ETV Bharat / state

কোরোনা আতঙ্ককে দূরে সরিয়ে সংকট মেটাতে রক্তদান শিবির বালুরঘাটে - রক্তদান শিবির

এক মাসেরও বেশি সময় ধরে আয়োজিত হয়নি কোনও রক্তদান শিবির । ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে রক্ত সংকট । তাই এই সংকট দূর করতে কোরোনা আতঙ্ককে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন করা হল বালুরঘাটে ।

Blood Donation Camp
বালুরঘাটে রক্তদান শিবির
author img

By

Published : Apr 28, 2020, 9:16 AM IST

বালুরঘাট, 28 এপ্রিল : লকডাউনের ফলে হচ্ছে না কোনও রক্তদান শিবির । আর তাতে সমস্যায় পড়ছে ব্লাড ব্যাঙ্কগুলি । দেখা দিচ্ছে রক্ত সংকট । এই সংকট দূর করতে গতকাল বালুরঘাটে আয়োজিত হল রক্তদান শিবির । 50 জন স্বেচ্ছায় এই শিবিরে রক্ত দান করেন । সংকটের এই সময়ে রক্ত পেয়ে স্বস্তিতে বালুরঘাট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

এক মাসের বেশি সময় ধরে রাজ্যে লকডাউন চলছে । হচ্ছে না রক্তদান শিবির । আর তার ফলে বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দেয় । এই সংকটের ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের, বিশেষ করে থ্যালাসেমিয়ার রোগীদের রক্ত দিতে হিমশিম খাচ্ছে এই হাসপাতালগুলি । তাই তাদের সাহায্যে এগিয়ে এল বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । গতকাল এই সংগঠনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সেখানে 50 জন স্বেচ্ছায় রক্ত দান করেন ।

এবিষয়ে সংগঠনের সম্পাদক দুলাল বর্মণ বলেন, "রক্তদান শিবির না হওয়ায় ব্লাড ব্যাঙ্কে সংকট দেখা দিচ্ছে । সেই কারণে সবথেকে বেশি থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েছেন । তাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের । সামাজিক দূরত্ব বজায় রাখা হয় । নির্দিষ্ট সময় পর সমস্ত বেড স্যানিটাইজ় করা হয় ।

অন্যদিকে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক অমিত দে জানান, রক্ত সংকটের সময় এত বড় রক্তদান শিবির হয়েছে । ফলে খানিকটা হলেও সমস্যা মিটবে ।

বালুরঘাট, 28 এপ্রিল : লকডাউনের ফলে হচ্ছে না কোনও রক্তদান শিবির । আর তাতে সমস্যায় পড়ছে ব্লাড ব্যাঙ্কগুলি । দেখা দিচ্ছে রক্ত সংকট । এই সংকট দূর করতে গতকাল বালুরঘাটে আয়োজিত হল রক্তদান শিবির । 50 জন স্বেচ্ছায় এই শিবিরে রক্ত দান করেন । সংকটের এই সময়ে রক্ত পেয়ে স্বস্তিতে বালুরঘাট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

এক মাসের বেশি সময় ধরে রাজ্যে লকডাউন চলছে । হচ্ছে না রক্তদান শিবির । আর তার ফলে বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দেয় । এই সংকটের ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের, বিশেষ করে থ্যালাসেমিয়ার রোগীদের রক্ত দিতে হিমশিম খাচ্ছে এই হাসপাতালগুলি । তাই তাদের সাহায্যে এগিয়ে এল বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । গতকাল এই সংগঠনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সেখানে 50 জন স্বেচ্ছায় রক্ত দান করেন ।

এবিষয়ে সংগঠনের সম্পাদক দুলাল বর্মণ বলেন, "রক্তদান শিবির না হওয়ায় ব্লাড ব্যাঙ্কে সংকট দেখা দিচ্ছে । সেই কারণে সবথেকে বেশি থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েছেন । তাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের । সামাজিক দূরত্ব বজায় রাখা হয় । নির্দিষ্ট সময় পর সমস্ত বেড স্যানিটাইজ় করা হয় ।

অন্যদিকে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক অমিত দে জানান, রক্ত সংকটের সময় এত বড় রক্তদান শিবির হয়েছে । ফলে খানিকটা হলেও সমস্যা মিটবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.