ETV Bharat / state

লকডাউনের জেরে সমস্যায় তপন ব্লকের লঙ্কা চাষিরা

করোনা সংকটে সমস্যায় গোটা রাজ্য। দক্ষিণ দিনাজপুর জেলাও তার ব্যাতিক্রম নয় । দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লংকা চাষিরা নিত্যদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন । ফসল ফলিয়ে সঠিক দামে বিক্রি না হওয়ায় কপালে ভাঁজ পড়েছে তাঁদের । তাঁরা এখন সরকারি সাহায্যের কাছে দিকে তাকিয়ে ।

লকডাউন এর জেরে বাজারের সমস্যার সম্মুখীন তপন ব্লকের লঙ্কা চাষীরা
লকডাউন এর জেরে বাজারের সমস্যার সম্মুখীন তপন ব্লকের লঙ্কা চাষীরা
author img

By

Published : Jun 1, 2021, 5:58 PM IST

তপন, ১ জুন : করোনা অতিমারিতে নানা সমস্যার মুখে গোটা রাজ্য । দক্ষিণ দিনাজপুর জেলাও তার ব্যাতিক্রম নয় । দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লংকা চাষিরা নিত্যদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন । একেই বিরূপ আবহাওয়া তার ওপর লকডাউনের জেরে বাজার বন্ধ । কৃষকরা জমিতে ফসল ফলিয়েও বাজারের অভাবে দাম পাচ্ছেন না । ইতিমধ্যেই কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের চাষের ক্ষেত্রে সাহায্য করলেও লঙ্কা চাষ করার পর সেই লঙ্কার দাম না পাওয়ায় মাথায় হাত দক্ষিণ দিনাজপুরের লঙ্কা চাষিদের । এই জেলার তপন ব্লকের অধিকাংশ কৃষক লঙ্কা চাষ করেন । প্রতিবছর লঙ্কার দামও পাওয়া যায় ভালো । বাইরে থেকে মহাজনেরা এসে ৩০ থেকে ৪০ টাকা দরে লঙ্কা নিয়ে যায় । কিন্তু এবছর লকডাউন থাকায় সমস্যায় লঙ্কা চাষীরা, ১২ থেকে ১৪ টাকাতেও বিক্রি হচ্ছেনা লঙ্কা । চাষাবাদ করে মিলছে না ফসলের সঠিক দাম ।

লকডাউন এর জেরে বাজারের সমস্যার সম্মুখীন তপন ব্লকের লঙ্কা চাষীরা

আরও পড়ুন...ভারতে এলি লিলি-এর ওষুধ ব্যবহারে ছাড়পত্র

কৃষক অসীম হেমরম জানান, এলাকার অধিকাংশ কৃষক লঙ্কা চাষের উপর নির্ভরশীল। কিন্তু এ বছর লঙ্কা চাষ করতে গিয়ে যে শ্রম দান করেছেন সেই পরিশ্রমের টাকাই তাঁরা তুলতে পারছেন না । সেই কারণে তাঁরা সরকারি সাহায্যের কাছে হাত পাচ্ছেন ।

তপন, ১ জুন : করোনা অতিমারিতে নানা সমস্যার মুখে গোটা রাজ্য । দক্ষিণ দিনাজপুর জেলাও তার ব্যাতিক্রম নয় । দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লংকা চাষিরা নিত্যদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন । একেই বিরূপ আবহাওয়া তার ওপর লকডাউনের জেরে বাজার বন্ধ । কৃষকরা জমিতে ফসল ফলিয়েও বাজারের অভাবে দাম পাচ্ছেন না । ইতিমধ্যেই কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের চাষের ক্ষেত্রে সাহায্য করলেও লঙ্কা চাষ করার পর সেই লঙ্কার দাম না পাওয়ায় মাথায় হাত দক্ষিণ দিনাজপুরের লঙ্কা চাষিদের । এই জেলার তপন ব্লকের অধিকাংশ কৃষক লঙ্কা চাষ করেন । প্রতিবছর লঙ্কার দামও পাওয়া যায় ভালো । বাইরে থেকে মহাজনেরা এসে ৩০ থেকে ৪০ টাকা দরে লঙ্কা নিয়ে যায় । কিন্তু এবছর লকডাউন থাকায় সমস্যায় লঙ্কা চাষীরা, ১২ থেকে ১৪ টাকাতেও বিক্রি হচ্ছেনা লঙ্কা । চাষাবাদ করে মিলছে না ফসলের সঠিক দাম ।

লকডাউন এর জেরে বাজারের সমস্যার সম্মুখীন তপন ব্লকের লঙ্কা চাষীরা

আরও পড়ুন...ভারতে এলি লিলি-এর ওষুধ ব্যবহারে ছাড়পত্র

কৃষক অসীম হেমরম জানান, এলাকার অধিকাংশ কৃষক লঙ্কা চাষের উপর নির্ভরশীল। কিন্তু এ বছর লঙ্কা চাষ করতে গিয়ে যে শ্রম দান করেছেন সেই পরিশ্রমের টাকাই তাঁরা তুলতে পারছেন না । সেই কারণে তাঁরা সরকারি সাহায্যের কাছে হাত পাচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.