বংশীহারি, 17 অগস্ট: স্বাধীনতা দিবস পেরিয়ে যাওয়ার পর তিনদিন ধরে টাঙানো ছিল তেরঙা পতাকা(Controversy of National Flag)৷ জাতীয় পতাকার অবমাননার এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রহিমপুর শিশু শিক্ষা কেন্দ্রে ৷
সোমবার ছিল 15 অগস্ট স্বাধীনতা দিবস ৷ সেই উপলক্ষে এই শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা পড়ুয়াদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন ৷ কিন্তু সূর্যাস্ত হয়ে গেলেও সেই পতাকা নামানো হয়নি ৷ এমনকি এভাবেই তিন দিন ধরে উড়েছে জাতীয় পতাকা(controversy rises as the national flag flied for 3 days after 15 august)৷ বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই তাঁরা সরব হন ৷ বুধবার বেলা 11টায় শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা এসে পতাকা নামাতে গেলে স্থানীয়রা বাধা দেন ৷ এরপর খবর দেওয়া হয় সংবাদ মাধ্যম ও স্থানীয় থানায় ৷ বেলা বারোটা নাগাদ পুলিশ-সহ বংশীহারি ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ ঘটনাস্থলে গিয়ে জাতীয় পতাকা নামিয়ে যথাযথ মর্যাদায় স্কুল সহায়িকাদের হাতে তুলে দেন ।
আরও পড়ুন : জাতীয় পতাকার অবমাননা, দোষীদের গ্রেফতারির দাবিতে আট ঘণ্টা ধরে অবরোধ রাজ্য সড়ক
ওই এলাকার এক গ্রামবাসী নীল কুমার শীল জানান, রহিমপুর শিশু শিক্ষা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের পর সূর্যাস্ত থেকে প্রায় 40 ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও বুধবার বেলা 11টা পর্যন্ত তা নামানোর কোনও উদ্যোগ নেয়নি শিশু শিক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : গর্বের জাতীয় পতাকার 'জন্ম' দেশের এই অখ্যাত গ্রামে