বালুরঘাট, 17 মে: কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসল BJP। এদিন অবস্থান বিক্ষোভে শামিল ছিলেন BJP-র সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অবিলম্বে দলীয় কর্মী সমর্থকদের ছেড়ে দেবার দাবি জানানো হয় BJP-র পক্ষ থেকে ।
প্রসঙ্গত, দিন চারেক আগে খিদিরপুর শশ্মানে মৃতদেহ সৎকার করাতে এক আত্মঘাতী মহিলার দেহ নিয়ে আসা হয়। বিষয়টি জানতে পেরেই বাধা দেন স্থানীয়রা। এদিকে এই ঘটনায় BJP-র IT সেলের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় আপত্তিকর ও ভুয়ো পোস্ট করার অভিযোগ ওঠে । বিষয়টি নজরে আসে জেলা পুলিশ প্রশাসনের। এদিকে বিষয়টি নজরে আসতেই গত পরশু বিকেলে বালুরঘাট ও হিলি থানার পুলিশ BJP-র IT সেলের চারজনকে গ্রেপ্তার করে। ওই দিনই তাঁদের বাড়ি থেকেই পুলিশ গ্রেপ্তার করে। এদিকে গতকাল তাঁদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। চারজনের মধ্যে তিনজনকে জেল হেপাজত ও একজনকে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। এই ঘটনার প্রতিবাদে BJP-র পক্ষ থেকে এদিন জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এদিন অবস্থান বিক্ষোভে শামিল ছিলেন BJP-র সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ,প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ আরও অনেকে ।
এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগ দিয়ে BJP-র চারজন কার্যকতাকে পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। আদালতে জামিন নিতে গেলেও সেখানেও প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু উলটো দিকে তৃণমূলের ছেলেরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রী ও আমাদের নিয়ে ফেসবুকে নোংরা মিম বানাচ্ছে। অভিযোগ করার পরও পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা আমাদের কর্মীদের নিঃশর্তে মুক্তি চাই। তা না হলে লকডাউনের পরে আমরা গোটা জেলার লোক নিয়ে এসে আন্দোলনে নামব।" যদিও এবিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
দলীয় কর্মীদের গ্রেপ্তার, প্রতিবাদে SP অফিসের সামনে অবস্থান বিক্ষোভ BJP-র - পুলিশ সুপার
BJP-র IT সেলের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় আপত্তিকর ও ভুয়ো পোস্ট করার অভিযোগ পুলিশ চারজনকে গ্রেপ্তার করে । আজ এই ঘটনার প্রতিবাদে পুলিশ সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসল BJP। এদিন অবস্থান বিক্ষোভে শামিল ছিলেন BJP-র সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অবিলম্বে দলীয় কর্মী সমর্থকদের ছেড়ে দেবার দাবি জানানো হয় BJP-র পক্ষ থেকে ।
বালুরঘাট, 17 মে: কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসল BJP। এদিন অবস্থান বিক্ষোভে শামিল ছিলেন BJP-র সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অবিলম্বে দলীয় কর্মী সমর্থকদের ছেড়ে দেবার দাবি জানানো হয় BJP-র পক্ষ থেকে ।
প্রসঙ্গত, দিন চারেক আগে খিদিরপুর শশ্মানে মৃতদেহ সৎকার করাতে এক আত্মঘাতী মহিলার দেহ নিয়ে আসা হয়। বিষয়টি জানতে পেরেই বাধা দেন স্থানীয়রা। এদিকে এই ঘটনায় BJP-র IT সেলের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় আপত্তিকর ও ভুয়ো পোস্ট করার অভিযোগ ওঠে । বিষয়টি নজরে আসে জেলা পুলিশ প্রশাসনের। এদিকে বিষয়টি নজরে আসতেই গত পরশু বিকেলে বালুরঘাট ও হিলি থানার পুলিশ BJP-র IT সেলের চারজনকে গ্রেপ্তার করে। ওই দিনই তাঁদের বাড়ি থেকেই পুলিশ গ্রেপ্তার করে। এদিকে গতকাল তাঁদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। চারজনের মধ্যে তিনজনকে জেল হেপাজত ও একজনকে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। এই ঘটনার প্রতিবাদে BJP-র পক্ষ থেকে এদিন জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এদিন অবস্থান বিক্ষোভে শামিল ছিলেন BJP-র সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ,প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ আরও অনেকে ।
এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগ দিয়ে BJP-র চারজন কার্যকতাকে পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। আদালতে জামিন নিতে গেলেও সেখানেও প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু উলটো দিকে তৃণমূলের ছেলেরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রী ও আমাদের নিয়ে ফেসবুকে নোংরা মিম বানাচ্ছে। অভিযোগ করার পরও পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা আমাদের কর্মীদের নিঃশর্তে মুক্তি চাই। তা না হলে লকডাউনের পরে আমরা গোটা জেলার লোক নিয়ে এসে আন্দোলনে নামব।" যদিও এবিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।