ETV Bharat / state

লোকসভা নির্বাচন পাখির চোখ, কর্মীদের চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে সুকান্ত - লোকসভা নির্বাচন

Sukanta Majumdar to Visit North Bengal: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কয়েকদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । জনসভার পাশাপাশি দলীয় ও সাংগঠনিক বৈঠক করবেন তিনি ৷

BJP state president Sukanta Majumdar
সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 9:30 PM IST

কর্মীদের চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সুকান্ত

বালুরঘাট, 2 জানুয়ারি: আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করে এগচ্ছে বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বালুরঘাটে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বুধবার অর্থাৎ 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাঁর এই সফর ৷ শেষ হবে 6 তারিখ ৷ এই সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি রয়েছে সুকান্তর । সফর শেষে 7 তারিখে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে ।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই শক্তিশালী বিজেপি । সেক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা আসনগুলিকে পুনরায় ধরে রাখার পাশাপাশি উত্তরবঙ্গের আরও আসন বাড়াতে এখন মরিয়া গেরুয়া শিবির । অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে সবল হলেও বেশকিছু জায়গায় দলের মধ্যেই কোন্দল মাথাচাড়া দিয়েছে । তাই রাজ্য সভাপতি খোদ আসরে নামছেন ৷ নিজে গিয়ে দলীর সমস্যার সমাধান করতে চাইছেন বলে সূত্রের খবর ৷ জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সুকান্ত মজুমদার জনসভার পাশাপাশি কর্মীদের সঙ্গে দলীয় ও সাংগঠনিক বৈঠক করবেন । আগামী 3 তারিখ উত্তর দিনাজপুর, 4 তারিখ আলিপুরদুয়ার, 5 তারিখ কোচবিহার এবং 6 তারিখ জলপাইগুড়ি সফর করবেন বালুরঘাটের এই সাংসদ ।

এই সফর নিয়ে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আগামী তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছি ৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকায় বিজেপির সাংগঠনিক আলোচনা হবে । লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই দলীয় কর্মসূচি । নির্বাচনের কৌশল ঠিক করতেই আমার এই উত্তরবঙ্গ সফর ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলার রাজনীতিতে মোড় ঘোরাবে আজকের সভা', হাওড়ার মিছিল থেকে বললেন বিজেপি রাজ্য সভাপতি
  2. লোকসভা ভোটের আগে জেলায় সভা করতে পারেন নরেন্দ্র মোদি, হলদিয়া থেকে ঘোষণা শুভেন্দুর
  3. লোকসভা ভোটে বঙ্গে সাফল্যে আনতে ভিনরাজ্যের সংস্থাকে সমীক্ষার দায়িত্ব বিজেপির

কর্মীদের চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সুকান্ত

বালুরঘাট, 2 জানুয়ারি: আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করে এগচ্ছে বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বালুরঘাটে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বুধবার অর্থাৎ 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাঁর এই সফর ৷ শেষ হবে 6 তারিখ ৷ এই সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি রয়েছে সুকান্তর । সফর শেষে 7 তারিখে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে ।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই শক্তিশালী বিজেপি । সেক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা আসনগুলিকে পুনরায় ধরে রাখার পাশাপাশি উত্তরবঙ্গের আরও আসন বাড়াতে এখন মরিয়া গেরুয়া শিবির । অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে সবল হলেও বেশকিছু জায়গায় দলের মধ্যেই কোন্দল মাথাচাড়া দিয়েছে । তাই রাজ্য সভাপতি খোদ আসরে নামছেন ৷ নিজে গিয়ে দলীর সমস্যার সমাধান করতে চাইছেন বলে সূত্রের খবর ৷ জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সুকান্ত মজুমদার জনসভার পাশাপাশি কর্মীদের সঙ্গে দলীয় ও সাংগঠনিক বৈঠক করবেন । আগামী 3 তারিখ উত্তর দিনাজপুর, 4 তারিখ আলিপুরদুয়ার, 5 তারিখ কোচবিহার এবং 6 তারিখ জলপাইগুড়ি সফর করবেন বালুরঘাটের এই সাংসদ ।

এই সফর নিয়ে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আগামী তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছি ৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকায় বিজেপির সাংগঠনিক আলোচনা হবে । লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই দলীয় কর্মসূচি । নির্বাচনের কৌশল ঠিক করতেই আমার এই উত্তরবঙ্গ সফর ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলার রাজনীতিতে মোড় ঘোরাবে আজকের সভা', হাওড়ার মিছিল থেকে বললেন বিজেপি রাজ্য সভাপতি
  2. লোকসভা ভোটের আগে জেলায় সভা করতে পারেন নরেন্দ্র মোদি, হলদিয়া থেকে ঘোষণা শুভেন্দুর
  3. লোকসভা ভোটে বঙ্গে সাফল্যে আনতে ভিনরাজ্যের সংস্থাকে সমীক্ষার দায়িত্ব বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.