বালুরঘাট, 2 জানুয়ারি: আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করে এগচ্ছে বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বালুরঘাটে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বুধবার অর্থাৎ 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাঁর এই সফর ৷ শেষ হবে 6 তারিখ ৷ এই সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি রয়েছে সুকান্তর । সফর শেষে 7 তারিখে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে ।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই শক্তিশালী বিজেপি । সেক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা আসনগুলিকে পুনরায় ধরে রাখার পাশাপাশি উত্তরবঙ্গের আরও আসন বাড়াতে এখন মরিয়া গেরুয়া শিবির । অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে সবল হলেও বেশকিছু জায়গায় দলের মধ্যেই কোন্দল মাথাচাড়া দিয়েছে । তাই রাজ্য সভাপতি খোদ আসরে নামছেন ৷ নিজে গিয়ে দলীর সমস্যার সমাধান করতে চাইছেন বলে সূত্রের খবর ৷ জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সুকান্ত মজুমদার জনসভার পাশাপাশি কর্মীদের সঙ্গে দলীয় ও সাংগঠনিক বৈঠক করবেন । আগামী 3 তারিখ উত্তর দিনাজপুর, 4 তারিখ আলিপুরদুয়ার, 5 তারিখ কোচবিহার এবং 6 তারিখ জলপাইগুড়ি সফর করবেন বালুরঘাটের এই সাংসদ ।
এই সফর নিয়ে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আগামী তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছি ৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকায় বিজেপির সাংগঠনিক আলোচনা হবে । লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই দলীয় কর্মসূচি । নির্বাচনের কৌশল ঠিক করতেই আমার এই উত্তরবঙ্গ সফর ৷"
আরও পড়ুন: