হরিরামপুর, 1 অক্টোবর : এ যেন সিনেমার শুটিংয়ের দৃশ্য ৷ পঞ্চায়েতের সালিশি সভায় চলল গুলি ৷ হরিরাম থানার বৈরাঠ্য গ্রাম পঞ্চায়েতের রায়নগর এলাকায় ব্যবসা সংক্রান্ত ঝামেলায় গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। এলাকার লোকজন গুলিবিদ্ধ কমল রাজবংশীকে রক্তাক্ত অবস্থায় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে থেকে তাঁকে গঙ্গারামপুর হাসপাতালে পাঠানো হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার আনিসুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
দুই ব্যবসায়ী কমল রাজবংশী ও নুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন থেকে ব্যবসা সংক্রান্ত ঝামেলা লেগেই থাকত ৷ যা মহকুমা আদালতে পৌঁছয় ৷ কিন্তু তাতেও কাজ না-হওয়ায় বৃহস্পতিবার রাতে সালিশি সভার ডেকেছিলেন এলাকার মোড়ল ৷ সালিশি সভায় পিস্তল নিয়ে ঢুকেছিল নুরুল ইসলাম বলে অভিযোগ ৷ সালিশি সভা চলাকালীন কমল ও নুরুলের মধ্যে বচসা হয় ৷ তারপরই কমল রাজবংশীকে গুলি করে পালিয়ে যায় নুরুল ইসলাম। ব্যবসায়ী কমল রাজবংশীর বুকে ও পিঠে গুলি লাগে । ঘটনার খবর পেয়ে ছুটে যায় হরিরামপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিকও । ঘটনার পরেই গা-ঢাকা দেয় নুরুল ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিরামপুর থানার পুলিশ ।
আরও পড়ুন : কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে ভাইরাল, যুবককে কান ধরে ওঠবোস
এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস বলেন, ‘‘হরিরামপুর থানার গ্রাম পঞ্চায়েতের রায়নগর এলাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে এলাকায় যাই। ততক্ষণে আসামি সেখান থেকে পালিয়ে যায় ৷ আমরা তার খোঁজ চালাচ্ছি ৷ আমরা জানতে পেরেছি, ব্যবসা সংক্রান্ত ঝামেলার জেরেই এই ঘটনা ৷ নুরুলের কাছে টাকা ধার নিয়েছিলেন কমল রাজবংশী ৷ কিছুদিন ধরেই তা শোধ দেব দেব করেও দেয়নি ৷ সালিশি সভা চলাকালীন বচসার মধ্যে কমলকে গুলি করে নুরুল ৷ ’’