তপন, 2 নভেম্বর : তপনে খাঁড়ি থেকে উদ্ধার করা হল সদ্যোজাত কন্যার মৃতদেহ । তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় তপন থানার পুলিশ । পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । সদ্যোজাতকে কে বা কারা ফেলে রেখে গেছে , তার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
আজ সকালে হঠাৎই তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম শশ্মান চত্বর এলাকায় খাঁড়ির জলে সদ্যোজাত কন্যার দেহ ভাসতে দেখে স্থানীয়রা । বিষয়টি নজরে আসতেই পুলিশে খবর দেওয়া হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কন্যা সন্তান প্রসব হওয়ার জন্য হয়ত কেউ শিশুটিকে ফেলে দিয়ে গেছে । এদিকে , রাতভর খাঁড়ির জলে থাকায় পোকার কামড়ে শিশুটির দেহে ক্ষত তৈরি হয়েছে ।
এই বিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানান , আজ সকালে হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকায় খাঁড়ি থেকে শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে । এনিয়ে এখনও পর্যন্ত তাঁরা কোনও অভিযোগ পাননি । অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন ।
তপনে খাঁড়ি থেকে সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার - new born baby body recovered at Tapan
আজ সকালে হঠাৎই তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম শশ্মান চত্বর এলাকায় খাঁড়ির জলে সদ্যোজাত কন্যার দেহ ভাসতে দেখে স্থানীয়রা । বিষয়টি নজরে আসতেই পুলিশে খবর দেওয়া হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কন্যা সন্তান প্রসব হওয়ার জন্য হয়ত কেউ শিশুটিকে ফেলে দিয়ে গেছে ।
তপন, 2 নভেম্বর : তপনে খাঁড়ি থেকে উদ্ধার করা হল সদ্যোজাত কন্যার মৃতদেহ । তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় তপন থানার পুলিশ । পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । সদ্যোজাতকে কে বা কারা ফেলে রেখে গেছে , তার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
আজ সকালে হঠাৎই তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম শশ্মান চত্বর এলাকায় খাঁড়ির জলে সদ্যোজাত কন্যার দেহ ভাসতে দেখে স্থানীয়রা । বিষয়টি নজরে আসতেই পুলিশে খবর দেওয়া হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কন্যা সন্তান প্রসব হওয়ার জন্য হয়ত কেউ শিশুটিকে ফেলে দিয়ে গেছে । এদিকে , রাতভর খাঁড়ির জলে থাকায় পোকার কামড়ে শিশুটির দেহে ক্ষত তৈরি হয়েছে ।
এই বিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানান , আজ সকালে হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকায় খাঁড়ি থেকে শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে । এনিয়ে এখনও পর্যন্ত তাঁরা কোনও অভিযোগ পাননি । অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন ।