ETV Bharat / state

লকডাউন, থমকে দক্ষিণ দিনাজপুরের ফুূটবল প্রশিক্ষণ - football training in South Dinajpur

এক বা দু'মাস নয় দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রয়েছে জেলার ফুটবল খেলা । দীর্ঘদিন ধরে ফুটবল খেলা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ফুটবল খেলোয়াররা । দীর্ঘদিন ধরে খেলা বন্ধ থাকায় বালুঘাট শহরের দিপালী নগর, টাউন ক্লাব ও বালুরঘাট স্টেডিয়ামে ঘাসে ভরে গেছে । মাঠই খেলার অনুপযোগী হয়ে রয়েছে ।

balurghat
balurghat
author img

By

Published : Sep 27, 2020, 2:29 PM IST

বালুরঘাট, 26 সেপ্টেম্বর : লকডাউনে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ রয়েছে খেলার অভ্যেস । বন্ধ রয়েছে ফুটবল খেলা ও কোচিং ক্যাম্প । দীর্ঘ সাত মাস ধরে সব থেকে বেশি সমস্যায় উদীয়মান খেলোয়াড়রা । খেলোয়াড়রাই শুধু নন, খেলার সঙ্গে যুক্ত অন্যান্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে কোরোনা । তবে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও ভার্চুয়ালি নানা ধরনের উপদেশ দেওয়া হচ্ছে । তবে রাজ্য ও কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক খেলা চালু করা হবে বলে জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী জানিয়েছেন ।

দক্ষিণ দিনাজপুরে বিশেষ করে গ্রীস্ম ও বর্ষাকালে ফুটবল খেলা হয়ে থাকে । বিভিন্ন গ্রামে ফুটবল খেলা হয় । ব্লক স্তর থেকে জেলার লিগ স্তরে খেলাও হয় । জেলা ক্রীড়া সংস্থার তরফে একাধিক ফুটবল খেলার আয়োজন করা হয় । জেলা জুড়ে প্রায় 15-20টি কোচিং ক্যাম্প রয়েছে । জেলায় 1200 থেকে 1400 ফুটবল খেলোয়াড় রয়েছে । বেশিরভাগই নির্দিষ্ট বয়স ক্যাটাগরিতে খেলেন । এছাড়াও জেলার বেশ কয়েকটি মহিলা ফুটবল টিমও রয়েছে । কোরোনা ও লকডাউনের জন্য ফুটবল খেলা পুরোপুরি বন্ধ হয়ে যায় ।

থমকে দক্ষিণ দিনাজপুরের ফুূটবল প্রশিক্ষণ

এক বা দু'মাস নয় দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রয়েছে জেলার ফুটবল খেলা । দীর্ঘদিন ধরে ফুটবল খেলা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ফুটবল খেলোয়াররা । দীর্ঘদিন ধরে খেলা বন্ধ থাকায় বালুঘাট শহরের দিপালী নগর, টাউন ক্লাব ও বালুরঘাট স্টেডিয়ামে ঘাসে ভরে গেছে । মাঠই খেলার অনুপযোগী হয়ে রয়েছে ।

এ'বিষয়ে বালুরঘাটের ফুটবলার মলয় কর্মকার জানান, উঠতি যে প্রতিভা রয়েছে তা অন্তত দু'বছরের জন্য পিছিয়ে গেল । পাশাপাশি তৃণমূল স্তরে জিপ প্রশিক্ষণ শিবির বন্ধ রয়েছে । ফুটবল খেলা নিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে সত্যিই চাপ রয়েছে । প্যানডেমিককে মেনে নিয়েই চলতে হচ্ছে । তবে এর ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদীয়মান থেকে পেশাগত ফুটবলার খেলোয়াড়রাও ।

দক্ষিণ দিনাজপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক জয়ব্রত দে বলেন, "জেলার ফুটবল এই মুহূর্তে একদম শূন্যে । জেলার বিভিন্ন ব্লকের ব্লকের কোচিং ক্যাম্প রয়েছে । এই খারাপ সময়ের জন্য সেই ক্যাম্পগুলি পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে । জেলার বহু মহিলা ফুটবল টিম রয়েছে । আমাদের জেলায় বর্তমানে মহিলা ফুটবল টিম অনেক ভালো ফল করছে । রাজ্য এবং ইস্টবেঙ্গল ক্লাব জেলারই মেয়ে প্রতিনিধিত্ব করছে । বর্তমান পরিস্থিতিতে অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন তাঁরা । ফুটবল খেলা যাঁদের প্রধান জীবিকা, তাঁরা খুবই সমস্যায় পড়েছেন । ফুটবল প্রশিক্ষকরাও সমস্যায় পড়েছেন । "

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী জানান, কোরোনা ও লকডাউনের জন্য সর্বত্রই ফুটবল খেলা বন্ধ রয়েছে । দীর্ঘ সাত মাস ধরে ফুটবল খেলা বন্ধ থাকায় এর প্রভাব খেলোয়াড় এবং এই পেশার সঙ্গে যুক্ত সকলের উপর পড়ছে । এই প্রভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় । অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে সবুজ সংকেত পেলেই ধাপে ধাপে ফুটবল খেলা শুরু হবে ।

বালুরঘাট, 26 সেপ্টেম্বর : লকডাউনে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ রয়েছে খেলার অভ্যেস । বন্ধ রয়েছে ফুটবল খেলা ও কোচিং ক্যাম্প । দীর্ঘ সাত মাস ধরে সব থেকে বেশি সমস্যায় উদীয়মান খেলোয়াড়রা । খেলোয়াড়রাই শুধু নন, খেলার সঙ্গে যুক্ত অন্যান্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে কোরোনা । তবে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও ভার্চুয়ালি নানা ধরনের উপদেশ দেওয়া হচ্ছে । তবে রাজ্য ও কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক খেলা চালু করা হবে বলে জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী জানিয়েছেন ।

দক্ষিণ দিনাজপুরে বিশেষ করে গ্রীস্ম ও বর্ষাকালে ফুটবল খেলা হয়ে থাকে । বিভিন্ন গ্রামে ফুটবল খেলা হয় । ব্লক স্তর থেকে জেলার লিগ স্তরে খেলাও হয় । জেলা ক্রীড়া সংস্থার তরফে একাধিক ফুটবল খেলার আয়োজন করা হয় । জেলা জুড়ে প্রায় 15-20টি কোচিং ক্যাম্প রয়েছে । জেলায় 1200 থেকে 1400 ফুটবল খেলোয়াড় রয়েছে । বেশিরভাগই নির্দিষ্ট বয়স ক্যাটাগরিতে খেলেন । এছাড়াও জেলার বেশ কয়েকটি মহিলা ফুটবল টিমও রয়েছে । কোরোনা ও লকডাউনের জন্য ফুটবল খেলা পুরোপুরি বন্ধ হয়ে যায় ।

থমকে দক্ষিণ দিনাজপুরের ফুূটবল প্রশিক্ষণ

এক বা দু'মাস নয় দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রয়েছে জেলার ফুটবল খেলা । দীর্ঘদিন ধরে ফুটবল খেলা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ফুটবল খেলোয়াররা । দীর্ঘদিন ধরে খেলা বন্ধ থাকায় বালুঘাট শহরের দিপালী নগর, টাউন ক্লাব ও বালুরঘাট স্টেডিয়ামে ঘাসে ভরে গেছে । মাঠই খেলার অনুপযোগী হয়ে রয়েছে ।

এ'বিষয়ে বালুরঘাটের ফুটবলার মলয় কর্মকার জানান, উঠতি যে প্রতিভা রয়েছে তা অন্তত দু'বছরের জন্য পিছিয়ে গেল । পাশাপাশি তৃণমূল স্তরে জিপ প্রশিক্ষণ শিবির বন্ধ রয়েছে । ফুটবল খেলা নিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে সত্যিই চাপ রয়েছে । প্যানডেমিককে মেনে নিয়েই চলতে হচ্ছে । তবে এর ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদীয়মান থেকে পেশাগত ফুটবলার খেলোয়াড়রাও ।

দক্ষিণ দিনাজপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক জয়ব্রত দে বলেন, "জেলার ফুটবল এই মুহূর্তে একদম শূন্যে । জেলার বিভিন্ন ব্লকের ব্লকের কোচিং ক্যাম্প রয়েছে । এই খারাপ সময়ের জন্য সেই ক্যাম্পগুলি পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে । জেলার বহু মহিলা ফুটবল টিম রয়েছে । আমাদের জেলায় বর্তমানে মহিলা ফুটবল টিম অনেক ভালো ফল করছে । রাজ্য এবং ইস্টবেঙ্গল ক্লাব জেলারই মেয়ে প্রতিনিধিত্ব করছে । বর্তমান পরিস্থিতিতে অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন তাঁরা । ফুটবল খেলা যাঁদের প্রধান জীবিকা, তাঁরা খুবই সমস্যায় পড়েছেন । ফুটবল প্রশিক্ষকরাও সমস্যায় পড়েছেন । "

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী জানান, কোরোনা ও লকডাউনের জন্য সর্বত্রই ফুটবল খেলা বন্ধ রয়েছে । দীর্ঘ সাত মাস ধরে ফুটবল খেলা বন্ধ থাকায় এর প্রভাব খেলোয়াড় এবং এই পেশার সঙ্গে যুক্ত সকলের উপর পড়ছে । এই প্রভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় । অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে সবুজ সংকেত পেলেই ধাপে ধাপে ফুটবল খেলা শুরু হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.