ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালে কোরোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক - কোরোনা ভাইরাস

বালুরঘাট হাসপাতালের কোরোনা আইসোলেশন ওয়ার্ডের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক
আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক
author img

By

Published : Mar 17, 2020, 5:38 PM IST

Updated : Mar 17, 2020, 6:13 PM IST

বালুরঘাট, 17 মার্চ : বালুরঘাট জেলা হাসপাতালে তৈরি করা হয়েছে কোরোনা আইসোলেশন ওয়ার্ড ৷ ওয়ার্ডের পরিকাঠামো কেমন, তা দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে গেলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

প্রসঙ্গত, কোরোনা রুখতে সব রকম ব্যবস্থা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যবিভাগ । কয়েকদিন আগেই জেলার দু'টি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । বালুরঘাট জেলা হাসপাতালে পাঁচটি বেড ও গঙ্গারামপুরে 10টি বেড খোলা হয়েছে । বালুরঘাট হাসপাতালের দু'টি ওয়ার্ডে মোট পাঁচটি আইসোলেশন বেড রয়েছে । গতকাল জেলার কোরোনা আতঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রী জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন । সেখানেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন । সেই নির্দেশ মতো আজ বালুরঘাট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ও অতিরিক্ত জেলা শাসক প্রণব কুমার ঘোষ ।

আগামী দিনে গঙ্গারামপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করবেন জেলা প্রশাসনিক আধিকারিকরা । এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, গতকাল মুখ্যমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সে নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ পেয়েই আজ বালুরঘাট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন তিনি । মূলত, আইসোলেশন ওয়ার্ডে পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, সব সামগ্রী রয়েছে কিনা সেই সবই খোঁজ নিলেন তিনি । পাশাপাশি তিনি আরও জানান, জেলাতে এখনও কোরোনা ভাইরাস আক্রান্তের খবর নেই ।

কোরোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক

অন্যদিকে, এবিষয়ে অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) প্রণব কুমার ঘোষ জানান, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । রাজ্য সরকার যে সব সর্তকতা অবলম্বন করতে বলেছে, তা গ্রহণ করা হয়েছে । এছাড়াও যারা বাইরে থেকে আসছে তাদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে ।

বালুরঘাট, 17 মার্চ : বালুরঘাট জেলা হাসপাতালে তৈরি করা হয়েছে কোরোনা আইসোলেশন ওয়ার্ড ৷ ওয়ার্ডের পরিকাঠামো কেমন, তা দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে গেলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

প্রসঙ্গত, কোরোনা রুখতে সব রকম ব্যবস্থা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যবিভাগ । কয়েকদিন আগেই জেলার দু'টি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । বালুরঘাট জেলা হাসপাতালে পাঁচটি বেড ও গঙ্গারামপুরে 10টি বেড খোলা হয়েছে । বালুরঘাট হাসপাতালের দু'টি ওয়ার্ডে মোট পাঁচটি আইসোলেশন বেড রয়েছে । গতকাল জেলার কোরোনা আতঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রী জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন । সেখানেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন । সেই নির্দেশ মতো আজ বালুরঘাট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ও অতিরিক্ত জেলা শাসক প্রণব কুমার ঘোষ ।

আগামী দিনে গঙ্গারামপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করবেন জেলা প্রশাসনিক আধিকারিকরা । এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, গতকাল মুখ্যমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সে নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ পেয়েই আজ বালুরঘাট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন তিনি । মূলত, আইসোলেশন ওয়ার্ডে পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, সব সামগ্রী রয়েছে কিনা সেই সবই খোঁজ নিলেন তিনি । পাশাপাশি তিনি আরও জানান, জেলাতে এখনও কোরোনা ভাইরাস আক্রান্তের খবর নেই ।

কোরোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক

অন্যদিকে, এবিষয়ে অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) প্রণব কুমার ঘোষ জানান, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । রাজ্য সরকার যে সব সর্তকতা অবলম্বন করতে বলেছে, তা গ্রহণ করা হয়েছে । এছাড়াও যারা বাইরে থেকে আসছে তাদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে ।

Last Updated : Mar 17, 2020, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.