ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার - হরিরামপুর

আজ সকালে বাড়ি থেকে উদ্ধার হয় পড়ুয়ার ঝুলন্ত দেহ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিরামপুর থানার পুলিশ ।

Harirampur
ছবি
author img

By

Published : Feb 22, 2020, 12:22 AM IST

হরিরামপুর, 21 ফেব্রুয়ারি : যেমনটা চেয়েছিল, সেরকম হয়নি পরীক্ষা । ভূগোল পরীক্ষা খারাপ হওয়ার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মাধ্যমিকের এক পরীক্ষার্থী । প্রাথমিকভাবে এমনই অনুমান করছে হরিরামপুর থানার পুলিশ । মৃত ওই পড়ুয়ার নাম তাজকিরা খাতুন (16) । বাড়ি হরিরামপুর থানার বেটনা এলাকায় ।

তাজকিরা খাতুন বেটনা রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী । বাবা এমাজউদ্দিন শেখ । তারা তিন বোন ও দুই ভাই । প্রতিবেশীরা জানিয়েছে, প্রথম থেকেই পড়াশোনায় ভালো তাজকিরা । গতকাল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল । সেই পরীক্ষায় ভালো উত্তর দিতে পারেনি সে । আর সেই থেকেই আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ ।

আজ সকালে বাড়ি থেকেই উদ্ধার হয় পড়ুয়ার ঝুলন্ত দেহ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিরামপুর থানার পুলিশ । পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

এবিষয়ে মৃত পড়ুয়ার কাকা মফিজুল শেখ বলেন, গতকাল পরীক্ষা দিয়ে ফিরে আসার পর থেকেই কেমন যেন একটু ভেঙে পড়েছিল তাজকিরা। রাতে খাওয়া দাওয়া করেনি। আজ সকালে উঠে তার মা উকলেমা বিবি ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোনও উত্তর না পেয়ে তাজকিরার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান উকলেমা।

হরিরামপুর, 21 ফেব্রুয়ারি : যেমনটা চেয়েছিল, সেরকম হয়নি পরীক্ষা । ভূগোল পরীক্ষা খারাপ হওয়ার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মাধ্যমিকের এক পরীক্ষার্থী । প্রাথমিকভাবে এমনই অনুমান করছে হরিরামপুর থানার পুলিশ । মৃত ওই পড়ুয়ার নাম তাজকিরা খাতুন (16) । বাড়ি হরিরামপুর থানার বেটনা এলাকায় ।

তাজকিরা খাতুন বেটনা রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী । বাবা এমাজউদ্দিন শেখ । তারা তিন বোন ও দুই ভাই । প্রতিবেশীরা জানিয়েছে, প্রথম থেকেই পড়াশোনায় ভালো তাজকিরা । গতকাল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল । সেই পরীক্ষায় ভালো উত্তর দিতে পারেনি সে । আর সেই থেকেই আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ ।

আজ সকালে বাড়ি থেকেই উদ্ধার হয় পড়ুয়ার ঝুলন্ত দেহ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিরামপুর থানার পুলিশ । পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

এবিষয়ে মৃত পড়ুয়ার কাকা মফিজুল শেখ বলেন, গতকাল পরীক্ষা দিয়ে ফিরে আসার পর থেকেই কেমন যেন একটু ভেঙে পড়েছিল তাজকিরা। রাতে খাওয়া দাওয়া করেনি। আজ সকালে উঠে তার মা উকলেমা বিবি ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোনও উত্তর না পেয়ে তাজকিরার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান উকলেমা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.