ETV Bharat / state

লক্ষ্য জয়, চাই AIIMS ; প্রচারে বালুরঘাটের কংগ্রেস প্রার্থী - aiims

প্রচারে শুরু করলেন বালুরঘাটের কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার। জয়ী হলে বালুরঘাটে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস দিলেন মানুষকে।

প্রচারে কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার
author img

By

Published : Mar 21, 2019, 12:32 PM IST

বালুরঘাট, 21 মার্চ : রায়গঞ্জে দীপা দাশমুন্সির পর AIIMS (অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস) ইশুতেই ভোটপ্রচার শুরু করল বালুরঘাট আসনের কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার। পাশাপাশি জয়ী হলে বালুরঘাটে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশ্বাস দেন তিনি। প্রচারে রেল ইশুকেও তুলে ধরেন মানুষের সামনে। প্রার্থী হওয়ার পর গতকাল বালুরঘাট জেলা কার্যালয়ে আসেন। কথা বলেন জেলা সভাপতি তপনকান্তি দেব সহ অন্য নেতৃত্বের সঙ্গে। এরপর দেওয়ালে নিজের নাম লিখে প্রচার শুরু করেন আবদুস।

এখনও জট কাটেনি বাম-কংগ্রেস জোটের। তার মধ্যেই কংগ্রেসের চারটি আসন বাদ দিয়ে 38 টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। তেমনই কংগ্রেসও প্রথম দফায় 11টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বালুরঘাট আসনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার আবদুস সাদেক সরকারকে। আবদুস 2014 সালে AUIDF থেকে ভোটে লড়াই করেন। ভোট পেয়েছিলেন 10,547। এবছর তিনি বালুরঘাট আসনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। সোমবার(18 মার্চ) প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েন তিনি। ছোটো ছোটো সভা করেই প্রচার সারছেন। প্রচারে দেওয়াল লিখনের উপরও জোর দিচ্ছেন।

এবিষয়ে কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার বলেন, "মানুষ আমাদের একশো শতাংশ সমর্থন করছেন। এখানে কিছু ভোটার বলছে তৃণমূল জিতবে না। কিছু ভোটার বলছে BJP জিতবে না। আর বামফ্রন্ট তো নিজেই বলেছে জিতবে না। তাহলে কংগ্রেস জিতবে। কারণ এখনও পর্যন্ত কংগ্রেস জিতবে না, সেটা কেউ বলেনি। তাই আমি আশাবাদী এখানে কংগ্রেসই জিতবে। আমি জয়ী হলে প্রথম কাজ হবে জেলার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা।"

বালুরঘাট, 21 মার্চ : রায়গঞ্জে দীপা দাশমুন্সির পর AIIMS (অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস) ইশুতেই ভোটপ্রচার শুরু করল বালুরঘাট আসনের কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার। পাশাপাশি জয়ী হলে বালুরঘাটে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশ্বাস দেন তিনি। প্রচারে রেল ইশুকেও তুলে ধরেন মানুষের সামনে। প্রার্থী হওয়ার পর গতকাল বালুরঘাট জেলা কার্যালয়ে আসেন। কথা বলেন জেলা সভাপতি তপনকান্তি দেব সহ অন্য নেতৃত্বের সঙ্গে। এরপর দেওয়ালে নিজের নাম লিখে প্রচার শুরু করেন আবদুস।

এখনও জট কাটেনি বাম-কংগ্রেস জোটের। তার মধ্যেই কংগ্রেসের চারটি আসন বাদ দিয়ে 38 টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। তেমনই কংগ্রেসও প্রথম দফায় 11টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বালুরঘাট আসনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার আবদুস সাদেক সরকারকে। আবদুস 2014 সালে AUIDF থেকে ভোটে লড়াই করেন। ভোট পেয়েছিলেন 10,547। এবছর তিনি বালুরঘাট আসনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। সোমবার(18 মার্চ) প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েন তিনি। ছোটো ছোটো সভা করেই প্রচার সারছেন। প্রচারে দেওয়াল লিখনের উপরও জোর দিচ্ছেন।

এবিষয়ে কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার বলেন, "মানুষ আমাদের একশো শতাংশ সমর্থন করছেন। এখানে কিছু ভোটার বলছে তৃণমূল জিতবে না। কিছু ভোটার বলছে BJP জিতবে না। আর বামফ্রন্ট তো নিজেই বলেছে জিতবে না। তাহলে কংগ্রেস জিতবে। কারণ এখনও পর্যন্ত কংগ্রেস জিতবে না, সেটা কেউ বলেনি। তাই আমি আশাবাদী এখানে কংগ্রেসই জিতবে। আমি জয়ী হলে প্রথম কাজ হবে জেলার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা।"

Intro:৩০ দফা দাবিতে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও বিক্ষোভ প্রতিবন্ধীদের।।

বালুরঘাট, ১৯ মার্চ: গ্রাম পঞ্চায়েত স্তরে উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিসংখ্যানগত রেজিষ্টার তৈরি, প্রতিবন্ধের সংশাপত্রের দাবি সহ মোট ৩০ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক প্রতিবন্ধী। পরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক দীপাপ প্রিয়া পি।  

এদিন বালুরঘাট আর্য্যসমিতি থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে আসনে সংগঠনের সদস্যরা। জেলা শাসক ভবনের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। এর পর জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোয়াতন ছিল ঘটনাস্থলে। ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে কয়েকজনের প্রতিনিধি জেলা শাসকের সঙ্গে দেখা করে নিজেদের দাবি দাওয়া সমূহ জেলা শাসকের হাতে তুলে দেন।

এবিষয়ে সংগঠনের সম্পাদক আসরাফুল চৌধুরী জানান, আজকে সব মিলে ৩০ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিবন্ধীদের ১০০ দিনের কাজে ৫ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে। প্রত্যেক পঞ্চায়েতে কত প্রতিবন্ধী আছে তার পরিসংখ্যান রেজিষ্টার আকারে রাখতে হবে। জব কার্ড দিতে হবে। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা।  


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.