মৃত্যু হয়েছে । যার মধ্যে 4 জন জেলাতেই মারা গেছেন এবং 3 জন জেলার বাইরে চিকিৎসা করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

নতুন আক্রান্তদের সেফহোম ও হোম আইসোলেশনে চিকিৎসার ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ । আজ বিকেলে জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে প্রেস বিজ্ঞপ্তি জারি করবেন ।

বালুরঘাট, 30 জুলাই : দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । এছাড়াও বৃহস্পতিবার নতুন করে 57 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1130 । 798 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফহোমে চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

জানা গেছে, গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন 57 জনের রিপোর্ট পজিটিভ এসেছে । এদের মধ্যে বালুরঘাটের 22 জন, গঙ্গারামপুরের 11 জন, কুশমন্ডি 9 জন, হিলি 6 জন; বংশীহারী, তপন ও হরিরামপুর থেকে 3 জন করে আক্রান্ত হয়েছে ।

আজকের আক্রান্তদের মধ্যে 10 জন উত্তরবঙ্গ পরিবহন সংস্থারকর্মী রয়েছেন । গতকাল কোরোনা আক্রান্ত হয়েছেন জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক ও RTO । বন্ধ করে দেওয়া হয়েছে দপ্তর ।

কুমারগঞ্জ ব্লকের ফকিরগঞ্জ এলাকার 1 ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । গতকাল ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে । জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি ঘটায় মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান । মৃতের বয়স 53 বছর । জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মোট 7 জনের মৃত্যু হয়েছে । যার মধ্যে 4 জন জেলাতেই মারা গেছেন এবং 3 জন জেলার বাইরে চিকিৎসা করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

নতুন আক্রান্তদের সেফহোম ও হোম আইসোলেশনে চিকিৎসার ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ । আজ বিকেলে জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে প্রেস বিজ্ঞপ্তি জারি করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.