ETV Bharat / state

রেশন দুর্নীতির প্রতিবাদে BDO অফিসের সামনে প্রতীকী অনশন BJP-র - বালুরঘাট

রেশন দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন BJP-র। আজ বালুরঘাট সহ জেলার সমস্ত BDO অফিসের সামনে খালি থালা হাতে বিক্ষোভ দেখালেন BJP-র নেতা কর্মীরা।

BJP's symbolic hunger strike in front of BDO office
বালুরঘাট
author img

By

Published : May 5, 2020, 8:52 PM IST

বালুরঘাট, 5 মে: লকডাউনে রেশন দুর্নীতি চরম আকার ধারণ করেছে।পাশাপাশি BJP-র সাংসদ, বিধায়কদের ত্রাণ বিতরণ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ BJP-র। এর প্রতিবাদে এবার প্রতীকী অনশনে বসল দলটি। মঙ্গলবার দুপুর থেকে বালুরঘাট শহর সহ জেলার প্রত্যেকটি BDO অফিসের সামনে খালি থালা নিয়ে প্রতীকী অনশন করলেন BJP-র নেতা কর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ আন্দোলনে শামিল হন জেলা BJP নেতৃত্ব। বালুরঘাটে এই প্রতীকী অনশনে নেতৃত্ব দেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ। এছাড়াও ছিলেন BJP রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা রায়, সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। লকডাউনে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সেইসব দুস্থদের পাশে দাঁড়াতে ডিলারদের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের পক্ষ থেকে রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে। BJP-র অভিযোগ, কেন্দ্রের দেওয়া চাল সঠিকভাবে জেলার দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে না। এর ফলেই জেলার মানুষ খাদ্য সংকটে ভুগছেন। অন্যদিকে BJP সাংসদ ও বিধায়কদের ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এর প্রতিবাদে গোটা রাজ্যের মতোই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও খালি থালা নিয়ে BDO অফিসের সামনে প্রতীকী অনশনে বসলেন BJP-র নেতা কর্মীরা।

BJP's symbolic hunger strike in front of BDO office
খালি থালা হাতে BJP-র প্রতীকী প্রতিবাদ বালুরঘাটে।

অন্যদিকে আজ দুপুরে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে হোম কোয়ারানটিনের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বালুরঘাট থানায় ডেপুটেশন দিল BJP-র শহর মণ্ডল কমিটি। বালুরঘাট শহর মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে এই ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে সাংদের হোম কোয়ারানটিনের নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি ত্রাণ বিলি করার অনুমতি দিতে হবে বলে দাবি তুলল BJP।

BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ জানান, কেন্দ্রের পাঠানো চাল ও অন্যান্য রেশন সামগ্রী জেলার দুস্থদের মধ্যে ঠিকভাবে বিতরণ করা হচ্ছে না। অন্যদিকে BJP সংসদ, বিধায়কদের ত্রাণ বিতরণ করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি BDO অফিসের সামনে প্রতীকী অনশনে বসলাম আমরা।

এই বিষয়ে জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত কুমার রায় জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।জেলার প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই।

বালুরঘাট, 5 মে: লকডাউনে রেশন দুর্নীতি চরম আকার ধারণ করেছে।পাশাপাশি BJP-র সাংসদ, বিধায়কদের ত্রাণ বিতরণ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ BJP-র। এর প্রতিবাদে এবার প্রতীকী অনশনে বসল দলটি। মঙ্গলবার দুপুর থেকে বালুরঘাট শহর সহ জেলার প্রত্যেকটি BDO অফিসের সামনে খালি থালা নিয়ে প্রতীকী অনশন করলেন BJP-র নেতা কর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ আন্দোলনে শামিল হন জেলা BJP নেতৃত্ব। বালুরঘাটে এই প্রতীকী অনশনে নেতৃত্ব দেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ। এছাড়াও ছিলেন BJP রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা রায়, সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। লকডাউনে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সেইসব দুস্থদের পাশে দাঁড়াতে ডিলারদের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের পক্ষ থেকে রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে। BJP-র অভিযোগ, কেন্দ্রের দেওয়া চাল সঠিকভাবে জেলার দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে না। এর ফলেই জেলার মানুষ খাদ্য সংকটে ভুগছেন। অন্যদিকে BJP সাংসদ ও বিধায়কদের ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এর প্রতিবাদে গোটা রাজ্যের মতোই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও খালি থালা নিয়ে BDO অফিসের সামনে প্রতীকী অনশনে বসলেন BJP-র নেতা কর্মীরা।

BJP's symbolic hunger strike in front of BDO office
খালি থালা হাতে BJP-র প্রতীকী প্রতিবাদ বালুরঘাটে।

অন্যদিকে আজ দুপুরে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে হোম কোয়ারানটিনের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বালুরঘাট থানায় ডেপুটেশন দিল BJP-র শহর মণ্ডল কমিটি। বালুরঘাট শহর মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে এই ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে সাংদের হোম কোয়ারানটিনের নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি ত্রাণ বিলি করার অনুমতি দিতে হবে বলে দাবি তুলল BJP।

BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ জানান, কেন্দ্রের পাঠানো চাল ও অন্যান্য রেশন সামগ্রী জেলার দুস্থদের মধ্যে ঠিকভাবে বিতরণ করা হচ্ছে না। অন্যদিকে BJP সংসদ, বিধায়কদের ত্রাণ বিতরণ করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি BDO অফিসের সামনে প্রতীকী অনশনে বসলাম আমরা।

এই বিষয়ে জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত কুমার রায় জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।জেলার প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.